Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চেরার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

করাত
(p. 167) karāta বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা। 28)
কাতলা1
(p. 179) kātalā1 বি. করাত দিয়ে চেরাই করা কাঠের চিরের মুখে যে কাঠের টুকরো গুঁজে দেওয়া হয়, wedge; কাজলা। [দেশি]।
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
চিরা, চেরা
(p. 290) cirā, cērā ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ̃ ই বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ̃ নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। বি. উক্ত অর্থে। 40)
চিরাগ, চিরাগি
(p. 290) cirāga, cirāgi দ্র চেরাগ। 41)
চুল
(p. 294) cula বি. কেশ, মানুষের মাথায় গজানো সাধারণত কালো রঙের রোমরাজি। [সং. চুল]। ̃ চেরা বিণ. অতি সূক্ষ্ম (চুলচেরা বিচার, চুলচেরা হিসাব)। চুল বাঁধা ক্রি. বি. স্ত্রীলোকের চুলের খোঁপা বা বেণি বাঁধা। 26)
চেরা, চেরাই
(p. 294) cērā, cērāi যথাক্রমে চিরা ও চিরাই -এর চলিত রূপ। 74)
চেরাগ, চিরাগ
(p. 294) cērāga, cirāga বি. প্রদীপ, বাতি, দীপ।য [ফা. চিরাগ্]। চেরাগি, চিরাগি বি. পিরস্হানে নিত্য প্রদীপ জ্বালাবার ব্যয়নির্বাহের জন্য প্রদত্ত নিষ্কর জমি। 75)
চেলা৪
(p. 294) cēlā4 ক্রি. কুড়ুল, দা ইত্যাদির সাহায্যে (কাঠ) চেরা বা ফাড়া। বি. ওইভাবে ফাড়া কাঠ। বিণ. ফাড়া হয়েছে এমন (চেলা কাঠ)। [তু. চিরা, চেরা; হি. চিরনা]। ̃ কাঠ বি. ফাড়া কাঠ। ̃ নো বি. ক্রি. কুড়ুল বা দা দিয়ে ফাড়া। 80)
পটোল
(p. 486) paṭōla বি. গ্রীষ্মের সুপরিচিত সবজিফলবিশেষ। [সং. √ পট্ + ওল]। ̃ চেরা বিণ. (চোখ সম্বন্ধে) লম্বালম্বি দ্বিখণ্ডিত পটোলের মতো আকারবিশিষ্ট, দীর্ঘ ও আয়ত। ̃ পাতা, ̃ লতা বি. পলতা। 22)
ফাড়া
(p. 564) phāḍ়ā ক্রি. বি. চিরে ফেলা; ছেঁড়া; ফাটানো (কাঠ ফাড়া)। বিণ. উক্ত অর্থে। [সং. √ স্ফট্ বাং. ফাড়্ + আ]। ̃ নো ক্রি. বি. পরের দ্বারা চেরানো। বিণ. উক্ত অর্থে। 14)
ফিঙে, (অপ্র.) ফিঙ্গে
(p. 565) phiṅē, (apra.) phiṅgē বি. 1 মাছের লেজের মতো চেরা লেজবিশিষ্ট কালো রঙের পাখিবিশেষ, drongo; 2 Y - আকারের কাঠের টুকরো; 3 দড়ি দিয়ে তৈরি পাথর ছোড়ার কলবিশেষ। [সং. ফিঙ্গক]। 11)
বিদার
(p. 614) bidāra বি. বিদারণ, বিদীর্ণ হওয়া ('ধরণী বিদার দেউ': শ্রীকৃ.)। বিণ. বিদারণকারী ('তিমিরবিদার উদার অভ্যুদয়': রবীন্দ্র)। [সং. বি + √ দৃ + অ]। ̃ ক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)। ̃ ণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন। বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা ('কেশরী জনু গজকুম্ভ বিদারে': বিদ্যা.)। বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন। বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন ('তিমিরবিদারী': রবীন্দ্র)। 14)
সর্প
(p. 818) sarpa বি. হাত-পা-বিহীন এবং জিভ-চেরা সরীসৃপবিশেষ, সাপ, ফণী। [সং. √ সৃপ্ + যঙ্ + অ]। বি. (স্ত্রী.) সর্পিণী, সর্পী। ̃ ভুক (-ভুজ্) বিণ. সাপ খায় এমন। বি. 1 গরুড়; 2 ময়ূর। ̃ রাজ বি. বাসুকি, অনন্তদেব। ̃ হা (-হন্) বিণ. সর্বহন্তা। বি. নেউল, বেজি। সর্পাধাত বি. সাপের কামড়। সর্পিল বিণ. সাপের গতির মতো আঁকাবাঁকা। সর্পী (-র্পিন্) বিণ. (প্রধানত) বুকে ভর দিয়ে গমনশীল। বিণ. (স্ত্রী.) সর্পিণী। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534962
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140497
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730721
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696677
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us