Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তামাক)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অম্বর2
(p. 57) ambara2 বি. পাংশু বর্ণের ও ধূপের মতো দাহ্য একরকম গন্ধদ্রব্য, amber, ambergris. অম্বরী 2, অম্বুরি বিণ. অম্বর দ্বারা সুবাসিত বা সুগন্ধীকৃত (অম্বুরি তামাক)। [ইং. amber + বাং. ই-তু. সং. অম্বর + বাং. ই]। 57)
কলকে, কলকি
(p. 169) kalakē, kalaki বি. 1 হুঁকা, গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় (সাধারণত মাটির তৈরি) যে পাত্রে তামাক পোড়ানো হয়; ছিলিম; 2 হলদে রঙের ফুলবিশেষ। কলকে পাওয়া ক্রি. বি. সমাদর বা খাতির পাওয়া; উপেক্ষিত না হওয়া। 41)
খইনি
(p. 221) khini বি. চূন-মাখানো তামাকপাতা; শুকনো তামাকপাতায় চূন মাখিয়ে প্রস্তুত নেশার বস্তুবিশেষ (খইনি মুখে সেপাই)। [হি.]। 5)
খামি2, খামির
(p. 226) khāmi2, khāmira বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ। 73)
গড়-গড়া
(p. 236) gaḍ়-gaḍ়ā বি. তামাক খাওয়ার বড় হুঁকাবিশেষ; আলবোলাবিশেষ। [দেশি]। 35)
গুডুক
(p. 250) guḍuka বি. কলকেয় সেজে খাওয়া হয় এমন গুড়মিশ্রিত তামাক (গুড়ুক খাওয়া)। [তু. হি. গুড়াকু]। 64)
গুণ্ডি
(p. 253) guṇḍi বি. তামাকপাতা বা তার চূর্ণ দিয়ে তৈরি নেশার জিনিস। [তু. সং. গুণ্ডিত]। 3)
গুল1
(p. 253) gula1 বি. 1 পোড়া তামাক; 2 (জ্বালানি হিসাবে) গোবর, কয়লার গুঁড়ো বা মাটি মিশিয়ে প্রস্তুত গুলি। [বাং. গুলি]। 35)
চিটা2, চিটে2
(p. 288) ciṭā2, ciṭē2 বিণ. চিটযুক্ত, ঈষত্ চটচটে বা আঠালো। বি. চিটা গুড়। [বাং. চিট + আ, এ]। ̃ গুড় বি. (সচ. তামাক মাখার কাজে ব্যবহৃত) ঘন কালো চটচটে গুড়বিশেষ, কোতরা গুড়। 17)
চুরট, চুরুট
(p. 294) curaṭa, curuṭa বি. ধুমপানের জন্য পাকানো তামাকপাতার মোটা শলাকা। [তামি. শুরুট্টু-তু. ইং. cheroot]। 21)
ছিলিম
(p. 304) chilima বি. 1 তামাকের কলকে; 2 এক কলকে তামাক (এক ছিলিম খাবে না কি?)। [ফা. চিলম্]। ̃ চি বি. 1 হুঁকার যে অংশে কলকে বসানো হয়; 2 হাত ধোরার ধাতুনির্মিত পাত্র। 90)
জরদা, জর্দা
(p. 312) jaradā, jardā বি. পানের সঙ্গে খাবার সুগন্ধ তামাকচূর্ণবিশেষ, সুরতি। বিণ. হলদে, পীত। ̃ পোলাও বি. জাফরানমিশ্রিত হলদে রঙের মিষ্টি পোলাও। 139)
ঠিকরা, (কথ্য) ঠিকরে
(p. 350) ṭhikarā, (kathya) ṭhikarē বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]। 34)
তাওয়া1
(p. 373) tāōẏā1 বি. 1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু; 2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ; 3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ। [ফা. তাব]। 5)
তামাক, তামাকু
(p. 375) tāmāka, tāmāku বি. 1 গাছবিশেষ এবং (মাদক হিসাবে ব্যবহৃত) তার পাতা; 2 গুড় ও অন্যান্য মশলা মিশানো তামাকপাতা যার ধোঁয়া পান করে নেশা করা হয়। [স্পে. tabaco ও তাম্বুকু]। তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা। বড় তামাক (কৌতু.) বি. গাঁজা। 46)
তাম্র-কুট
(p. 375) tāmra-kuṭa বি. তামাক। [অর্বাচীন সং.]। ̃ সেবন বি. তামাক খাওয়া। 54)
দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
দা2
(p. 402) dā2 বি. কাটারি; কাঠ ইত্যাদি কাটার জন্য হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [সং. দাত্র]। দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)। 19)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দোক্তা, দোকতা
(p. 421) dōktā, dōkatā বি. 1 শুকনো তামাকপাতা; 2 মশলা-মেশানো তামাকপাতাচূর্ণ। [দেশি]। 74)
ধূম
(p. 439) dhūma বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ̃ কেতু, ̃ কেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ̃ জাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ̃ পান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ̃ পায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ̃ যোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ̃ ল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়-মান বিণ. 1 ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা। 35)
নস্য, (কথ্য) নস্যি
(p. 447) nasya, (kathya) nasyi বি. 1 নাকের মধ্যে প্রয়োগ করা বা নেওয়া হয় এমন তামাকচূর্ণ; নাকের মধ্যে নিয়ে নেশা করা হয় এমন তামাকচূর্ণ; 2 (আল.) তুচ্ছ জিনিস, অতি সামান্য পরিমাণ জিনিস (এই টাকা তো তার কাছে নস্যি)। [সং. নস্ + য]। নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour. 94)
পিত্ত,
(p. 521) pitta, (কথ্য) পিত্তি বি. 1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ; 2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-'তেলতামাকে পিত্তিনাশ'); 3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃ কোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে। ̃ ঘ্ন, ̃ নাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী। ̃ জ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর। ̃ বিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ। ̃ রক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ। ̃ পিত্তাতি-সার বি. পিত্তের দোষজনিত উদরাময়। পিত্তাশয় - পিত্তকোষ -এর অনুরূপ। 8)
ফুড়ুক
(p. 567) phuḍ়uka বি. 1 চকিতে উড়ে যাবার ভাব (পাখিটা ফুড়ুক করে উড়ে গেল); 2 হুঁকায় তামাক খাবার শব্দ (ফুড়ুক ফুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]। ̃ ফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)। 11)
বিড়ি
(p. 611) biḍ়i বি. শাল কেন্দু প্রভৃতি গাছের শুকনো পাতায় তামাকচূর্ণ মুড়ে প্রস্তুত কম দামের ভারতীয় চুরুটবিশেষ। [সং. বীটি-তু. মরা. বিডী]। 68)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535090
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140595
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730872
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943075
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696729
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us