Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চর্মার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঋষি2
(p. 141) ṛṣi2 বি. বাঙালি চর্মকার জাতিবিশেষ। [হি. রৈসি]। 19)
কাউর
(p. 174) kāura বি. চর্মরোগবিশেষ। [আ. কর্হ্]। 30)
কাড়া2
(p. 179) kāḍ়ā2 বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র। 42)
কাহাল
(p. 188) kāhāla বি. ঢাকজাতীয় চর্মবাদ্যবিশেষ। [দেশি]। 50)
কুষ্ঠ
(p. 201) kuṣṭha বি. দেহচর্মকে বিকৃত করে এমন রোগবিশেষ, কুঠ। [সং. ক + √ স্হা + অ়]। ̃ ঘ্ন বিণ. কুষ্ঠরোগ দূর করে এমন (কুষ্ঠঘ্ন ওষুধ)। কুষ্ঠাশ্রম বি. কুষ্ঠরোগীদের চিকিত্সার কেন্দ্র। 29)
খুশকি, খুসকি, খুস্কি
(p. 231) khuśaki, khusaki, khuski বি. মরামাস; মাথার চামড়া থেকে উঠে-যাওয়া শুকনো চর্মরেণু। [ফা. খুশক]। 36)
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
খোস
(p. 235) khōsa বি. পাঁচড়া, চর্মরোগবিশেষ। [সং. খস; অথবা সং. কচ্ছ (=itching)]। 12)
ঘেঁটু
(p. 270) ghēn̐ṭu বি. 1 ঘণ্টাকর্ণ, ঘেঁটুঠাকুর, চর্মাদি রোগের অধিদেবতা; 2 বন্য গুল্ম বা ফুলবিশেষ, ভাঁটফুল। [সং. ঘণ্টাকর্ণ]। 37)
চর্ম
(p. 279) carma বি. 1 চামড়া, ত্বক; 2 বল্কল, গাছের ছাল; 3 ঢাল। [সং. √চর্ + মন্]। ̃ কার বি. চামার; মুচি। ̃ চক্ষু বি. 1 রক্তমাংসে গড়া চোখ; 2 (আল.) স্হূলদৃষ্টি; স্বাভাবিক দৃষ্টি। ̃ চটক (পুং) বি. বাদুড়। ̃চটিকা, ̃ চটী (স্ত্রী) বি. 1 চামচিকা; 2 বাদুড়। ̃ জ বিণ. চামড়ার তৈরি; চামড়া থেকে উত্পন্ন। ̃ ধারী (রিন্) বিণ. ঢালহাতে যুদ্ধ করে এমন, ঢালী। ̃ পেটিকা বি. 1 চামড়ার বাক্স বা থলি; 2 চামড়ার তৈরি কোমরবন্ধ। ̃ রোগ বি. গায়ের চামড়ার রোগ। ̃ শিল্প বি. চামড়ার জিনিস তৈরির শিল্প; চামড়ার কাজ। ̃ স্হলী বি. চামড়ার থলি বা ব্যাগ। চর্মাবরণ বি. চামড়ার ঢাকনি। চর্মার বি. চামার, মুচি। চর্মাসন বি. চামড়ার তৈরি আসন। 45)
চামচিকা, (কথ্য) চামচিকে
(p. 281) cāmacikā, (kathya) cāmacikē বি. বাদুড়জাতীয় ক্ষুদ্র প্রাণী, titmouse. [সং. চর্মচটিকা]। 129)
চামাটি, চামাতি
(p. 281) cāmāṭi, cāmāti বি. চামড়ার পটি; ক্ষুদ্র ঘষবার চর্মখণ্ড। [সং. চর্মপত্র]। 134)
চামার
(p. 281) cāmāra বি. 1 চর্মকার, মুচি; 2 (আল.) নিষ্ঠুর বা নীচ ব্যক্তি (মানুষ নয়, একটা আস্ত চামার)। [সং. চর্মার]। স্ত্রী. ̃ নি। 135)
চার্ম
(p. 281) cārma বিণ. চর্মসম্বন্ধীয়, চামড়াসম্বন্ধীয়। [সং. চর্ম + অ]। 160)
চুলকানি
(p. 294) culakāni বি. 1 দেহে সড়্সড়ানির অনুভূতি; 2 চর্মরোগবিশেষ, কণ্ডূয়ন। চুলকানো ক্রি. নখ দিয়ে আঁচড়ানো; কণ্ডূয়ন করা। বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. খুজলানা]। 27)
চুষা, চোষা
(p. 294) cuṣā, cōṣā ক্রি. মুখ দিয়ে রস প্রভৃতি শোষণ করা। বি. শোষণ। বিণ. 1 শোষণকারী; শোষক (রক্তচোষা. চর্মচোষা); 2 শোষিত (বাদুড়চোষা ফল)। [সং. √চুষ্ + বাং. আ]। 33)
ছুলি
(p. 304) chuli বি. চর্মরোগবিশেষ, গায়ের চামড়ায় এবং বিশেষত মুখে খুব হালকা সাদা দাগ। [সং. ছল্লি]। 118)
জাঁতা1
(p. 320) jān̐tā1 বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]। 6)
জির-জিরে
(p. 325) jira-jirē বিণ. অস্হিচর্মসার, অত্যন্ত কৃশ, রোগা (হাড়-জিরজিরে চেহারা)। [সং. জর্জর]। 30)
ডুগ-ডুগি
(p. 357) ḍuga-ḍugi বি. ক্ষুদ্র চর্মবাদ্যবিশেষ; ডমরু। [ধ্বন্যা.]। 31)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
ঢোল
(p. 362) ḍhōla বি. 1 চর্মবৃত বাদ্যযন্ত্রবিশেষ, ঢাকের চেয়ে ছোট আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 (আল.) ঢোলের মতো ফোলা বা ফাঁপা অবস্হা (ফুলে ঢোল হয়েছে)। [মুন্ডা.] ঢোল দেওয়া ক্রি. বি. 1 ঢেঁড়া পিটানো; 2 প্রচার করা। নিজের ঢোল নিজে পেটা আত্মপ্রশংসা করা। ̃ ক বি. ঢোল; ছোট ঢোল। ̃. শোহরত বি. ঢোল পি়টিয়ে প্রচার বা ঘোষণা। 26)
তবলা
(p. 367) tabalā বি. এক দিকে চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, চর্মাবৃত তালবাদ্যবিশেষ। [আ. তবল্]। তবলিয়া বি. তবলাবাদক, তবলচি। 57)
তাঁত
(p. 373) tān̐ta বি. 1 কাপড় বোনার যন্ত্র (তাঁতে তৈরি কাপড়); 2 চর্মসূত্র, জীবজন্তুর নাড়ি থেকে প্রস্তুত সুতো, gut. [সং. তন্ত্র]। ̃ ঘর, ̃ শালা বি. তাঁতির কর্মশালা। তাঁতি বি. যে কাপড় বোনে, তন্তুবায়। স্ত্রী. তাঁতিনি। অতি লোভে তাঁতি নষ্ট (প্রবাদ) অত্যধিক লাভের লোভ করলে সর্বস্ব নষ্ট হয়। 9)
দদ্রু
(p. 396) dadru বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। ̃ ঘ্ন বিণ. দাদনাশক। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534880
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140412
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942827
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883569
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us