Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দমিত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-দমিত
(p. 44) aba-damita বিণ. অবদমন করা হয়েছে এমন, repressed. [সং. অব + দমিত]। 16)
জব্দ
(p. 312) jabda বিণ. 1 নাকাল, নিগৃহীত, লাঞ্ছিত (তার পিছনে লাগতে গিয়ে নিজেই জব্দ হল); 2 পরাজিত, পরাভূত, দমিত (শত্রু জব্দ হয়েছে); 3 বাজেয়াপ্ত (জামিন জব্দ); 4 অধিকৃত (ভিটেমাটি জব্দ)। [আ. জব্ত্]। 99)
দমা
(p. 398) damā ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
দমিত
(p. 398) damita বিণ. 1 শাসিত; 2 বশীভূত; 3 সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]। 28)
দলিত
(p. 401) dalita বিণ. 1 মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); 2 পিষ্ট (দলিত সর্প); 3 দমিত, শাসিত (দলিত শত্রু); 4 নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]। 2)
দান্ত
(p. 402) dānta বিণ. 1 দমিত, সংযত; 2 জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে বশে আনতে পেরেছেন; 3 তপস্যার কষ্ট সহ্য করতে পারে এমন। [সং. √ দম্ + ত]। দান্তি বি. দমন, শাসন; সংযম; ইন্দ্রিয়দমন; তপস্যার কষ্ট সহ্য করা। 81)
দুরস্ত, দোরস্ত
(p. 413) durasta, dōrasta বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]। 19)
দুর্বিনেয়
(p. 414) durbinēẏa বিণ. বিনীত বা দমিত করা যায় না এমন, দুর্দমনীয় (দুর্বিনেয় আবেগ, দুর্বিনেয় কামনা)। [সং. দুর্ + বি + √ নী + য]। 52)
নমিত
(p. 447) namita বিণ. 1 প্রণমিত; 2 নোয়ানো হয়েছে এমন, আনত; 3 নম্র করা হয়েছে এমন; 4 দমিত। [সং. √ নম্ + ণিচ্ + ত]। 44)
প্রতি-কার
(p. 538) prati-kāra বি. 1 প্রতিবিধান (দারিদ্রের প্রতিকার); 2 নিবারণ (অন্যায়ের প্রতিকার, রোগের প্রতিকার); 3 প্রতিশোধ; 4 দমন। [সং. প্রতি + √ কৃ + অ]। প্রতি-করণীয়, প্রতি-কার্য বিণ. প্রতিকার করা উচিত বা সম্ভব এমন। প্রতি-কর্তা (-তৃ) বিণ. বি. প্রতিকারকারী; প্রতিফলদানকারী। প্রতি-কৃত বিণ. 1 প্রতিকার করা হয়েছে এমন; 2 উপশমিত; 3 দমিত। 67)
প্রদমিত
(p. 546) pradamita বিণ. দমন শাসন নিবারণ বা সংযত করা হয়েছে এমন। [সং. প্র + দমিত]। 17)
বিজয়
(p. 611) bijaẏa বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ̃ কেতন বি. জয়পতাকা। ̃ গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ̃ দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ̃ লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ̃ স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োত্-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা। বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। 31)
যন্ত্রিত
(p. 723) yantrita বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]। 25)
শমিত
(p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 51)
শায়েস্তা
(p. 773) śāẏēstā বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]। 86)
সিধা1, (কথ্য) সিধে1
(p. 834) sidhā1, (kathya) sidhē1 বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। 3)
স্রংস, স্রংসন
(p. 855) sraṃsa, sraṃsana বি. স্খলন, বিচ্যুতি, পতন। [সং. √ স্রংস্ + অ, অন]। স্রংস-উপত্যকা বি. পৃথিবীপৃষ্ঠাংশ অবদমিত হওয়ার ফলে সৃষ্ট উপত্যকা, rift-valley. স্রংসী (-সিন্) বিণ. পতনশীল, বিচ্যুতিযুক্ত। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883656
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us