Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঞ্জীব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্রাহ্য
(p. 8) agrāhya বিণ. 1 মেনে নেওয়া যায় না এমন, অগ্রহণী. (এ যুক্তি অগ্রাহ্য); 2 অবজ্ঞেয়; 3 বাতিল, নামঞ্জুর (আবেদন অগ্রাহ্য হওয়া)। [সং. ন (অ)+গ্রাহ্য]। অগ্রাহ্য করা ক্রি. বি. অবজ্ঞা করা; বাতিল করা; নামঞ্জুর করা। 10)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অছি
(p. 8) achi বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ̃ পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্হাবিশেষ, Trusteeship Council. 87)
অঞ্জন
(p. 8) añjana বি. 1 চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়; 2 মালিন্য, কালিমা; 3 (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন); 4 আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]। ̃ .শলাকা বি. চোখে কাজল বা সুর্মা দেবার কাঠি। অঞ্জনিকা বি. আঁজনাই। 138)
অঞ্জলি
(p. 8) añjali বি. 1 যুক্তকর, আঁজল আঁজলা; 2 (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি; 3 পূজা; ভজনা ('দেবগণ যারে করেন অঞ্জলি': ক. ক.); 4 আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]। ̃ .পুট বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর। ̃ .বদ্ধ বিণ. যুক্তকর। 141)
অঞ্জুমান
(p. 8) añjumāna দ্র আঞ্জুমান। 144)
অত্যুদ্-ব্যক্তি
(p. 14) atyud-byakti বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis. [সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]। অত্যুদ্-ব্যক্ত বিণ. খুব বেশি ঝোঁক দিয়ে প্রকাশিত বা উচ্চারিত। 60)
অনু-মোদন
(p. 30) anu-mōdana বি. 1 সম্মতি; অনুকূল অভিমত; সমর্থন; 2 মঞ্জুরি sanction (কর্তৃপক্ষের অনুমোদন, সরকারি অনুমোদন)। [সং. অনু + √ মুদ্ + অন]। অনু-মোদিত বিণ. 1 সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); 2 সমর্থিত (শাস্ত্রানুমোদিত); 3 সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; 4 মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (স. প.)। 17)
অভি-ব্যক্তি
(p. 50) abhi-byakti বি. 1 প্রকাশ, expression (দুঃখের অভিব্যক্তি, ভাবের অভিব্যক্তি); 2 ক্রমবিকাশ; জীবের ক্রমবিকাশের ফলে নতুন জাতির জীবের উত্পত্তি, evolution (বি. প.)। [সং. অভি + বি + √ অঞ্জ্ + তি]। অভি-ব্যক্ত বিণ. প্রকাশিত; বিকাশ লাভ করেছে এমন। ̃ .বাদ বি. জীবের ক্রমবিকাশসম্বন্ধীয় মতবাদ, theory of evolution. 102)
অশরণ
(p. 65) aśaraṇa বিণ. আশ্রয়হীন, সহায়সম্বল নেই এমন ('সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে': র. সে)। [সং. ন + শরণ]। 17)
আঞ্জনি, আঞ্জুনি
(p. 85) āñjani, āñjuni বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]। 51)
আঞ্জু-মান, আঞ্জু-মন
(p. 85) āñju-māna, āñju-mana বি. সভা, সমিতি, মজলিশ। [ফা. আন্জুমন্]। 58)
আঞ্জুনি
(p. 85) āñjuni দ্র আঞ্জনি। 57)
উজ্জীবন
(p. 119) ujjībana বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত। 71)
কঞ্জুস
(p. 156) kañjusa বিণ. কৃপণ, পয়সা খরচ করতে চায় না এমন। [প্রাকৃ. কঞ্জুষ; হি. কন্জুস]। 60)
কাকুত্স্হ, কাকুত্স্হ্য
(p. 177) kākutsha, kākutshya বি. সূর্যবংশীয় প্রাচীন রাজা, কাকুত্স্হ বা পুরঞ্জয়ের বংশধর, বিশেষত রামচন্দ্র। বিণ. পুরঞ্জয়বংশীয়। [সং. ককুত্স্হ + অ, য]। 20)
কাঞ্জিক, কাঞ্জীক, কাঞ্জিকা
(p. 179) kāñjika, kāñjīka, kāñjikā বি. কাঁজি। [সং. কাঞ্জিক]। 9)
কালা-পানি
(p. 186) kālā-pāni বি. 1 (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; 2 আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; 3 দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা2 + হি. পানি]। 49)
কুঁজি, কুঁজি-কাঠি
(p. 192) kun̐ji, kun̐ji-kāṭhi বি. চাবি। [সং. কুঞ্চিকা; তু. হি. কুঞ্জী]। 25)
কুঞ্জ2
(p. 194) kuñja2 বি. বস্ত্রাদির কলকা বা নকশা; শাড়ি, জামা ইত্যাদিতে ফুলের নকশা। [ফা. কুঞ্জ্]। ̃ দার বিণ. কলকা-তোলা, নকশা-করা। 32)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
খুঁড়ানো, খোঁড়ানো2
(p. 230) khun̐ḍ়ānō, khōn̐ḍ়ānō2 ক্রি. খঞ্জের মতো চলা (হাঁটার নামেই তুমি খোঁড়াতে শুরু করলে?)। বি. খঞ্জের মতো চলন বা গতি (তোমার খোঁড়ানো বন্দ করো)। [খোঁড়া দ্র]। 20)
গঞ্জ
(p. 236) gañja বি. 1 গোলা, হাট, বড় বাজার; 2 শস্য ও অন্য পণ্য ক্রিয়-বিক্রয়ের স্হান। [ফা. গঞ্জ্]। 24)
গঞ্জন
(p. 236) gañjana বি. তিরস্কার করা, লাঞ্ছিত করা। বিণ. অবজ্ঞা বা তিরস্কার করে এমন (অলিকুলগঞ্জন, খঞ্জন-গঞ্জন-আঁখি)। [সং. √গঞ্জ্ + অন]। গঞ্জনা বি. তিরস্কার, লাঞ্ছনা (শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সইতে হয়)। গঞ্জা ক্রি. তিরস্কার করা ('বৃথা গঞ্জ তুমি দশাননে': মধু)। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577792
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185521
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785602
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026538
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901097
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us