Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছড়ায়) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অণু
(p. 14) aṇu বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ̃ চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ̃ .তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ̃ .বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ̃ ভা বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ̃ .মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ̃ .মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ। 7)
আকীর্ণ
(p. 81) ākīrṇa বিণ. ছড়ানো, বিক্ষিপ্ত, বিস্তীর্ণ; পূর্ণ (জনাকীর্ণ, কন্টকাকীর্ণ)। [সং. আ + √ কৃ + ত]। 23)
আগডুম - বাগ়ডুম, আগডোম- বাগডোম
(p. 82) āgaḍuma - bāg়ḍuma, āgaḍōma- bāgaḍōma বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]। 40)
আছড়ানো
(p. 85) āchaḍ়ānō বি. ক্রি. আছাড় দেওয়া; (বস্ত্রাদি) তুলে নীচে বা ভূমিতে সজোরে ফেলা। বিণ. উক্ত অর্থে। [বাং. √ আছ়ড়া + আনো]। 20)
আছ়ড়া
(p. 85) āch়ḍ়ā বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা] 19)
আবোল-তাবোল
(p. 99) ābōla-tābōla বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] 33)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
ইকড়ি-মিকড়ি
(p. 113) ikaḍ়i-mikaḍ়i বি. শিশুদের খেলাবিশেষ বা সেই খেলার অঙ্গ হিসাবে আবৃত্ত ছড়ার প্রারম্ভিক শব্দবিশেষ। [দেশি]। 16)
ঔষধ
(p. 155) auṣadha বি. রোগের প্রতিকারক বা প্রতিষেধক দ্রব্য, ওষুধ। [সং. ঔষধি + অ]। ঔষধালয় বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান। ঔষধি বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি। ঔষধীয় বিণ. ঔষধসম্বন্ধীয়।
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কীর্ণ
(p. 192) kīrṇa বিণ. 1 ইতস্তত ছড়ানো, বিক্ষিপ্ত; 2 ব্যাপ্ত। [সং. √ কৃ + ত]। তু. বিকীর্ণ, পরিকীর্ণ। 2)
কুড়া2
(p. 194) kuḍ়ā2 ক্রি. 1 ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; 2 পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); 3 ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); 4 ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]। ̃ নো ক্রি. পূর্বোক্ত কুড়া2 অর্থে। বিণ. 1 পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); 2 ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); 3 সংগৃহীত (কুড়ানো ফুল)। বি. 1 সংগ্রহ; 2 একত্রীকরণ; 3 সম্মার্জন, ঝাঁট। কুড়ানি, কুড়ুনি বিণ. বি. (স্ত্রী.) 1 যে কুড়ায় (পাতকুড়ানি); 2 যাকে কুড়িয়ে পাওয়া গেছে। 67)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
খনা
(p. 221) khanā বি. জ্যোতিষ ও গণিতশাস্ত্রে পারদর্শিনী প্রাচীন বাংলার প্রখ্যাতা নারী, মিহিরের স্ত্রী। খনার বচন শস্য বৃক্ষরোপণ গৃহনির্মাণ জ্যোতিষ প্রভৃতি সম্বন্ধে ছড়ার আকারে প্রচলিত বচন, যা খনার রচিত বলে প্রসিদ্ধ। 75)
গড়া-গড়ি
(p. 236) gaḍ়ā-gaḍ়i বি. 1 ভূলুণ্ঠন, লুটোপুটি (ধুলোয় গড়াগড়ি); 2 এলোমেলো, অনাদৃত বা ছড়ানো অবস্হায় থাকা (তার টাকা গড়াগড়ি যাচ্ছে; জিনিসপত্র সব গড়াগড়ি যাচ্ছে)। [বাং. গড়া3 + গড়ি (সহচর শব্দ)]। 40)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
গুজব
(p. 250) gujaba বি. 1 জনরব, মুখে মুখে রটে-যাওয়া কথা; 2 ভিত্তিহীন প্রচার, মিথ্যা রটনা (ওসব গুজবে কান দিয়ো না)। [আ. গওয, হি. গুজফ্]। গুজব ওঠা ক্রি. বি. গুজবের সৃষ্টি হওয়া। গুজব ছড়ানো, গুজব রটা ক্রি. বি. 1 গুজব প্রচারিত হওয়া ; 2 গুজব প্রচার করা। 39)
গোবর
(p. 256) gōbara বি. গোময়, গোরুর মল। [সং. গোবিট্]। ̃ গণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ। ̃ গঙ্গা বি. গোবরের স্তূপ। ̃ ছড়া বি. জলে গোলা গোবরের ছিটে। ̃ ভরা মাথা বি. 1 যার মাথায় একটুও বুদ্ধি নেই; 2 যে মাথা বাজে জিনিসে বোঝাই। গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি। 108)
গোলা৪
(p. 256) gōlā4 ক্রি. গুলা (গুলা2 দ্র), জল ইত্যাদির সঙ্গে মিশিয়ে তরল করা (ওষুধ গোলা, জলে রং গোলা)। বি. জলের সঙ্গে মিশিয়ে তরল করা হয়েছে এমন বস্তু (গোবর গোলা, রঙের গোলা)। বিণ. ওইভাবে তরলীকৃত (গোলা ময়দা, গোলা রং)। [বাং. √গুল্ + আ]। গোলা হাঁড়ি যে হাঁড়িতে ঘর নিকাবার ও গোবরছড়া দেবার জন্য গোবর-গোলা রাখা হয়।
গ্রন্হি
(p. 261) granhi বি. 1 গাঁট, গিরা (গ্রন্হি শিথিল হওয়া); 2 দেহের (বিশেষত অস্হির) সন্ধিস্হান ; 3 বাঁশ ইত্যাদির সন্ধি বা গিঁট; 4 দেহাভ্যন্তরস্হ রসনিঃসারক কোষ, gland (পাচকগ্রন্হি, লালাগ্রন্হি)। [সং. √গ্রন্হ্ + ই]। ̃ প্রদাহ বি. অস্হির সন্ধিস্হানের জ্বালা। ̃ বন্ধন বি. গাঁটছড়া। ̃ ল বিণ. বহু গ্রন্হিযুক্ত, গ্রন্হিময়। 47)
চাঁদা-মামা
(p. 281) cān̐dā-māmā বি. (ছড়ায়) শিশুদের মামারূপে বর্ণিত চাঁদ। [বাং. চাঁদা2 + মামা]। 49)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577958
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185764
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785868
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848156
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708643
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620359

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us