Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জমানো)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁজি
(p. 79) ān̐ji বি. 1 রেখা; ডোরা দাগ; 2 কাপড়ে রঙিন সুতোর রেখা, রঙিন ডোরা; 3 ঘরবাড়ি তৈরির সময় সাজানো ইটের সন্ধিস্হলে রেখার আকারে চুনবালির প্রলেপ, pointing. আঁজি ধরানো ক্রি. ইটের সন্ধিস্হলে চুনবালির প্রলেপ জমানো, পয়েন্টিং করা। বি. উক্ত অর্থে। 13)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
কুলপি, কুলফি
(p. 199) kulapi, kulaphi বি. 1 বরফ জমাট করার জন্য ব্যবহৃত টিনের চোঙাকৃতি ছাঁচ; 2 কুলপিতে জমানো বরফের খাবার। [হি. কুলফী আ. কুফ্ল্তালা]। ̃ বরফ বি. কুলপিতে জমানো বরফ; চেটে বা চুষে খাবার মতো বরফের মিঠাইবিশেষ। ̃ মালাই বি. চিনি ও দুধের সঙ্গে কুলপিতে জমানো বরফের মিঠাইবিশেষ। 38)
গাব
(p. 246) gāba বি. 1 কষায় রসপূর্ণ ও আঠাযুক্ত গোলাকার ফলবিশেষ; 2 ধাতুদ্রব্যের কলঙ্ক বা ময়লা দাগ; 3 তবলা পাখোয়াজ প্রভৃতির চামড়ার উপর জমানো কালো রঙের আঠার স্তর। [সং. গালব]। 62)
জমানো
(p. 312) jamānō বি. ক্রি. সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো); 2 ঘনীভূত করা (বরফ জমানো); 3 জমায়েত করা (চেঁচিয়ে লোক জমানো); 4 সরগরম করা (আসর জমানো)। বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র-তু. হি. জমানা]। 111)
পুঞ্জ
(p. 523) puñja বি. 1 স্তূপ, রাশি (মেঘপুঞ্জ); 2 সমূহ। [সং. পুম্স্ + √ জি + অ]। ̃ মেঘ বি. স্তূপে স্তূপে বা পুঞ্জ পুঞ্জ হয়ে ভেসে বেড়ায় যে মেঘ। পুঞ্জিত, পুঞ্জীভূত বিণ. জমে উঠেছে এমন, সঞ্চিত (পুঞ্জীভূত অসন্তোষ)। পুঞ্জী-কৃত বিণ. জমানো হয়েছে এমন, রাশীকৃত। 37)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
মালাই
(p. 700) mālāi বি. দুধের সর। [ফা. বালাই]। ̃. বরফ বি. বরফে জমানো দুধে তৈরি মিষ্টি খাবারবিশেষ। 78)
সঞ্চয়
(p. 796) sañcaẏa বি. 1 আহরণ, সংগ্রহ, চয়ন (মধুসঞ্চয়); 2 জমিয়ে রাখা, পুঞ্জিত করা (অর্থসঞ্চয়); 3 পুঁজি, অর্থসংস্হান, জমানো টাকা (তার তেমন সঞ্চয় নেই); 4 সমূহ, রাশি; 5 সঞ্চিত দ্রব্য (জীবনের সঞ্চয়)। [সং. সম্ + √ চি + অ]। ̃ জাত বিণ. সঞ্চয়ের ফলে সৃষ্ট (সঞ্চয়জাত পর্বত)। ̃ ন বি. সঞ্চয় করা; সংগ্রহ করা। সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]। সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট। সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত। সঞ্চিতা বি. (স্ত্রী.) (সচ.) কবিতাদির সংগ্রহ। সঞ্চীয়-মান বিণ. জমানো হচ্ছে এমন, উপচীয়মান। সঞ্চেয় বিণ. সঞ্চয়যোগ্য। 126)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185363
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026262
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901055
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708548
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620037

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us