Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দলিল। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশী-দার
(p. 1) aṃśī-dāra বি. সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি, ভাগীদার, partner (বি. প.)। [সং. অংশী + ফা. দার]। অংশী-দারি বি. অংশীদারের ভাব কাজ বা অবস্হা partnership অংশীদারি চুক্তি যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement. 13)
অব-র্মদ, অব-মর্দন
(p. 45) aba-rmada, aba-mardana বি. 1 পদদলিত করা; 2 পীড়ন; 3 ধ্বংস করা। [সং. অব + √ মৃদ্ + অ, অন]। অব-মর্দিত বিণ. পদদলিত, প্রহৃত; বিধ্বস্ত। 19)
আম-মোক্তার
(p. 101) āma-mōktāra বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। ̃ নামা বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney. 15)
আসল
(p. 108) āsala বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে। 58)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
কট-কবালা
(p. 156) kaṭa-kabālā বি. শর্তযুক্ত দলিল। [বাং. কট2 + আ. কবালা]। 64)
কন্দল
(p. 162) kandala বি. 1 কলহ, বিবাদ; 2 যুদ্ধ; 3 কলাগাছ; 4 অঙ্কুর। [সং. √ কন্দি + অল; কং + √ দল্ + অ]। কন্দলিত বিণ. বিকশিত; অঙ্কুরিত। কন্দলিয়া বিণ. কুঁদুলে, ঝগড়াটে। 16)
কবালা, কোবালা
(p. 164) kabālā, kōbālā বি. বিক্রয়পত্র, জমি ইত্যাদি বিক্রয়ের দলিল। [আ. ক'বালা]। 21)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
কোম্পানি
(p. 210) kōmpāni বি. 1 বণিক সমিতি; 2 যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; 3 ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান। [ইং. company]। কোম্পানির আমল বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র। 28)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
খত
(p. 221) khata বি. 1 চিঠি, লিপি (একটি খত লিখে পাঠিয়েছি); 2 তমসুক, ঋণপত্র, ঋণের দলিল; 3 স্বীকারপত্র (দাসখত লিখে দিয়েছি নাকি?); 4 আঁচড় বা ঘষার দাগ। [আ. খত্]। নাকে খত বি. অপরাধের দণ্ড হিসাবে মাটিতে নাক ঘষা। 56)
খসড়া
(p. 224) khasaḍ়ā বি. 1 মুসাবিদা, draft; 2 নকল বা পাণ্ডুলিপি (চিঠির খসড়া, দলিলের খসড়া)। [আ. খস্রা]। 43)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
চুক্তি
(p. 290) cukti বি. 1 শর্ত, কড়ার (সেও টাকা পাবে এই চুক্তি করে নিল); 2 দুই বা ততোধিক পক্ষের মধ্যে স্বীকৃত ব্যবস্হা (শান্তি চুক্তি); 3 নিষ্পত্তি, মিটমাট (ঝগড়ার চুক্তি হয়েছে); 4 সমাধা, অবসান (কাজ চুক্তির পর)। [হি. চুকৌতা]। ̃ নামা বি. শর্ত বা কড়ারের দলিল। ̃ বদ্ধ বিণ. চুক্তির দ্বারা নিয়ন্ত্রিত; চুক্তির অন্তর্ভুক্ত। 71)
জওজে, জওজ
(p. 311) jōjē, jōja বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]। 7)
ঝুটা1, (কথ্য) ঝুটো
(p. 338) jhuṭā1, (kathya) jhuṭō বিণ. 1 নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); 2 জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); 3 মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]। 30)
ডেমি
(p. 357) ḍēmi বি. দলিলপত্রাদি লেখার কাজে ব্যবহৃত ডিমাই কাগজবিশেষ বা ফুলস্ক্যাপের অর্ধেক মাপের কাগজবিশেষ। [ইং. demy]। 55)
তম-সুক
(p. 367) tama-suka বি. ঋণের দলিল, ঋণ স্বীকারপত্র, খত। [আ. তমস্সুক]। বন্ধকি তমসুক বি. বাঁধা রাখবার খত বা দলিল, মর্টগেজের দলিল। 71)
তহরি
(p. 372) tahari বি. 1 (প্রধানত দলিল বা চিঠিপত্রাদি) লেখার পারিশ্রমিক; 2 জমিদারের কর্মচারীরা প্রজাদের কাছ থেকে খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করে; 3 দোকানদার খরিদ্দারের ভৃত্যকে যে অর্থ বকশিশ দেয়। [আ. তহ্রীব]। 17)
তামাদি
(p. 375) tāmādi বি. কিছু সম্পর্কে দাবি করার নির্দিষ্ট সময় উতরে যাওয়া। বিণ. দাবি করার নির্দিষ্ট সময়ে উতরে গেছে এমন, time-barred (তামাদি, দলিল, তামাদি হয়ে যাওয়া)। [আ. তমাদি]। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731011
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us