Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুর্বোধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগম্য
(p. 6) agamya বিণ. 1 দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে); 2 অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; 3 দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); 4 নাগালের বাইরে (মনের অগম্য)। [সং. ন+গম্য]। 19)
অত্যাচার
(p. 14) atyācāra বি. 1 অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার; 2 পীড়ন। [সং. অতি+আচার]। অত্যাচারী (-রিন্) বি. বিণ. পীড়নকারী, যে উত্পীড়ন করে, যে অত্যাচার করে, উত্পীড়ক (অত্যাচারী শাসক)। 45)
অমতি
(p. 55) amati বি. দুর্মতি, দুর্বুদ্ধি। বিণ. বুদ্ধিহীন; দুষ্টবুদ্ধিসম্পন্ন। [সং. ন + মতি]। 41)
অসজ্জন
(p. 67) asajjana বি. সজ্জন বা সাধু (ব্যক্তি) নয় এমন; দুর্বৃত্ত। [সং. ন + সজ্জন]। 61)
অসদাচরণ
(p. 67) asadācaraṇa বি. মন্দ ব্যবহার, দুর্ব্যবহার; খারাপ বা নিন্দনীয় বৃত্তি; দুর্বৃত্ততা। [সং. অসত্ + আচরণ]। অসদাচার বি. মন্দ আচরণ, দুর্বৃত্ততা। (বিরল) বিণ. অসত্ আচরণ করে এমন। অসদাচারী (-রিন্) বিণ. কদাচারী, দুর্বৃত্ত, অন্যায় আচরণকারী। 73)
অসদ্-ব্যবহার, অসদ্ব্যবহার
(p. 67) asad-byabahāra, asadbyabahāra বি. অভদ্র বা মন্দ ব্যবহার, মন্দ আচরণ; দুর্ব্যবহার। [সং. অসত্ + ব্যবহার]। 71)
ইট
(p. 114) iṭa বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা সং. ইষ্টক]। ̃ খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ̃ পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ। 6)
কট-মট
(p. 156) kaṭa-maṭa বিণ. 1 কঠিন (কটমট করে তাকানো); 2 নীরস; 3 দুর্বোধ্য। কট-মটি বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)। 67)
কঠিন
(p. 158) kaṭhina বিণ. 1 শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন); 2 কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়); 3 দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন); 4 ভীষণ (কঠিন বিপদ); 5 দুরারোগ্য (কঠিন রোগ); 6 সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)। [সং. √ কঠ্ + ইন]। বিণ. (স্ত্রী.) কঠিনা। বি. ̃ তা, ̃ ত্ব, কাঠিন্য। কঠিনী-কৃত বিণ. কঠিন করা হয়েছে এমন। কঠিনী-ভূত বিণ. কঠিন হয়েছে এমন। 13)
কদাচার, কদাচরণ
(p. 160) kadācāra, kadācaraṇa বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্) বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত। 32)
কিল
(p. 191) kila বি. 1 বদ্ধ মুষ্টি; 2 মুষ্ট্যাঘাত, ঘুসি। [দেশি]। কিল খেয়ে কিল চুরি করা আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে। ̃ গুঁতো বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)। কিলা-কিলি, কিলো-কিলি বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি। কিলানো ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)। বি. মুষ্টিপ্রহার। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. 1 কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; 2 কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা। 3)
কুবুদ্ধি
(p. 197) kubuddhi বি. কুমতলব; দুর্বুদ্ধি, মন্দ বা অসত্ বুদ্ধি। বিণ. দুর্বুদ্ধিযুক্ত। [সং কু + বুদ্ধি]। 28)
