(p. 290) cukti বি. 1 শর্ত, কড়ার (সেও টাকা পাবে এই চুক্তি করে নিল); 2 দুই বা ততোধিক পক্ষের মধ্যে স্বীকৃত ব্যবস্হা (শান্তি চুক্তি); 3 নিষ্পত্তি, মিটমাট (ঝগড়ার চুক্তি হয়েছে); 4 সমাধা, অবসান (কাজ চুক্তির পর)। [হি. চুকৌতা]। ̃ নামা বি. শর্ত বা কড়ারের দলিল। ̃ বদ্ধ বিণ. চুক্তির দ্বারা নিয়ন্ত্রিত; চুক্তির অন্তর্ভুক্ত। 71)