Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চর্ম]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
ঋষি2
(p. 141) ṛṣi2 বি. বাঙালি চর্মকার জাতিবিশেষ। [হি. রৈসি]। 19)
কাউর
(p. 174) kāura বি. চর্মরোগবিশেষ। [আ. কর্হ্]। 30)
কাড়া2
(p. 179) kāḍ়ā2 বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র। 42)
কাহাল
(p. 188) kāhāla বি. ঢাকজাতীয় চর্মবাদ্যবিশেষ। [দেশি]। 50)
কুষ্ঠ
(p. 201) kuṣṭha বি. দেহচর্মকে বিকৃত করে এমন রোগবিশেষ, কুঠ। [সং. ক + √ স্হা + অ়]। ̃ ঘ্ন বিণ. কুষ্ঠরোগ দূর করে এমন (কুষ্ঠঘ্ন ওষুধ)। কুষ্ঠাশ্রম বি. কুষ্ঠরোগীদের চিকিত্সার কেন্দ্র। 29)
কৃত্তি.বাস
(p. 204) kṛtti.bāsa বি. 1 যিনি বাঘছাল বা গজাসুরের চামড়া পরিধান করেন অর্থাত্ শিব; 2 রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝা। [সং. কৃত্তি (পশুচর্ম) + বাস (বাসস্)]। কৃত্তি-বাসি, কৃত্তি-বাসী বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)। 19)
কৃত্তিক
(p. 204) kṛttika বি. বহিশ্চর্ম, ছাল, cuticle (বি. প.)। [সং. √কৃত + তি + ক]। 17)
খুশকি, খুসকি, খুস্কি
(p. 231) khuśaki, khusaki, khuski বি. মরামাস; মাথার চামড়া থেকে উঠে-যাওয়া শুকনো চর্মরেণু। [ফা. খুশক]। 36)
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
খোস
(p. 235) khōsa বি. পাঁচড়া, চর্মরোগবিশেষ। [সং. খস; অথবা সং. কচ্ছ (=itching)]। 12)
গণ্ডার
(p. 240) gaṇḍāra বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্হূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। 13)
ঘেঁটু
(p. 270) ghēn̐ṭu বি. 1 ঘণ্টাকর্ণ, ঘেঁটুঠাকুর, চর্মাদি রোগের অধিদেবতা; 2 বন্য গুল্ম বা ফুলবিশেষ, ভাঁটফুল। [সং. ঘণ্টাকর্ণ]। 37)
চটি1
(p. 275) caṭi1 বি. গোড়ালির উপরিভাগ খোলা থাকে এমন জুতাবিশেষ। [সং. চর্ম চামাটি]। 29)
চর্ম
(p. 279) carma বি. 1 চামড়া, ত্বক; 2 বল্কল, গাছের ছাল; 3 ঢাল। [সং. √চর্ + মন্]। ̃ কার বি. চামার; মুচি। ̃ চক্ষু বি. 1 রক্তমাংসে গড়া চোখ; 2 (আল.) স্হূলদৃষ্টি; স্বাভাবিক দৃষ্টি। ̃ চটক (পুং) বি. বাদুড়। ̃চটিকা, ̃ চটী (স্ত্রী) বি. 1 চামচিকা; 2 বাদুড়। ̃ জ বিণ. চামড়ার তৈরি; চামড়া থেকে উত্পন্ন। ̃ ধারী (রিন্) বিণ. ঢালহাতে যুদ্ধ করে এমন, ঢালী। ̃ পেটিকা বি. 1 চামড়ার বাক্স বা থলি; 2 চামড়ার তৈরি কোমরবন্ধ। ̃ রোগ বি. গায়ের চামড়ার রোগ। ̃ শিল্প বি. চামড়ার জিনিস তৈরির শিল্প; চামড়ার কাজ। ̃ স্হলী বি. চামড়ার থলি বা ব্যাগ। চর্মাবরণ বি. চামড়ার ঢাকনি। চর্মার বি. চামার, মুচি। চর্মাসন বি. চামড়ার তৈরি আসন। 45)
চাম
(p. 281) cāma বি. (আঞ্চ. কথ্য) চামড়া, ত্বক (গায়ের চাম)। [সং. চর্ম]। 126)
চামচিকা, (কথ্য) চামচিকে
(p. 281) cāmacikā, (kathya) cāmacikē বি. বাদুড়জাতীয় ক্ষুদ্র প্রাণী, titmouse. [সং. চর্মচটিকা]। 129)
চামড়া
(p. 281) cāmaḍ়ā বি. দেহের বাইরের আবরণ, চর্ম, চাম, ত্বক। [বাং. চাম [ সং. চর্ম) + ড়া (স্বার্থে)]। 130)
চামাটি, চামাতি
(p. 281) cāmāṭi, cāmāti বি. চামড়ার পটি; ক্ষুদ্র ঘষবার চর্মখণ্ড। [সং. চর্মপত্র]। 134)
চামার
(p. 281) cāmāra বি. 1 চর্মকার, মুচি; 2 (আল.) নিষ্ঠুর বা নীচ ব্যক্তি (মানুষ নয়, একটা আস্ত চামার)। [সং. চর্মার]। স্ত্রী. ̃ নি। 135)
চার্ম
(p. 281) cārma বিণ. চর্মসম্বন্ধীয়, চামড়াসম্বন্ধীয়। [সং. চর্ম + অ]। 160)
চিমড়া, (কথ্য) চিমড়ে
(p. 290) cimaḍ়ā, (kathya) cimaḍ়ē বিণ. 1 শুকনো চামড়ার মতো শক্ত (চিমড়ে লুচি); 2 (আল.) একগুঁয়ে, অবাধ্য (চিমড়ে স্বভাবের লোক); 3 অত্যন্ত রোগাটে কিন্তু শক্ত, পাকানো (চিমড়ে গড়ন)। [হি. চীমড় সং. চর্ম]। 32)
চুলকানি
(p. 294) culakāni বি. 1 দেহে সড়্সড়ানির অনুভূতি; 2 চর্মরোগবিশেষ, কণ্ডূয়ন। চুলকানো ক্রি. নখ দিয়ে আঁচড়ানো; কণ্ডূয়ন করা। বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. খুজলানা]। 27)
চুষা, চোষা
(p. 294) cuṣā, cōṣā ক্রি. মুখ দিয়ে রস প্রভৃতি শোষণ করা। বি. শোষণ। বিণ. 1 শোষণকারী; শোষক (রক্তচোষা. চর্মচোষা); 2 শোষিত (বাদুড়চোষা ফল)। [সং. √চুষ্ + বাং. আ]। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614739
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227930
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839856
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649151

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us