Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চুলের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-শ্রয়ণী
(p. 17) adhi-śraẏaṇī বি. উনুন, চুল্লি। [সং. অধি+ √ শ্রী+অন+ঈ (স্ত্রী.)]।
অলক
(p. 62) alaka বি. 1 কোঁকড়ানো চুলের গুচ্ছ, কুঞ্চিত চুল; 2 চুল, পাশের বা সামনের চুলের গুচ্ছ; 3 কেশগুচ্ছের মতো কুঞ্চিত ও ঢেউ-খেলানো মেঘ। [সং. √ অল্ + অক]। ̃ .মেঘ বি. পেঁজা তুলোর মতো বা কেশগুচ্ছের মতো মেঘ, cirrus. 36)
অলকা-তিলক, অলকা-তিলকা
(p. 62) alakā-tilaka, alakā-tilakā বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা ('অলকা তিলক ভালে': বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]। 39)
আখা
(p. 82) ākhā বি. উনুন, চুলো, চুল্লি। [বাং. তু. সং. উখা = হাঁড়ি, যজ্ঞীয় অগ্নিকুন্ড (হরিচরণ বন্দ্যোপাধ্যায়)]। 25)
আল-বার্ট
(p. 106) āla-bārṭa বি. চুলের সামনের দিক ফাঁপিয়ে উচু করার ঢংবিশেষ; চুলের টেড়ি। [ Prince Albert]। 4)
ইকমিক কুকার
(p. 113) ikamika kukāra বি. ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। [Icmic I. Mullick]। 17)
উকুন
(p. 119) ukuna বি. চুলের পোকা, উত্কুণ। [সং. উত্কুণ]। 14)
উত্-কুণ
(p. 123) ut-kuṇa বি. চুলের পোকা, উকুণ। [সং. উত্ + √ কুণ্ + অ]। 5)
উনুন, উনান
(p. 128) ununa, unāna বি. চুল্লি, চুলো, যাতে আগুনের তাপ বা অন্যভাবে তাপ উত্পন্ন করে খাদ্যাদি রান্না করা হয়। [ সং. উদষ্মান]। 57)
উলি
(p. 133) uli বি. চুলের মধ্যে আঙুল চালিয়ে বিলে কাটা ('আল্যালে মাথায় চুলি, না জানি করিতে উলি': ব. প.)। [বিলি দ্র]। 160)
কচাল, কোচল
(p. 156) kacāla, kōcala বি. অনাবশ্যক ঝগড়া বা মন কষাকষি। [দেশি]। কচালে, কুচুলে বিণ. ঝগড়াটে, কুঁদুলে। 42)
কঞ্চুলিকা, কঞ্চুলী
(p. 156) kañculikā, kañculī বি. কাঁচুলি, স্তনাবরণ। [সং. √ কন্চ্ + উল + ঈ, ক (কন্) + আ]। 58)
কেঁচো
(p. 205) kēn̐cō বি. মাটির নীচে বাসকারী কৃমিজাতীয় সরীসৃপ কীটবিশেষ, মহীলতা। [সং. কিঞ্চলুক, কিঞ্চুলুক]। কেঁচো খুড়তে সাপ বের হওয়া তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া। 22)
কেশ
(p. 207) kēśa বি. চুল। [সং. কে (মস্তকে) + √ শী + অ]। ̃ কর্ম (-র্মন্) বি. চুল বাঁধা; কবরী রচনা। ̃ কলাপ, ̃ গুচ্ছ, ̃ দাম, ̃ পাশ বি. চুলের গোছা। ̃ কীট বি. চুলের পোকা, উকুন। ̃ গ্রহণ বি. চুল ধরা। ̃ ঘ্ন বি. টাক। ̃ তৈল বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল। ̃ প্রসাধন বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন। ̃. বতী বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর। ̃. বিন্যাস বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার। ̃. মুণ্ডন বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া। 24)
কেশা-কেশি
