(p. 408) dibā বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)। ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)। [সং. √ দিব্ + আ]। ̃ কর, ̃ বসু বি. সূর্য। ̃ নিদ্রা বি. দিনের বেলায় ঘুম। ̃ নিশি, ̃ রাত্র, ̃ রাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ। ̃ ন্ধ বিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। বি. প্যাঁচা। ̃ ব-সান বি. দিনের শেষ, সন্ধ্যা। ̃ বিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম। ̃ ভাগ বি. দিনের বেলা। ̃ ভীত বি. প্যাঁচা। ̃ বসু দ্র দিবাকর। ̃ রাত্র - দিবানিশি -র অনুরূপ। ̃ লোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ। ̃ স্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা। 31)