Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেনায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঋণী
(p. 1) aṛṇī (-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী অঋণী]। 7)
অধমর্ণ
(p. 17) adhamarṇa বি. যে ঋণ করেছে, ধার নিয়েছে এমন ব্যক্তি, খাতক, দেনাদার (তু. উত্তমর্ণ)। [সং. অধম+ঋণ]। 37)
আকণ্ঠ
(p. 80) ākaṇṭha ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় ('আকণ্ঠ ঋণে নিমগ্ন': রবীন্দ্র)। [সং. আ + কণ্ঠ]। ̃ মগ্ন বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)। 23)
আদায়
(p. 89) ādāẏa বি. 1 সংগ্রহ, উশুল (কর আদায়); 2 লাভ (দাবি) আদায় করা); 3 পরিশোধ (দেনা আদায়)। [আ. আদা]। 63)
আনৃণ্য
(p. 95) ānṛṇya বি. ঋণের অভাব; অঋণীর ভাব; ঋণ বা দেনা থেকে মুক্তি। [সং. ন + ঋণ + য]। 15)
আসামি1
(p. 110) āsāmi1 বি. 1 অভিযুক্ত ব্যক্তি, (ফৌজদারিমামলায়) প্রতিবাদী; 2 (বিরল) প্রজা; 3 (বিরল) দেনদার লোক। [আ. অস্মা]। 7)
উদ্বাস্তু
(p. 128) udbāstu বিণ. নিজের বাস্তুভিটা বা বসতবাড়ি ত্যাগ করতে বাধ্য (দেনার দায়ে উদ্বাস্তু)। বি. বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত ব্যক্তি। [সং. উত্ + বাস্তু]। 16)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
কর্জ
(p. 167) karja বি. ঋণ, ধার, দেনা (কর্জ করে সংসার চালানো)। [আ. কর্জ্]। 51)
খাতক
(p. 226) khātaka বি. অধর্মণ, দেনাদার, ঋণী (খাতকদের কাছ থেকে টাকা আদায় করা যাচ্ছে না)। [ সং. খাদক]। 26)
ছেঁচড়, ছ্যাঁচড়
(p. 304) chēn̐caḍ়, chyān̐caḍ় বিণ. 1 প্রতারক; 2 নীচপ্রকৃতির; 3 দেনা সহজে শোধ করতে চায় না এমন। [হি. ছিছোড়]। 123)
ডুব
(p. 357) ḍuba বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব প্রাকৃ. √ বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু - ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি - ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। 34)
দার2
(p. 406) dāra2 বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উত্পন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ̃ দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)। 12)
দায়-গ্রস্ত
(p. 405) dāẏa-grasta বিণ. 1 বিপদে বা মুশকিলে পড়েছে এমন; 2 কর্তব্যভারে ক্লিষ্ট (কন্যাদায়গ্রস্ত); 3 দেনাদার, ঋণগ্রস্ত। [বাং. দায়2 + গ্রস্ত]। 32)
দেনদার
(p. 419) dēnadāra দ্র দেনা। 21)
দেনা
(p. 419) dēnā বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ। 23)
ধার৩
(p. 433) dhāra3 বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 67)
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
নেহাত
(p. 480) nēhāta অব্য. 1 নিতান্ত (নেহাত দরকার); 1 একান্তপক্ষে, নিদেনপক্ষে (নেহাত যদি যাও)। বিণ.-বিণ. অতিশয়, একেবারে (নেহাত ছেলেমানুষ, নেহাত বোকা)। [আ. নিহায়ত্]। 14)
ন্যূন
(p. 481) nyūna বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ̃ কল্পে, ̃ পক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ̃ তা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।
ফৌত
(p. 570) phauta বিণ. 1 মৃত; 2 ফতুর, সর্বস্বান্ত (দেনা মেটাতে মেটাতেই ফৌত হয়ে গেল); 3 দেউলিয়া; 4 নির্বংশ, উত্তরাধিকারীহীন অবস্হায় মৃত। [ফা. ফওত]। 24)
বেদে
(p. 633) bēdē বি. ভারতের যাযাবর জাতিবিশেষ। [দেশি]। স্ত্রী. বেদেনি। 200)
হাবু-ডুবু
(p. 867) hābu-ḍubu বি. অসহায়ভাবে বারবার জলে ডুবে যাওয়া ও ভেসে ওঠা (হাবুডুবু খাওয়া)। বিণ. নিমজ্জিতপ্রায়, হতাশ্বাস (দেনায় বা কাজের চাপে হাবুডুবু অবস্হা)। [তু. হাঁপ, ডুব]। 6)
হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140469
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us