Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছোটা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইল্লি
(p. 116) illi বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। [দেশি?]। 20)
এলো2
(p. 149) ēlō2 বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল (এলো বাতাস)। [সং. আকুল]। ̃ পাথাড়ি, ̃ ধাবাড়ি বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)। ̃ মেলো বিণ. অগোছালো, অসম্বদ্ধ। 22)
কাছট, কাছটি, কাছুটি
(p. 178) kāchaṭa, kāchaṭi, kāchuṭi বি. 1 মালকোঁচা; 2 কৌপীন। [সং. কচ্ছোটিকা]। 11)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কুক
(p. 192) kuka বি. 1 (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; 2 ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া ক্রি. বি. 1 ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; 2 আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)। 42)
কুটো-কাটা
(p. 194) kuṭō-kāṭā বি. 1 খুব ছোটখাটো জিনিসপত্র; 2 অকিঞ্চিত্কর বা তুচ্ছ জিনিসপত্র। [দেশি]। 49)
ক্যাপ
(p. 210) kyāpa বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]। 122)
ক্যালোর-ব্যালোর
(p. 210) kyālōra-byālōra বি. (সাধারণত ছোটদের) একসঙ্গে মিলিত অস্পষ্ট ধ্বনিবিশেষ (সবাই মিলে ক্যালোরব্যালোর করছে)। [দেশি]। 133)
খুঁটি-নাটি
(p. 230) khun̐ṭi-nāṭi বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]। 17)
খুচ-খাচ
(p. 230) khuca-khāca বি. 1 ছোটখাটো বা তুচ্ছ জিনিস বা ব্যাপার; 2 তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া (ওদের মধ্যে খুচখাচ তো লেগেই আছে)। [দেশি]। 27)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
চুটকি2
(p. 290) cuṭaki2 বি. 1 পায়ের আঙুলের ঝুমকোযুক্ত আংটি; 2 আঙুলের তুড়ি (চুটকি দিয়ে ডাকা); 3 চিমটি (এক চুটকি নুন)। বিণ. অল্প কথায় ব্যক্ত সরস ও সরল (চুটকি সাহিত্য)। বি. ছোট ও চটুল রসিকতাপূর্ণ গল্প। [সং. ছোটিকা]। 77)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
ছোটা1, ছোটাছুটি, ছোটানো
(p. 304) chōṭā1, chōṭāchuṭi, chōṭānō যথাক্রমে ছুটা, ছুটাছুটি ও ছুটানো -র চলিত রূপ। 156)
ছোটা2
(p. 304) chōṭā2 বি. শুকনো ঘাস, কলাগাছের খোসা ইত্যাদি দিয়ে তৈরি বোঝা বাঁধবার দড়ি (ছোটা দিয়ে বাঁধা)। [সং. সূত্র?]। 157)
টফি
(p. 341) ṭaphi বি. দুধ চিনি কোকো ইত্যাদি দিয়ে প্রস্তুত ছোটদের লোভনীয় মিঠাইবিশেষ। [ইং. toffee]। 40)
টুক-টাক
(p. 346) ṭuka-ṭāka বিণ. সামান্য, অল্পস্বল্প, ছোটখাটো (টুকটাক কাজকর্ম করে)। বি. ছোটখাটো কাজকর্ম (টুকটাক করে)। [দেশি]। টুকটাক করে ক্রি-বিণ. কোনোরকমে; নানা উপায়ে, এটাসেটা করে (টুকটাক করে সংসারটা চালায়)। 4)
টুকি-টাকি
(p. 346) ṭuki-ṭāki বি. যত্সামান্য অংশ, সামান্য কাজ (কিছু টুকিটাকি বাকি আছে)। বিণ. 1 ছোটখাটো (টুকিটাকি কাজ); 2 যত্সামান্য, একটু-আধটু (টুকিটাকি খাবার)। [দেশি]। 16)
টুসকি, টুসি
(p. 346) ṭusaki, ṭusi বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]। 29)
টোকা৩
(p. 347) ṭōkā3 বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]। 44)
ডাংগুলি
(p. 354) ḍāṅguli বি. একটি ছোট কাঠের লাঠি ও একটি গুলি নিয়ে ছোটদের খেলাবিশেষ, ডাণ্ডাগুলি। [সং. দণ্ড (ডাং) + গুলি-তু. হি. ডাণ্ডাগোলী]। 31)
ডাণ্ডা
(p. 355) ḍāṇḍā বি. 1 মোটা লাঠি, কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি; 2 ছোটদের খেলার ছোট লাঠি। [সং. দণ্ড]। ̃ গুলি বি. ডাংগুলি। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us