(p. 207) kēśā-kēśi বি. পরস্পরের চুল ধরে টানাটানি বা যুদ্ধ; চুলোচুলি। [সং. কেশ + বাং. আ + সং. কেশ + বাং. ই]। 28)
কেশাগ্র
(p. 207) kēśāgra বি. চুলের ডগা [সং. কেশ + অগ্র]। কেশাগ্র স্পর্শ করতে না পারা ক্রি. বি. কোনো ক্ষতি বা অপমান করতে না পারা। 29)
কৈশিক
(p. 207) kaiśika বিণ. 1 কেশসম্বন্ধীয়; 2 কেশসদৃশ; 3 অতি সুক্ষ নলাকার, capillary [সং. কেশ + ইক]। কৈশিকা নাড়ী বি. চুলের মতো অতি সূক্ষ রক্তবহা নাড়ী। 51)
কোক
(p. 209) kōka বি. গৃহস্হের ব্যবহারের উপযোগী করে পোড়ানো খনিজ কয়লা (কোকচুল্লি)। [ইং. coke]। 15)
গুছি
(p. 250) guchi বি. 1 ছোট গুচ্ছ; 2 চুলের বিনুনি বা খোঁপা বড় করার জন্য ব্যবহৃত পরচুলজাতীয় উপকরণবিশেষ। [সং. গুচ্ছ]। 37)
চাল2
(p. 281) cāla2 বি. 1 বাঁশ টিন খড় তৃণ ইত্যাদির তৈরি কাঁচা ঘরের আচ্ছাদন বা ছাদ (ঘরের চাল ফুটো হয়েছে); 2 প্রতিমার পিছনের গোল করে আঁকা চিত্র বা পট (চালচিত্র)। [সং. √চল্ + অ]। ̃ কুমড়ো বি. ছাঁচি কুমড়ো। ̃ চিত্র বি. প্রতিমার পিছনে স্হাপিত চিত্রিত গোলাকার পট। ̃ চুলা (কথ্য) ̃ চুলো বি. আশ্রয় ও অন্নসংস্হান-কুঁড়েঘরের চাল এবং রান্নার চুলো বা উনুন অর্থে (এমন চালচুলোহীন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে?)। চাল কেটে উঠানো ক্রি. উদ্বাস্তু করা। চালের বাতা - বাতা দ্র। 162)
চিকুর
(p. 288) cikura বি. 1 কেশ, চুল ('বাঁধিতেছিল বা দীর্ঘ চিকুর': রবীন্দ্র); 2 বিদ্যুত্। বিণ. চপল, চঞ্চল, অস্হির। [সং. চি + √কুর্ + অ]। ̃ জাল বি. কেশগুচ্ছ, কেশদাম, চুলের গোছা। 3)
চিতা1
(p. 288) citā1 বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্হায়ী মর্মযন্ত্রণা। 35)
চুল
(p. 294) cula বি. কেশ, মানুষের মাথায় গজানো সাধারণত কালো রঙের রোমরাজি। [সং. চুল]। ̃ চেরা বিণ. অতি সূক্ষ্ম (চুলচেরা বিচার, চুলচেরা হিসাব)। চুল বাঁধা ক্রি. বি. স্ত্রীলোকের চুলের খোঁপা বা বেণি বাঁধা। 26)
চুলা, চুলো
(p. 294) culā, culō বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। চুলা ধরানো ক্রি. বি. উনুনে বা চিতায় আগুন দেওয়া; উনুন বা চিতা জ্বালা। চুলোয় যাওয়া ক্রি. বি. (গালিবিশেষ) চিতায় ওঠা, মরা; (আল.) দূর হওয়া (চুলোয় যাক ওসব ব্যাপার)। চুলোর দোরে যাওয়া - চুলোয় যাওয়া -র অনুরূপ। 29)
চুলা-চুলি, (কথ্য) চুলো-চুলি
(p. 294) culā-culi, (kathya) culō-culi বি. 1 পরস্পর চুল ধরে টানাটানি; 2 (আল.) তুমুল ঝগড়া বা দ্বন্দ্ব (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এমন চুলোচুলি হবে তা কে জানত?)। [বাং. চুল + আ + চুল + ই]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534683
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730350
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838431
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us