(p. 559) plāga, plābana বি. প্রবল বন্যা; নদী ইত্যাদির জলস্ফীতিজনিত উপদ্রববিশেষ। [সং. √ প্লু + ণিচ্ + অ, অন]। প্লাবক বিণ. প্লাবিত করে এমন, প্লাবনকারী। প্লাবিত বিণ. জলে ডুবে গেছে এমন, নিমজ্জিত; জলে ভেসে গেছে এমন (অশ্রুপ্লাবিত, বন্যাপ্লাবিত গ্রাম)। প্লাবিতা বি. প্লাবিত বা নিমজ্জিত করার শক্তি। প্লাবী (-বিন্) বিণ. প্লাবক, প্লাবনকারী। 8)