Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধাত্রী]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উপ-মাতা1
(p. 133) upa-mātā1 (-তৃ) বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। 27)
কৃত্তিকা
(p. 204) kṛttikā বি. 1 নক্ষত্রবিশেষ; 2 দেবসেনাপতি কার্তিকেয়র ছয়জন ধাত্রীর অন্যতমা [সং. √কৃত্ + তি + ক + আ]। ̃. সূত বি. কার্তিকেয়। 18)
জগদ্ধাত্রী
(p. 311) jagaddhātrī বি. 1 পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]। 30)
জীব2
(p. 326) jība2 বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। 16)
দোগ্ধা
(p. 421) dōgdhā (-গ্ধৃ) বিণ. দোহনকারী। বি. 1 গোয়ালা; 2 বাছুর। [সং. √ দুহ্ + তৃ]। দোগ্ধ্রী বিণ. (স্ত্রী.) দোহনকারিণী। বি. (স্ত্রী.) 1 দুগ্ধবতী গাভী; 2 ধাত্রী, wet nurse. 75)
ধাই
(p. 433) dhāi বি. 1 ধাত্রী; 2 মাতার মতো পালনকারিণী রমণী, উপমাতা (ধাই-মা); 3 যে স্ত্রীলোক সন্তান প্রসব করায় এবং আঁতুরঘরে প্রসূতি ও নবজাতকের পরিচর্যা করে; 4 শিশু বা বালক-বালিকাদের পরিচারিকা; 5 যে স্ত্রীলোক স্বীয় স্তন্যে পরের সন্তান পালন করে, wet nurse. [সং. ধাত্রী]। 16)
ধাতা1
(p. 433) dhātā1 (-তৃ) বি. 1 বিধাতা; 2 কর্মফলদাতা; 3 সৃষ্টিকর্তা, নির্মাতা। [সং. √ ধা + তৃ]। স্ত্রী. ধাত্রী। 31)
ধাত্রী
(p. 433) dhātrī বি. 1 গর্ভধারিণী মাতা; 2 ধাই, পালনকারিণী রমণী; 3 রোগীর পরিচর্যাকারিণী নারী, সেবিকা, nurse; 4 পৃথিবী। বিণ. 1 পালনকারিণী; 2 ধারণকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। [সং. √ ধা + তৃ + ঈ (স্ত্রী.)]। ̃ বিদ্যা বি. প্রসূতিতন্ত্র, প্রসবাদিবিষয়ক শাস্ত্র, midwifery. 34)
ধাত্রেয়ী
(p. 433) dhātrēẏī বি. ধাই। [সং. ধাত্রী + এয় + ঈ]। 35)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
মাতা
(p. 692) mātā বি. 1 মা, জননী; 2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা; 3 মাতৃস্হানীয়া বা কন্যাস্হানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। [সং. √ মা + তৃ]। ̃ পিতা (-তৃ) বি. জনকজননী, বাপ-মা। ̃ পিতৃ-হীন বিণ. বাবা-মা যার নেই। ̃ মহ বি. মায়ের বাবা। ̃ মহী বি. (স্ত্রী.) মায়ের মা। 108)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534752
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140277
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730441
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942619
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us