কুবৃত্তি
(p. 197) kubṛtti বি. অসত্ আচরণ, মন্দ বা নিন্দাযোগ্য আচরণ। বিণ. অসত্ আচরণকারী; দুর্বৃত্ত। [সং. কু + বৃত্তি]। 29)
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
কূট-প্রশ্ন
(p. 202) kūṭa-praśna বি. 1 দুর্বোধ্য বা জটিল প্রশ্ন; 2 বিব্রত করার বা ছলনা করার জন্য প্রশ্ন। [সং. কূট + প্রশ্ন]। 24)
খচ্চর
(p. 221) khaccara বি. 1 অশ্বতর, ঘোড়া ও গাধার মিলনজাত জীববিশেষ; 2 (আল.) দুর্বৃত্ত, বদমাশ লোক (আচ্ছা খচ্চর তো!)। [দেশি]। তিলে খচ্চর গায়ে তিলের মতো দাগযুক্ত খচ্চর; হাড়ে হাড়ে বদমাশ। 19)
খট-মট, খটো-মটো
(p. 221) khaṭa-maṭa, khaṭō-maṭō বিণ. দুর্বোধ্য, জটিল (খটমট বিষয়, খটোমটো অঙ্ক)। [দেশি]। 30)
খল1
(p. 224) khala1 বিণ. 1 হিংসক, হিংসাকারী; 2 কপট, ক্রূর; 3 নীচ। [সং. √খল্ + অ]। বি. ̃ তা। ̃ নায়ক বি. (নাটকে) নায়ক বা নায়িকার দুর্বৃত্ত শত্রু, villain. 28)
গভীর
(p. 241) gabhīra বিণ. 1 নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; 2 অতিনিম্ন (গভীর খাদ); 3 নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); 4 নিবিড়, গহন (গভীর বন); 5 প্রগাঢ় (গভীর চিন্তা, গভীর জ্ঞান); 6 দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; 7 গম্ভীর (গভীর কণ্ঠ) ; 8 জমাট, ঘন (গভীর অন্ধকার)। বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. ̃ তা, ̃ ত্ব। গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক। 20)
গহন
(p. 244) gahana বিণ. 1 নিবিড়, গভীর (গহন অরণ্য); 2 দুর্গম ('গহনকুসুম কুঞ্জ মাঝে': রবীন্দ্র) ; 3 দুর্বোধ, দুরূহ। বি. দুর্গম স্হান (মনের গহনে)। [সং. √গহ্ + অন]। 20)
গুণ্ডা
(p. 253) guṇḍā বি. বিণ. 1 দুর্বৃত্ত, বদমাশ; 2 অশান্ত, বেয়াড়া (গুণ্ডা হাতি) ; 3 জবরদস্তি করে এমন। [দেশি]। ̃ মি, ̃ মো বি. গুণ্ডার বৃত্তি বা আচরণ, গুণ্ডার মতো আচরণ। 2)
চোয়াড়
(p. 298) cōẏāḍ় বি. পার্বত্য জাতিবিশেষ। বিণ. 1 অসভ্য, বর্বর; 2 দুর্বুত্ত; 3 গোঁয়ার। [হি.]। চোয়াড়ে বিণ. 1 চোয়াড়ের মতো; 2 অমার্জিত। 18)
জটিল
(p. 312) jaṭila বিণ. 1 জটাযুক্ত; 2 জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); 3 গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)। [সং. জটা + ইল]। বি. ̃ জটিলা বিণ. (স্ত্রী.) 1 জটাযুক্তা; 2 দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; 3 অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; 4 কলহপরায়ণা; 5 বধূদের গঞ্জনাদাত্রী। বি. শ্রীরাধিকার শাশুড়ি। 21)
জাল্ম
(p. 324) jālma বি. 1 ইতর বা নীচ লোক; 2 নিচু বংশে জাত লোক। বিণ. 1 দুর্বৃত্ত; 2 মূর্খ; 3 নীচাশয়; 4 ছোট বংশে জাত। [সং. জাল2 + ম]। 17)
দন্ত
(p. 396) danta বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577967
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185780
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785888
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901186
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848160
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708645
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620377

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us