(p. 375) timira বি. 1 অন্ধকার ('তিমিরময় নিবিড় নিশা': রবীন্দ্র; ঘোর তিমিরে); 2 চোখের রোগবিশেষ, যাতে দৃষ্টিশক্তি ক্ষীণ হয় বা লোপ পায়, ছানি। বিণ. অন্ধকার, অন্ধকারময় ('ছুটিল তিমির রাত্রি': রবীন্দ্র; 'তিমির রাত্রি, অন্ধ যাত্রী': রবীন্দ্র)। [সং. √ তিম্ + ইর]। তিমিরাব-গুণ্ঠিত বিণ. অন্ধকাররূপ ঘোমটায় আচ্ছাদিত; ঘন অন্ধকারে আবৃত। 136)