Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টাটকা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপর্যুসিত
(p. 39) aparyusita বিণ. পর্যুসিত বা বাসি হয়নি এমন, টাটকা (অপর্যুসিত ফুল)। [সং. ন + পর্যুসিত]। 15)
আনকোরা
(p. 89) ānakōrā বিণ. 1 সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি); 2 টাটকা, অমলিন; 3 অব্যবহৃত। [হি. অন্কোরা]। 123)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
টাটকা
(p. 343) ṭāṭakā তাজা, সতেজ, নতুন (টাটকা ফল, টাটকা মাছ, টাটকা খবর)। [হি. টট্কা]। 20)
তর-তাজা
(p. 367) tara-tājā বিণ. টাটকা, জীবন্ত, সজীব (তরতাজা সবজি, তরতাজা খবর)। [ফা. তর্-ওয়-তাজা]। 101)
তাজা
(p. 373) tājā বিণ. 1 টাটকা (তাজা সবজি); 2 নতুন (তাজা খবর); 3 জীবন্ত, জ্যান্ত (তাজা মাছ); 4 চাঙ্গা, সতেজ, স্ফূর্তিযুক্ত (তাজা শরীর, তাজা মন)। [ফা. তাজহ্]। 32)
নতুন, নোতুন
(p. 444) natuna, nōtuna বিণ. 1 নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); 2 আধুনিক, নব্য (নতুন যুগ); 3 টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); 4 তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]। বি. নতুনত্ব। 46)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
প্রত্যগ্র
(p. 544) pratyagra বিণ. 1 নতুন, তরুণ; 2 টাটকা, তাজা। [সং. প্রতি + অগ্র]। 21)
বাসি
(p. 605) bāsi বিণ. 1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার); 2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়); 3 অভুক্ত (বাসি মুখ); 4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া); 5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)। [সং. বাসিত]। বাসি কাপড় পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়। বাসি ঘর এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর। বাসি জল পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল। বাসি দুধ আগের দিনের দুধ। বাসি ফুল আগের দিন তোলা ফুল। বাসি বিয়ে (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান। বাসি ভাত আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত। বাসি মড়া যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো হয়নি। বাসি মুখ 1 সকালে ঘুমের পর যে-মুখ ধোয়া হয়নি; 2 অভুক্ত অবস্হা। 19)
মুচ-মুচ
(p. 710) muca-muca বি. মৃদু মচমচ শব্দ [ধ্বন্যা.]। মুচ-মুচে বিণ. টাটকা বলে মুচমুচ শব্দযুক্ত (মুচমুচে মুড়ি)। 9)
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সাজো
(p. 823) sājō বিণ. 1 অদ্যকার; 2 সদ্য, টাটকা, তাজা (সাজো দই)। [সং. সদ্যঃ]। সাজো কাপড় অতি অল্প সময়ের মধ্যে ক্ষারমিশ্রিত জলে কাচা কাপড়, সাজো-বাসির দ্বারা কাচা কাপড়। সাজো-বাসি বি. 1 যে-ধোপা ক্ষারমিশ্রিত জল দিয়ে এক বেলার মধ্যে কাপড় কাচে; 2 কাপড় কাচার উক্ত প্রণালী। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us