Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেশবিশেষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
উলূক
(p. 133) ulūka বি. 1 পেঁচা; 2 দেবরাজ ইন্দ্র; 3 দুর্যোধনের মাতুলপুত্র, শকুনির পুত্র; 4 হিমালয়ের নিকটবর্তী দেশবিশেষ; 5 উলুখড়। [সং. উদ্ + √ লোক্ + অ, নি। তু. লা ulula জা. ula/eule. ইং. owl]। স্ত্রী. উলূকী। 165)
কলিঙ্গ
(p. 172) kaliṅga বি. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলসমেত প্রাচীন প্রদেশবিশেষ। [সং.কলি + √ গম্ + অ]। 13)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কিষ্কিন্ধ্যা, কিষ্কিন্ধা
(p. 191) kiṣkindhyā, kiṣkindhā বি. রামায়ণে বর্ণিত বানরদের দেশবিশেষ বা তার রাজধানী। [সং. কিখি + √ ইন্ধি + অ + আ]। 11)
কুরু
(p. 199) kuru বি. 1 চন্দ্রবংশীয় প্রসিদ্ধ প্রাচীন রাজাবিশেষ; 2 প্রাচীন ভারতের দেশবিশেষ। [সং. √ কৃ + উ]। ̃ ক্ষেত্র বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)। ̃ কুল বি. কুরুরাজার বংশ। ̃ বৃদ্ধ বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম। 13)
চীন
(p. 290) cīna বি. পূর্ব-এশিয়ার বিশাল দেশবিশেষ। [সং. চীন-তু. চীনাংশুক]। 57)
জঙ্গল
(p. 320) jaṅgala বিণ. 1 জঙ্গলসম্বন্ধীয়; 2 বনপ্রায়, প্রায় বনের মতো (জাঙ্গল ভূমি); 3 জঙ্গলময়; 4 বন্য, অসভ্য (জাঙ্গল প্রকৃতি, জাঙ্গল স্বভাব)। বি. জল-বায়ু-রৌদ্রবিশিষ্ট ও কৃষিসম্পদে সমৃদ্ধ দেশবিশেষ (কুরু-জাঙ্গল)। [সং. জঙ্গল + অ]। 22)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
মনো-হর
(p. 676) manō-hara বিণ. রমণীয়, অতি সুন্দর (মনোহর দৃশ্য)। [সং. মনস্ + √ হৃ + অ]। মনো-হরা বিণ. মনোহর -এর স্ত্রীলিঙ্গ। ক্ষীরের সন্দেশবিশেষ। মনো-হরণ বি. মনকে মুগ্ধ করা। বিণ. রমণীয়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর ('তোমার ওই মনোহরণ বেশে': রবীন্দ্র)। 171)
মালব
(p. 700) mālaba বি. 1 মধ্যভারতের দেশবিশেষ, মালোয়া; 2 সংগীতের রাগবিশেষ।[সং. মাল + √ বা + অ]। ̃. কৌশিক বি. মালকোশ রাগ। 67)
শক
(p. 768) śaka বি. 1 মধ্য এশিয়ার প্রাচীন জাতিবিশেষ ('শক-হুনদল': রবীন্দ্র); 2 শকরাজ কর্তৃক প্রবর্তিত অব্দ বা বত্সর, শকাব্দ; 3 দেশবিশেষ 4 শকদেশীয় লোক। [সং. √ শক্ + অ]। শকাব্দ বি. প্রাচীন ভারতে প্রচলিত অব্দবিশেষ। শকারি বি. শকদের শত্রু ও বিজেতা, রাজা বিক্রমাদিত্য। 7)
শাল-গ্রাম
(p. 776) śāla-grāma বি. বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকী-নদীজাত শিলা। [সং. শালগ্রাম (দেশবিশেষ) + অ]। শালগ্রামের শোয়া-বসা (গোলাকার শালগ্রামের মতো) সব সময় একইভাবে অবস্হান। 8)
সিন্ধু
(p. 834) sindhu বি. 1 সমুদ্র, সাগর; 2 (সাদৃশ্যে) বিশাল প্রবাহ (কালসিন্ধু, কৃপাসিন্ধু); 3 উত্তর-পশ্চিম ভারতের নদীবিশেষ; 4 পাকিস্তানের প্রদেশবিশেষ; 5 (সংগীতের) রাগবিশেষ। [সং. √ স্যন্দ্ + উ (দ্ ধ্)]। ̃ ঘোটক সিলজাতীয় বৃহদাকার জলচর মাংসাশী জন্তুবিশেষ, walrus. ̃ সভ্যতা বি. সিন্ধু নদীর উপত্যকার প্রাচীন সভ্যতা। 15)
সৌবীর
(p. 846) saubīra বি. সিন্ধুনদের তীরবর্তী প্রাচীন দেশবিশেষ। [সং. সুবীর + অ]। 30)
সৌরাষ্ট্র
(p. 846) saurāṣṭra বি. 1 পশ্চিম ভারতের প্রদেশবিশেষ; 2 কাথিয়াওআড়ের অন্তর্গত রাজ্যসমূহ। বিণ. (সং.) উক্ত দেশসম্বন্ধীয়। [সং. সুরাষ্ট্র + অ]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577778
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185506
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785571
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026512
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620149

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us