Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্রাবিড় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ধ্র
(p. 34) andhra বি. 1 প্রাচীন ভারতের জাতিবিশেষ; 2 স্বাধীন ভারতের অন্যতম রাজ্য; তেলুগুভাষী প্রদেশ; পঞ্চদ্রাবিড়ের অন্যতম। [সং. অন্ধ্ + র]। 44)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
আবাহন
(p. 99) ābāhana বি. মন্ত্রোচ্চারণের দ্বারা দেবতাকে আমন্ত্রণ; দেবতাকে আবির্ভাবের জন্য আহ্বান, invocation; আহ্বান, আমন্ত্রণ, ডাক। [সং. আ + ̃ বহ্ + ণিচ্ + অন্য]। আবাহনী বিণ. আবাহনাত্মক, আবাহনের জন্য রচিত। বি. দেবতাকে আবাহন করার করপুট ও আঙ্গুলসহযোগে কৃত মুদ্রাবিশেষ। 14)
আশ-রফি
(p. 108) āśa-raphi বি. স্বর্ণমুদ্রাবিশেষ, মোহর। [ফা. আশরফী]। 18)
এক্স-চেঞ্জ
(p. 146) ēksa-cēñja বি. 1 বাণিজ্যসংক্রান্ত বিনিময়; 2 মুদ্রাবিনিময়; 3 যে স্হানে ব্যবসায়-বাণিজ্যসংক্রান্ত বিনিময়াদি হয়। [ইং. exchange]। 12)
কলিঙ্গ
(p. 172) kaliṅga বি. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলসমেত প্রাচীন প্রদেশবিশেষ। [সং.কলি + √ গম্ + অ]। 13)
গিনি
(p. 246) gini বি. ইংল্যাণ্ডের পূর্বতন স্বর্ণমূদ্রাবিশেষ (=21 শিলিং)। [ইং. guinea]। ̃ সোনা বি. গিনির মতো 22 ভাগ সোনা ও 2 ভাগ তামা-মেশানো ধাতু। 110)
টঙ্ক৩
(p. 341) ṭaṅka3 বি. টাকা। [সং. টং (ধ্বন্যা.) + √ কৈ (শব্দ করা) + অ]। ̃ ক, ̃ পতি বি. টাঁকশালের অধ্যক্ষ। ̃ বিজ্ঞান বি. নানা দেশের ও নানা যুগের মুদ্রাবিষয়ক বিদ্যা, numismatics. ̃ শালা বি. টাঁকশাল। 21)
টাকা2
(p. 343) ṭākā2 বি. 1 মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (1 পয়সায় 1 টাকা); 2 অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। ̃ কড়ি, ̃ পয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম বি. ধনগর্ব। টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া। টাকার শ্রাদ্ধ বি. প্রচুর অর্থের অপচয়। 14)
তন্দ্রা
(p. 367) tandrā বি. নিদ্রার আবেশ, পাতলা বা হালকা ঘুম। [সং. √ তন্দ্র + অ + আ]। ̃ বেশ বি. ঘুমের ঝোঁক। ̃ লু, তন্দ্রিত বিণ. 1 ঘুমাতে চায় এমন; 2 ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; 3 আলস্যযুক্ত। 21)
দিনার
(p. 408) dināra বি. 1 আরবের স্বর্ণমুদ্রাবিশেষ; 2 আরব ও অন্য কোনো কোনো দেশের মুদ্রা। [আ. দীনার]। 27)
দ্রাব
(p. 426) drāba বি. দ্রবণ, গলন। [সং. √ দ্রু + অ]। ̃ ক বিণ. দ্রবকারক, solvent (বি.প.)। ̃ ণ বি. দ্রবীকরণ, তরল বা দ্রব করা। দ্রাবিত বিণ. দ্রব করা বা গলানো হয়েছে এমন (দ্রাবিত লবণ)। 66)
দ্রাবিড়
(p. 426) drābiḍ় বি. 1 প্রাচীন ভারতের দক্ষিণাঞ্চলের আদিম জাতিবিশেষ; 2 দক্ষিণ ভারতের অংশবিশেষ-বর্তমান তালিমনাড়ু রাজ্য ('দ্রাবিড় উত্কল বঙ্গ': রবীন্দ্র); 3 ওই স্হানের অধিবাসী বা তাদের ভাষা। বিণ. দ্রাবিড় দেশ বা দ্রাবিড় ভাষা সম্বন্ধীয়। [সং. দ্রবিড় + অ]। দ্রাবিড়ী বি. 1 দ্রাবিড় জাতির ভাষা; 2 দ্রাবিড়জাতীয়া রমণী। 67)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
পয়সা
(p. 488) paẏasā বি. এক টাকার 1/1 পরিমাণ ভারতীয় মুদ্রাবিশেষ 2 পূর্বের 1/4 আনা বা 1/64 টাকা পরিমাণ মুদ্রা 3 ধন, টাকাকড়ি (সে অনেক পয়সা করেছে)। [সং. পাদ (=চতুর্থাংশ) পাই পয় + বাং. সা]। ̃ .ওয়ালা বিণ. ধনবান। ̃ .কড়ি বি. নগদ টাকাপয়সা; আর্থিক সম্বল (তার পয়সাকড়ি ভলোই আছে)। 91)
বিদ্রাবণ
(p. 616) bidrābaṇa বি. 1 দ্রবীকরণ; 2 বিতাড়ন। [সং. বি + দ্রাবণ]। বিদ্রাবিত বিণ. দ্রবীকৃত; বিতাড়িত। 5)
বিহীন
(p. 630) bihīna বিণ. (সচ. সমাসের উত্তরপদে) বর্জিত, বিরহিত, ত্যক্ত (কামনাবিহীন, নিদ্রাবিহীন, অন্তবিহীন)। [সং. বি + √ হা + ত]। স্ত্রী. বিহীনা। বি. ̃ তা। 49)
ভ্রামর
(p. 674) bhrāmara বি. 1 মধু; 2 অয়স্কান্ত মণি, চুম্বক; 3 পাথর। বিণ. ভ্রমরজাত; ভ্রমরসম্বন্ধীয়। [সং ভ্রমর + অ]। ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। বিণ. ভ্রমরসম্বন্ধীয়। ভ্রামরী মিত্র কেবল, সুখের দিনের বন্ধু। 4)
শিলিং
(p. 779) śili বি. গ্রেটবৃটেনের মুদ্রাবিশেষ বা মুদ্রার এককবিশেষ। [ইং. shilling]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us