Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চন্দা': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নিভ
(p. 461) -nibha বিণ. (সমাসের উত্তরপদে ব্যবহৃত) সদৃশ, তুল্য (দুগ্ধফেননিভ, পদ্মনিভ, চন্দ্রনিভ)। [সং. নি + √ ভা + অ]। 83)
অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগুরু
(p. 6) aguru বি. 1 গন্ধ কাষ্ঠবিশেষ; 2 কৃষ্ণ চন্দন। (অগুরুচন্দন) বিণ. লঘু; হালকা। [সং. ন+গুরু]। 29)
অগোর1
(p. 7) agōra1 বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ ('সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন': ক. ক.)। [ সং. অগুরু]। 6)
অজ1
(p. 8) aja1 বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। 90)
অজমীঢ়
(p. 8) ajamīḍh় বি. 1 যুধিষ্ঠির; 2 চন্দ্রবংশীয় রাজা হস্তীর পুত্র। [সং. অজম্+√ঈহ্+ত]। 102)
অত্রি
(p. 14) atri বি. 1 সপ্তর্ষির অন্যতম ঋষি - ব্রহ্মার নেত্র থেকে এঁর জন্ম; আবার এঁরই নেত্র থেকে চন্দ্রের উত্পত্তি বলে পুরাণে কথিত; ইনি দুর্বাসার পিতাবিশেষ; 2 ধর্মশাস্ত্রপ্রণেতা ঋষিবিশেষ। [সং. অদ্+ত্রি]। 63)
অধ্যাস1
(p. 21) adhyāsa1 বি. 1 সত্তা বা গুণাগুণ আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্হলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)। [সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]। অধ্যস্ত বিণ. আরোপিত। 6)
অনু-লেপ
(p. 31) anu-lēpa বি. লেপন; প্রলেপ। [সং. অনু + √ লিপ্ + অ]। ̃ ন বি. (গন্ধদ্রব্যাদি দ্বারা) লেপন; প্রলেপ; লেপনের উপযোগী গন্ধদ্রব্য, যেমন চন্দন। 13)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
অন্তর্দশা
(p. 32) antardaśā বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]। 51)
অব-তংস
(p. 44) aba-taṃsa বি. ভূষণ, অলংকার; কানের অলংকার; শিরোভূষণ; গৌরব বা গৌরবের বস্তু (চন্দ্রবংশাবতংস)। [সং. অব + √ তংস্ (=ভূষণ) + অ]। 8)
অমর.তরু
(p. 55) amara.taru বি. পারিজাত মন্দার কল্পবৃক্ষ সন্তানবৃক্ষ ও হরিচন্দন; স্বর্গের এই পাঁচটি বৃক্ষ। [সং. অমর + তরু]। 55)
অমুক
(p. 57) amuka সর্ব. বিণ. বি. অজ্ঞাতনামা বা অনির্দিষ্টনামা ব্যক্তি বা বস্তু (অমুক অমুক জায়গায় যাব, অমুকচন্দ্র দাস, অমুকটা ভালো আর অমুকটা মন্দ)। [সং. অদস + ক, নিপাতনে]। 42)
অম্ভ, অম্ভঃ
(p. 59) ambha, ambhḥ বি. জল। [সং. অন্ভ্ + অস্]। ̃ .সার বি. মুক্তা। অম্ভোজ বিণ. জলজাত। বি. 1 পদ্ম; 2 শঙ্খ; 3 চন্দ্র। অম্ভোদ বি. মেঘ। অম্ভোধি, অম্ভো-নিধি বি. সমুদ্র। 10)
অর্ক
(p. 61) arka বি. 1 সূর্য (বালার্ক, কোণার্ক); 2 কিরণ, রশ্মি; 3 স্ফটিক; 4 আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। ̃. চন্দন বি. রক্তচন্দন। ̃. পত্র বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। ̃. ফলা বি. 1 রেফচিহ্ন; 2 টিকি (অর্কফলার আন্দোলন)। 21)
অর্ঘ্য
(p. 61) arghya বি. পূজার উপকরণ ('রচেনি পূজার অর্ঘ্য': রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার। বিণ. 1 পূজ্য, উপাস্য; 2 শ্রদ্ধেয়। [সং. √ অর্ঘ্ + য]। 27)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
অলকা-তিলক, অলকা-তিলকা
(p. 62) alakā-tilaka, alakā-tilakā বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা ('অলকা তিলক ভালে': বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]। 39)
অস্ত
(p. 73) asta বি. 1 কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; 2 (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; 3 শেষ, অবসান। [সং. √ অস্ + ত]। ̃ গত বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব। ̃ গমন বি. অস্তে যাওয়া। ̃ গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ গিরি, অস্তাচল বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ। ̃ অস্তাচল-গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মন বি. অস্ত যাওয়া। ̃ মান (অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মিত বিণ. অস্তে গেছে এমন। অস্তায়-মান বিণ. অস্তে যাচ্ছে এমন। 5)
অহল্যা1
(p. 75) ahalyā1 বি. 1 পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; 2 মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]। 22)
আজাদ
(p. 85) ājāda বিণ. স্বাধীন, মুক্ত। [ফা.আজাদ]। আজাদ হিন্দ ফৌজ ভারতের বাইরে রাসবিহারী বসু কর্তৃক প্রতিষ্ঠিত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক পরিচালিত ভারতের মুক্তিবাহিনী। আজাদি বি. মুক্তি, স্বাধীনতা। 34)
আলিপ্ত
(p. 106) ālipta বিণ. ভালোভাবে বা প্রকৃষ্টভাবে লিপ্ত বা চর্চিত (আলিপ্ত চন্দন)। [সং. আ + লিপ্ত]। 35)
ইন্দু
(p. 114) indu বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃ কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা। 42)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140387
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730610
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942803
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696638
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603077

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us