(p. 210) kōmala বিণ. 1 নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); 2 মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); 3 সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); 4 (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)। 27)