Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দমিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-দমিত
(p. 44) aba-damita বিণ. অবদমন করা হয়েছে এমন, repressed. [সং. অব + দমিত]। 16)
জব্দ
(p. 312) jabda বিণ. 1 নাকাল, নিগৃহীত, লাঞ্ছিত (তার পিছনে লাগতে গিয়ে নিজেই জব্দ হল); 2 পরাজিত, পরাভূত, দমিত (শত্রু জব্দ হয়েছে); 3 বাজেয়াপ্ত (জামিন জব্দ); 4 অধিকৃত (ভিটেমাটি জব্দ)। [আ. জব্ত্]। 99)
দমা
(p. 398) damā ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
দমিত
(p. 398) damita বিণ. 1 শাসিত; 2 বশীভূত; 3 সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]। 28)
দলিত
(p. 401) dalita বিণ. 1 মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); 2 পিষ্ট (দলিত সর্প); 3 দমিত, শাসিত (দলিত শত্রু); 4 নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]। 2)
দান্ত
(p. 402) dānta বিণ. 1 দমিত, সংযত; 2 জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে বশে আনতে পেরেছেন; 3 তপস্যার কষ্ট সহ্য করতে পারে এমন। [সং. √ দম্ + ত]। দান্তি বি. দমন, শাসন; সংযম; ইন্দ্রিয়দমন; তপস্যার কষ্ট সহ্য করা। 81)
দুরস্ত, দোরস্ত
(p. 413) durasta, dōrasta বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]। 19)
দুর্বিনেয়
(p. 414) durbinēẏa বিণ. বিনীত বা দমিত করা যায় না এমন, দুর্দমনীয় (দুর্বিনেয় আবেগ, দুর্বিনেয় কামনা)। [সং. দুর্ + বি + √ নী + য]। 52)
নমিত
(p. 447) namita বিণ. 1 প্রণমিত; 2 নোয়ানো হয়েছে এমন, আনত; 3 নম্র করা হয়েছে এমন; 4 দমিত। [সং. √ নম্ + ণিচ্ + ত]। 44)
প্রতি-কার
(p. 538) prati-kāra বি. 1 প্রতিবিধান (দারিদ্রের প্রতিকার); 2 নিবারণ (অন্যায়ের প্রতিকার, রোগের প্রতিকার); 3 প্রতিশোধ; 4 দমন। [সং. প্রতি + √ কৃ + অ]। প্রতি-করণীয়, প্রতি-কার্য বিণ. প্রতিকার করা উচিত বা সম্ভব এমন। প্রতি-কর্তা (-তৃ) বিণ. বি. প্রতিকারকারী; প্রতিফলদানকারী। প্রতি-কৃত বিণ. 1 প্রতিকার করা হয়েছে এমন; 2 উপশমিত; 3 দমিত। 67)
প্রদমিত
(p. 546) pradamita বিণ. দমন শাসন নিবারণ বা সংযত করা হয়েছে এমন। [সং. প্র + দমিত]। 17)
বিজয়
(p. 611) bijaẏa বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ̃ কেতন বি. জয়পতাকা। ̃ গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ̃ দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ̃ লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ̃ স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োত্-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা। বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। 31)
যন্ত্রিত
(p. 723) yantrita বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]। 25)
শমিত
(p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 51)
শায়েস্তা
(p. 773) śāẏēstā বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]। 86)
সিধা1, (কথ্য) সিধে1
(p. 834) sidhā1, (kathya) sidhē1 বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। 3)
স্রংস, স্রংসন
(p. 855) sraṃsa, sraṃsana বি. স্খলন, বিচ্যুতি, পতন। [সং. √ স্রংস্ + অ, অন]। স্রংস-উপত্যকা বি. পৃথিবীপৃষ্ঠাংশ অবদমিত হওয়ার ফলে সৃষ্ট উপত্যকা, rift-valley. স্রংসী (-সিন্) বিণ. পতনশীল, বিচ্যুতিযুক্ত। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577686
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185371
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785428
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026274
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620043

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us