Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দিগ্ধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ধ-কার
(p. 34) andha-kāra বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা। 42)
অবিশ্বাস
(p. 49) abiśbāsa বি. বিশ্বাসের অভাব, বিশ্বাসহীনতা, অনাস্হা; সন্দেহ। [সং. ন + বিশ্বাস]। অবিশ্বাসী (-সিন্) বি. বিণ. বিশ্বাস করে না এমন, সন্দিগ্ধ; বিশ্বাসভাজন নয় এমন। অবিশ্বাস্য বিণ. বিশ্বাসের অযোগ্য; অসম্ভব। 25)
অভি-শঙ্কা
(p. 50) abhi-śaṅkā বি. 1 আশঙ্কা, ভয়; 2 সন্দেহ; 3 ভূল, ভ্রান্তি। [সং. অভি + শঙ্কা]। অভি-শঙ্কিত বিণ. আশঙ্কিত, ভীত; ভ্রান্ত। অভি-শঙ্কী (-ঙ্কিন্) বিণ. অবিশ্বাসী, সন্দিগ্ধ। 127)
অসংশয়
(p. 67) asaṃśaẏa বিণ. সংশয়হীন, নিঃসন্দেহ, নিশ্চিত। বি. সংশয়ের বা সন্দেহের অভাব। [সং. ন + সংশয়]। অসংশয়ে ত্রি-বিণ. নিঃসন্দেহে, নিশ্চয়। অসংশয়িত বিণ. সংশয়হীন, অসন্দিগ্ধ, নিশ্চিত। 43)
অসন্দিগ্ধ
(p. 67) asandigdha বিণ. সন্দেহ করে না এমন, সন্দেহহীন; বিশ্বাসী, সংশয়াতীত; নিশ্চিত। [সং. ন + সন্দিগ্ধ]। ̃ চিত্ত বিণ. মনে কোনো সন্দেহ নেই এমন। 80)
জগজ্জয়ী
(p. 311) jagajjaẏī বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]। 20)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দক্ষিণা2
(p. 395) dakṣiṇā2 বিণ. 1 দক্ষিণদিক সম্বন্ধীয় বা দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণা রীতি, দক্ষিণা চালচলন); 2 দক্ষিণ দিক থেকে আগত বা প্রবাহিত (দক্ষিণা বাতাস)। [সং. দক্ষিণ + আ (ভাবার্থে)]। 21)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
দিগঙ্গনা
(p. 407) digaṅganā বি. দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্যাঙ্গনা, দিগ্বধু। [সং. দিক্ + অঙ্গনা]। 20)
দিগ্-গজ
(p. 407) dig-gaja বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]। 19)
দিগ্-জ্ঞান
(p. 407) dig-jñāna বি. 1 দিকসমূহের অবস্হান সম্বন্ধে বোধ; 2 (আল.) কাণ্ডজ্ঞান, সামান্য জ্ঞান (লোকটার কোনো দিগ্জ্ঞান নেই)। [সং. দিক্ + জ্ঞান]। 21)
দিগ্-দর্শন
(p. 407) dig-darśana বি. 1 দিক নির্ণয় বা প্রদর্শন; 2 অভিজ্ঞতা; 3 কোনো বিষয়ে বিস্তৃত আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, সংক্ষিপ্ত বর্ণনা। [সং. দিক্ + দর্শন]। ̃ যন্ত্র বি. দিক নির্ণয়ের যন্ত্র, কম্পাস। দিগ-দর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী। বি. দিগ্দর্শন যন্ত্র। 22)
দিগ্-ভোলা
(p. 407) dig-bhōlā বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]। 27)
দিগ্-ভ্রম, দিগ্-ভ্রান্তি
(p. 407) dig-bhrama, dig-bhrānti বি. 1 দিক নির্ণয়ে ভুল বা অক্ষমতা; 2 (আল.) তাল ঠিক না রাখা। [সং. দিক্ + ভ্রম, ভ্রান্তি]। দিগ্-ভ্রান্ত বিণ. দিশাহারা। 28)
দিগ্দিগন্ত
(p. 407) digdiganta দ্র দিক2। 23)
দিগ্ধ
(p. 408) digdha বিণ. মিশ্রিত, লিপ্ত (বিষদিগ্ধ বাণ)। [সং. √ দিহ্ + ত]। স্ত্রী. দিগ্ধা। 2)
দিগ্বধূ, দিগ্-বধূ
(p. 408) digbadhū, dig-badhū বি. দিগঙ্গনা, দিকসমূহের অধিষ্ঠাত্রী দেবী ('আঁধার মাখায় দিগ্বধূদের কেশে': নজবুল)। 3)
দিগ্বধূ, দিগ্বলয়, দিগ্বালিকা, দিগ্বিজয়, দিগ্বিদিক
(p. 407) digbadhū, digbalaẏa, digbālikā, digbijaẏa, digbidika যথাক্রমে দিগ্বধূ, দিগ্বলয়, দিগ্বালিকা, দিগ্বিজয় ও দিগ্বিদিক -এর বানানভেদ। 26)
দিগ্বলয়, দিগ্-বলয়
(p. 408) digbalaẏa, dig-balaẏa বি. চক্রবাল, দিঙ্মণ্ডল, দিগন্ত। [সং. দিক্ + বলয়]। 4)
দিগ্বসন, দিগ্বাস
(p. 408) digbasana, digbāsa বিণ. 1 দিক যার বসন, দিগম্বর; 2 উলঙ্গ। বি. 1 দিক্রূপ বসন; 2 শিব। [সং. দিক্ + বসন, বাস]। দিগ্বসনা বিণ. (স্ত্রী.) বিবস্ত্রা। বি. কালী। 5)
দিগ্বালা, দিগ্বালিকা, দিক্-বালিকা, দিগ্-বালিকা
(p. 408) digbālā, digbālikā, dik-bālikā, dig-bālikā বি. দিক্রূপ বালিকা, দিগঙ্গনা ('আনমনা যেন দিক্বালিকার ভাসানো মেঘের ভেলা': রবীন্দ্র)। [সং. দিক্ + বালা, বালিকা]। 6)
দিগ্বিদিক, দিগ্-বিদিক
(p. 408) digbidika, dig-bidika (-দিশ্) বি. 1 দিক ও দুই দিকের মধ্যবর্তী কোণ; 2 সর্বদিক; 3 গুরু-লঘু, হিতাহিত, ন্যায়-অন্যায় (লোকটার দিগ্বিদিক জ্ঞান নেই)। [সং. দিক্ + বিদিক্ (দ্ব.)]। 8)
দিগ্বি়জয়, দিগ্-বিজয়
(p. 408) digbi়jaẏa, dig-bijaẏa বি. (যুদ্ধ, পাণ়্ডিত্য প্রভৃতির দ্বারা) চতুর্দিক জয় করা। [সং. দিক্ + বিজয়]। দিগ্বিজয়ী (-য়িন্) বিণ. দিগ্বিজয়কারী। 7)
দিঙ্-নাগ
(p. 408) diṅ-nāga বি. 1 দিগ্গজ; 2 বিখ্যাত বৌদ্ধ দার্শনিক; 3 (ব্যঙ্গে) স্হূলদর্শী কঠোর সমালোচক। [সং. দিক্ + নাগ]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535162
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140634
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883660
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603112

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us