Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টালনি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অট্টালিকা
(p. 8) aṭṭālikā বি. বড় পাকা বাড়ি, ইমারত; প্রাসাদ। [সং. অট্টালক+আ (স্ত্রী.)]। 152)
ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ
(p. 114) itastata (barji.) itastatḥ ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন। 11)
ইমারত
(p. 114) imārata বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। [আ. ইমারত্]। ইমারতি দোকান পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়। 53)
কাঁটালি কলা, কাঁঠালি কলা
(p. 174) kān̐ṭāli kalā, kān̐ṭhāli kalā বি. বিশেষ একজাতীয় কলা। [বাং. কাঁটাল + ই + কলা]। 67)
কোটাল2
(p. 210) kōṭāla2 বি. কোতোয়াল, নগররক্ষী; প্রহরী। [সং. কোষ্ঠপাল]। কোটালি বি. কোটালের পদ বা কাজ। 2)
কোঠা
(p. 210) kōṭhā বি. 1 প্রকোষ্ঠ, ঘর; 2 পাকা বাড়ি, অট্টালিকা (দালানকোঠা) ; 3 শ্রেণি (তাঁকে মধ্যবিত্তের কোঠায় ফেলা যায় না); 4 স্তর, অবস্হা (জীবনের শেষ কোঠায় এসে)। [সং. কোষ্ঠ]। 5)
ক্যাটালগ
(p. 210) kyāṭālaga বি. সুবিন্যস্ত তালিকা বা সূচি (বইয়ের ক্যাটালগ)। [ইং. catalogue]। 113)
গ্যাঁজানো
(p. 261) gyān̐jānō ক্রি. বি. (অশা.) অসার গল্পগুজব করা; বাজে গল্পে সময় কাটানো (দুপুরটা গোঁজিয়ে কাটালাম; এই ভরদুপুরে কোথায় গ্যাঁজাতে যাবে?)। [বাং. গ্যাঁজ1 গ্যাঁজা + আনো]। 35)
চক2
(p. 274) caka2 বি. 1 চতুষ্কোণ ক্ষেত্র, চৌকোনা ভূমি; 2 নগর বা গ্রামের কেন্দ্রস্হিত ভূমিখণ্ড বা ময়দান (মোল্লার চক); 3 চতুষ্কোণ উঠান ঘিরে অট্টালিকাশ্রেণি (চকমিলানো বাড়ি); 4 চতুষ্কোণাকৃতি বাজার (চাঁদনি চক); 5 জমিদারির অংশবিশেষ, তালুক বা তহসিল। [ সং. চতুষ্ক-তু. বাং. চৌক]। ̃ বন্দি বি. 1 জমির বা গ্রামের সীমা নির্ধারণ; 2 জমির ভাগ, লাট, তৌজি। বিণ. 1 চতুঃসীমাযুক্ত; চতুঃসীমা নির্ধারিত হয়েছে এমন (চকবন্দি জমি); 2 চকমিলানো। ̃ মিলানো বিণ. চতুষ্কোণ উঠানকে ঘিরে অট্টালিকাশ্রেণি উঠেছে এমন। 7)
চতুস্তল
(p. 278) catustala বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)। [সং. চতুঃ + তল]। 2)
ছেনি
(p. 304) chēni বি. ধাতু ও প্রস্তরাদি কাটার ও বাটালিজাতীয় অস্ত্র। [সং. ছেদনিকা]। 140)
জাতি1
(p. 321) jāti1 বি. চামেলি বা মালতী ফুল। [সং. √ জন্ + তি]। ̃ কচু বি. মানকচু। ̃ কলা বি. কাঁটালি কলা। ̃ পত্র, ̃ পত্রী বি. জয়ত্রি। ̃ ফল বি. জায়ফল। 13)
টাল2
(p. 343) ṭāla2 বি. 1 বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); 2 এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); 3 হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); 4 ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); 5 স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। ̃ বাহানা বি. দেরি; মিথ্যা ওজর। ̃ মাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)। 36)
টালনি
(p. 343) ṭālani বি. হেলন, কাত হওয়ার ভাব ('চূড়ার টালনি বামে': জ্ঞান)। [টাল2 দ্র]। 37)
টালবাহানা, টালমাটাল
(p. 343) ṭālabāhānā, ṭālamāṭāla দ্র টাল2। 38)
টালা
(p. 343) ṭālā ক্রি. 1 অবহেলা করা; 2 বৃথা সময় নষ্ট করা ('মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল': ঘ.); 3 ভাঁড়ানো ('সত্য কথা মিথ্যা করি টালে': শি.); 4 অগ্রাহ্য করা; 5 চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি √ টল্ + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)। 39)
টালি
(p. 343) ṭāli বি. ঘরের ছাদ আচ্ছাদনের জন্য ব্যবহৃত পোড়ামাটির বা পাথরের ফলক বা খাপরা। [ইং. tile]। 40)
টায়-টায়, টায়-টৌয়
(p. 343) ṭāẏa-ṭāẏa, ṭāẏa-ṭauẏa ক্রি-বিণ. কোনোরকমে; ঠিক ঠিক; না কম না বেশি (টায়টায় পাশ করেছে, টায়টায় চালানো)। [টালটোল?]। 32)
ঠাম
(p. 350) ṭhāma বি. 1 স্হান, ঠাঁই ('রইল কোন ঠাম': গো. দা); 2 নিকট ('রাধার ঠাম': চণ্ডী); 3 গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); 4 রূপ, শ্রী (সুঠাম দেহ); 5 ঢং, ধরন ('চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে': জ্ঞান)। [সং. স্হান হি. ঠাম]। 27)
তঙ্ক
(p. 364) taṅka বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]। 5)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
পিটালি, পিটুলি
(p. 520) piṭāli, piṭuli বি. জল দিয়ে চটকানো চালবাটা। [সং. পিষ্টতণ্ডুল]। 19)
প্রত্ন
(p. 544) pratna বিণ. প্রাচীন, পুরাতন। [সং. প্র + ত্ন]। ̃ তত্ত্ব, ̃ বিদ্যা বি. প্রাচীনকালের মুদ্রা লিপি গ্রন্হ অট্টালিকার ভগ্নাবশেষ ইত্যাদি বিচারের দ্বারা সেকালের ইতিহাস উদ্ধার বা আবিষ্কার, পুরাতত্ত্ব। ̃ তত্ত্ব-বিদ, ̃ তত্ত্ব-বিত্, ̃ তাত্ত্বিক বি. প্রত্নতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577678
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185363
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785417
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026257
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901055
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708547
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620035

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us