Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বীপ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
আই-ল্যান্ড
(p. 77) āi-lyānḍa বি. 1 দ্বীপ; 2 (আল.) যেকোনো বিচ্ছিন্ন উঁচু জায়গা। [ইং. island]। 17)
ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উপ-দ্বীপ
(p. 132) upa-dbīpa বি. প্রায় সম্পূর্ণভাবে জলবেষ্টিত ভূভাগ, peninsula. [সং. উপ + দ্বীপ]। উপ-দ্বীপীয় বিণ. উপদ্বীপসংক্রান্ত, peninsular. 11)
কালা-পানি
(p. 186) kālā-pāni বি. 1 (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; 2 আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; 3 দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা2 + হি. পানি]। 49)
কিম্পুরুষ
(p. 190) kimpuruṣa বি. 1 কিন্নর, দেবযোনিবিশেষ; 2 পুরাণোক্ত ভূখণ্ড, জম্বুদ্বীপের অংশবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + পুরুষ]। 22)
কুশ
(p. 201) kuśa বি. 1 তীক্ষ্ণাগ্র তৃণবিশেষ (কুশাসন, কুশপুত্তলিকা); 2 পৌরাণিক সপ্তদ্বীপের অন্যতম; 3 রামচন্দ্রের পুত্রবিশেষ। [সং. কু + √ শী + অ]। 5)
জটলা
(p. 312) jaṭalā বি. 1 বহু লোকের সমাবেশ; 2 একজাতীয় প্রাণী বা বস্তুর একত্র সমাবেশ ('ছোট ছোট দ্বীপের জটলা': প্রেমেন্দ্র); 3 বহু লোকের একত্র জল্পনা বা কোলাহল। [সং. জটিল]। 19)
জম্বু
(p. 312) jambu বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। 118)
জিঞ্জির
(p. 325) jiñjira বি. 1 শিকল; 2 কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; 3 (বিরল) কারাবাস; 4 দ্বীপান্তর। [ফা. জন্জীর্]। 7)
দিয়াড়া
(p. 408) diẏāḍ়ā বি. 1 দ্বীপ; 2 চর বা চড়া। [সং. দ্বীপ দিয়া + বাং. ড়া (সাদৃশ্যার্থে)]। 35)
দ্বীপ
(p. 426) dbīpa বি. চারিদিকে জল বা সমুদ্রবেষ্টিত স্হলভাগ। [সং. দ্বি + অপ্ + অ]। দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ ('নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে': রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন। দ্বীপান্তরিত বিণ. দূরবর্তী কোনো দ্বীপে নির্বাসিত। 29)
দ্বীপী
(p. 426) dbīpī (-পিন্) বি. 1 বাঘ; 2 চিতাবাঘ; 3 সমুদ্র। [সং. দ্বীপ + ইন্]। 30)
দ্বৈপ
(p. 426) dbaipa বিণ. 1 দ্বীপসম্বন্ধীয়; 2 চিতাবাঘসম্বন্ধীয়। [সং. দ্বীপ + অ, দ্বীপিন্ + অ]। দ্বৈপ্য বিণ. দ্বীপসম্বন্ধীয়। 34)
দ্বৈপায়ন
(p. 426) dbaipāẏana বি. (যমুনাদ্বীপে জন্মেছিলেন বলে) ব্যাসদেব। [সং. দ্বীপ + অয়ন + অ (স্বার্থে)]। ̃ তা বি. দ্বীপে বাস বা বসতি ('ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ': রবীন্দ্র)। কৃষ্ণদ্বৈপায়ন দ্র কৃষ্ণ। 35)
নদের চাঁদ
(p. 444) nadēra cān̐da বি. 1 নদিয়ার চাঁদ বা গৌরবস্বরূপ ব্যক্তি, নবদ্বীপচন্দ্র, শ্রীচৈতন্যদেবের এক নাম; 2 (বিদ্রূপে) অহংকারী এবং সুবেশধারী কিন্তু অলস ও অকর্মণ্য ব্যক্তি; সাজগোজ করে অকাজে এবং দায়িত্বহীনভাবে ঘুরে বেড়ায় এমন লোক। [বাং. নদিয়া নদে + (ষষ্ঠী বিভক্তি) র + চাঁদ]। 55)
নুরি
(p. 475) nuri বি. মালয় উপদ্বীপের শুকজাতীয় পাখিবিশেষ। [মাল. লুরি]। 116)
পুলিপোলাও
(p. 526) pulipōlāō বি. নির্বাসন; দ্বীপান্তর ('কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে': শরদিন্দু)। [ মাল. Pulo Penang]। 77)
প্রবাল
(p. 548) prabāla বি. 1 সামুদ্রিক কীটবিশেষ থেকে জাত লালরঙের রত্ন, পলা; 2 উক্ত কীটের অস্হি ('নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা': রবীন্দ্র); 3 কিশলয়, অঙ্কুর। [সং. প্র + √ বল্ + অ]। ̃ কীট বি. সামুদ্রিক কীটবিশেষ। ̃ দ্বীপ বি. প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি দ্বীপ। ̃ প্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef. ̃ ফল বি. রক্তচন্দন। 6)
প্লক্ষ
(p. 559) plakṣa বি. 1 পুরাণে বর্ণিত সপ্তদ্বীপের অন্যতম; 2 পাকুড় বা অশ্বত্থ গাছ। [সং. √ প্লক্ষ্ (=ভক্ষণ) + অ]। 3)
বদ্বীপ
(p. 575) badbīpa বি. সমুদ্রের নিকটবর্তী নদীর পলি দিয়ে সৃষ্ট 'ব' এই আকারের জলবেষ্টিত ত্রিকোণ ভূভাগ, delta. [বাং. ব (সদৃশ ত্রিকোণ) + সং. দ্বীপ]। 56)
বর্ষ
(p. 580) barṣa বি. 1 বত্সর, বছর (নববর্ষ); 2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ; 3 বৃষ্টি; 4 মেঘ (বর্ষোপল)। [সং. √ বৃষ্ + অ]। ̃ কর বিণ. বর্ষণকারী। বি. মেঘ। ̃ কাল বি. এক বত্সর। ̃ জীবী (-বিন্) বিণ. এক বত্সর বাঁচে এমন। বি. এক বত্সর বাঁচে এমন উদ্ভিদ। ̃ পঞ্জি বি. ক্যালেণ্ডার। ̃ পূর্তি বি. বছরের শেষ। ̃ প্রতিবন্ধ বি. অনাবৃষ্টি। ̃ প্রবেশ বি. নববর্ষার আরম্ভ। ̃ মান বি. বর্ষামাপক যন্ত্র। 132)
মর্ত-মান
(p. 685) marta-māna বি. কলার জাতিবিশেষ, বর্মাদেশের মার্তাবানদ্বীপ থেকে আনীত কলা। [ইং. Martaban]। 53)
মলয়
(p. 687) malaẏa বি. 1 দক্ষিণভারতের পশ্চিমঘাট পর্বতমালা; 2 স্বর্গীয় উদ্যান, নন্দনকানন; 3 মলয়পর্বত থেকে আগত বায়ু স্নিগ্ধ দখিনা বাতাস; 4 বাতাস; 5 মালয় উপদ্বীপ। [সং. √ মল্ + অয়]। ̃ জ বিণ ময়লপর্বতে উত্পন্ন। বি. 1 চন্দন; 2 মলয়বায়ু, দখিনা বাতাস ('মলয়জশীতল') ̃ .পবন, ̃ .বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534893
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140435
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730658
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942851
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us