Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোয়াল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আরক
(p. 103) āraka বি. 1 নির্যাস, সার (জোয়ানের আরক); 2 রস; 3 চোয়ানো মদ। [আ. আরক্]। 31)
কপাটি লাগা, দাঁত কপাটি লাগা
(p. 163) kapāṭi lāgā, dān̐ta kapāṭi lāgā ক্রি. দাঁতে দাঁতে খিল ধরা; চোয়াল আটকে যাওয়া। 7)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কোচ-ওয়ান, কোচোয়ান, কোচ-মান, কোচ-ম্যান
(p. 209) kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]। 24)
কোচ-বাক্স
(p. 209) kōca-bāksa বি. গাড়িতে কোচোয়ানের বসবার স্হান বা আসন। [ইং. coachbox]। 26)
গালিত
(p. 246) gālita বিণ. 1 গালানো হয়েছে এমন (গালিত সোনা); 2 ছাঁকা বা চোয়ানো হয়েছে এমন। [সং. √গল্ + ণিচ্ + ত]। 103)
চুয়ানো, চোয়ানো
(p. 294) cuẏānō, cōẏānō ক্রি. 1 অল্প অল্প করে বা ফোঁটা ফোঁটা করে ঝরা বা ঝরানো, ক্ষরানো বা ক্ষরিত হওয়া (হাঁড়ি থেকে রস চোয়াচ্ছে); 2 চোলাই করা, distil (মদ চোয়ানো হচ্ছে)। বিণ. 1 চুইয়ে পড়েছে এমন (চোয়ানো রস); 2 পরিস্রুত (চোয়ানো মদ)। বি. 1 ক্ষরণ; 2 চোলাই করা; চোলাইয়ের কাজ। চুয়ানি বি. চোয়ানো বা পরিস্রুত জিনিস। 17)
চোপড়া
(p. 298) cōpaḍ়ā বি. 1 ফলের খোসা বা বাইরের আবরণ; ছোবড়া; 2 (আঞ্চ.) মাছের চোয়াল। [বাং. চোপড় ( হি. চাপড়) + আ]। 7)
চোয়া, চোয়ানো, চোয়ানি
(p. 298) cōẏā, cōẏānō, cōẏāni যথাক্রমে চুয়া, চুয়ানো ও চুয়ানি -র চলিত রূপ। 17)
চোয়াড়
(p. 298) cōẏāḍ় বি. পার্বত্য জাতিবিশেষ। বিণ. 1 অসভ্য, বর্বর; 2 দুর্বুত্ত; 3 গোঁয়ার। [হি.]। চোয়াড়ে বিণ. 1 চোয়াড়ের মতো; 2 অমার্জিত। 18)
চোয়াল
(p. 298) cōẏāla বি. মুখের ভিতরের যে অংশে দাঁতের পাটি সংলগ্ন থাকে, হনু। [দেশি]। 19)
নির্গলন
(p. 468) nirgalana বি. 1 বিগলন; 2 চোয়ানো, চুইয়ে পড়া, ক্ষরণ (রসের নির্গলন, শোণিত নির্গলন)। [সং. নির্ + √ গল্ + অন]। নির্গলিত বিণ. চুইয়ে পড়েছে এমন, ক্ষরিত। নির্গলিতার্থ বি. মর্মার্থ, অন্তর্নিহিত অর্থ। 40)
প্যাঁচালো, প্যাঁচোয়া
(p. 534) pyān̐cālō, pyān̐cōẏā বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া ওয়া]। 78)
বাঁচোয়া
(p. 591) bān̐cōẏā বি. 1 রেহাই, রক্ষা, নিস্তার (বিপদের সময় তুমি এসে পড়লে, সেটাই বাঁচোয়া); 2 জীবনরক্ষা। [বাং. বাঁচা + ওয়া-তু. হি. বচাও]। 9)
ভাটি1
(p. 661) bhāṭi1 বি. 1 ইট পোড়াবার চুল্লি; 2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র; 3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)। [তু. হি. ভট্টি সং. ভ্রষ্ট]। ̃ .খানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়। 21)
মাড়ি1
(p. 692) māḍ়i1 বি. দন্তমূলের মাংসপ্রাচীর, দন্তবেষ্ট, যে মাংসপ্রাচীর দাঁতকে চোয়ালে আটকে রাখে, gum. [সং. মাঢ়ি]। 88)
রক্ষা
(p. 731) rakṣā বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ̃ .কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. ̃ .কর্তা বি. বিণ. রক্ষাকারী। ̃ .কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ̃ .বন্ধন বি. রাখিবন্ধন। ̃ .মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। বিণ. রক্ষাকারী। 17)
স্রুত
(p. 857) sruta বিণ. 1 ক্ষরিত, গলিত; 2 চোয়ানো, distilled. [সং. √ স্রু + ত]। স্রুতি বি. ক্ষরণ, গলন। 6)
হনু, হনূ
(p. 858) hanu, hanū বি. 1 গণ্ডদেশের উপরিভাগ; 2 চোয়াল; চিবুক; 3 হনুমান। [সং. √ হন্ + উ, বিকল্পে ঊ]। ̃ মান (-মত্) বি. 1 রামায়ণোক্ত রামভক্ত মহাবীর বানর; 2 লম্বা লেজওয়ালা কালোমুখ বড়ো বাঁদরবিশেষ। 45)
হাঁড়িয়া
(p. 862) hān̐ḍ়iẏā বি. চাল-চোয়ানো মদ, পচাই। [সাঁও.]। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535191
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730963
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696740
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us