Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছেলেমেয়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
এণ্ডা
(p. 146) ēṇḍā বি. 1 আণ্ডা, ডিম; 2 অত্যন্ত ছোট ছেলেমেয়ে। [সং. অণ়্ড]। এণ্ডা-বাচ্ছা বি. ছোট ছেলেমেয়ে। এণ্ডায়-গণ্ডায় বিণ. ক্রি-বিণ. গোঁজামিলপূর্ণ; গোঁজামিল দিয়ে। 66)
কাচ্চা-বাচ্চা
(p. 178) kāccā-bāccā বি. কচি বা অতি অল্পবয়স্ক ছেলেমেয়ে। [দেশি; তু. কচি + বাচ্চা]। 9)
কুঁচা1, (কথ্য) কুঁচো
(p. 192) kun̐cā1, (kathya) kun̐cō বিণ. 1 অতি ক্ষুদ্র (কুঁচো চিংড়ি); 2 গুঁড়ানো বা খুব ছোট করা (কুঁচো নৈবেদ্য, কুঁচো সাবান)। [সং. কুচিত; তু. ফা. কুচক্]। ̃ কাঁচা বি. কচি ছেলেমেয়ে (কুঁচোকাঁচাদের নিয়ে রাস্তায় বেরিয়েছ কেন?)। 18)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
জেনারেশন
(p. 327) jēnārēśana বি. যুগ; প্রজন্ম; পুরুষ (নতুন জেনারেশনের ছেলেমেয়েরা)। [ইং. generation]। 72)
তফাত, (বর্জি.) তফাত্
(p. 367) taphāta, (barji.) taphāt বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। 48)
বাচ্চা, বাচ্ছা
(p. 591) bāccā, bācchā বি. 1 শিশু (কচি বাচ্চা); 2 সন্তান (তোমার কটি বাচ্চা?); 3 ছানা, শাবক (গাধার বাচ্চা)। বিণ. অল্পবয়স্ক (বাচ্ছাছেলে)। [প্রাকৃ. বচ্ছ সং. বত্সতু. হি. ফা. বাচ্চা]। ̃ কাচ্চা বি. 1 ছোটো ছোটো ছেলেমেয়ে; 2 শিশুসন্তান। 96)
বাড়
(p. 596) bāḍ় বি. 1 বৃদ্ধি (গাছের বাড়, এটাই তো ছেলেমেয়েদের বাড়ের বয়স); 2 পুষ্টি; 3 স্পর্ধা (বড়ো বাড় বেড়েছে)। [বাড়া দ্র]। ̃ তি বিণ. উদ্বৃত্ত; প্রয়োজনের অতিরিক্ত (বাড়তি মাল)। ̃ ন বি. বাড়, বৃদ্ধি; পুষ্টি। ̃ ন্ত বিণ. 1 বৃদ্ধিশীল (বাড়ন্ত গড়ন); 2 (কথ্য) নিঃশেষিত (চাল বাড়ন্ত)। ̃ বাড়ন্ত বি. অত্যন্ত শ্রীবৃদ্ধি। 18)
বাবা-সুট, বাবা-স্যুট
(p. 600) bābā-suṭa, bābā-syuṭa বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]। 13)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
মেয়ে
(p. 716) mēẏē বি. 1 কন্যা, দুহিতা (তার দুই ছেলে এক মেয়ে); 2 বালিকা (ছেলেমেয়েরা খেলা করছে); 3 নারী, স্ত্রীলোক (মেয়েপুরুষের ভিড়)। বিণ. স্ত্রীজাতীয় (মেয়েবিড়াল)। প্রা. বাং মাইয়া সং. মাতৃকা]। ̃ .ছেলে, ̃ .মানুষ বি. স্ত্রীলোক, নারী। মেয়ে দেখা বি. ক্রি. বিবাহের সম্বন্ধ স্হির হওয়ার আগে পাত্রপক্ষ কর্তৃক ভাবী কনেকে যাচাই করা। ̃ .লি বিণ. নারীসুলভ, কেবল মেয়েদের পক্ষেই স্বাভাবিত এমন (মেয়েলি ছড়া, মেয়েলি স্বভাব)। ̃ .লি. পনা বি. নারীসুলভ আচরণ বা হাবভাব। 35)
সন্তান
(p. 803) santāna বি. 1 অপত্য, পুত্র বা কন্যা; 2 বংশধর (এই বংশের সন্তান); 3 অবিচ্ছেদ্য ধারা; 4 বিস্তার। [সং. সম্ + √ তন্ + অ]। ̃ ধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া। ̃ বতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)। পুং. ̃ বান (বত্)। ̃ বাত্সল্য বি. সন্তানের প্রতি স্নেহ। ̃ সন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ। ̃ সম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা। ̃ হীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. ̃ হীনা। সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়। সন্তানোত্-পাদন বি. সন্তানের জন্মদান। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140634
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883657
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us