Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধ্যানরত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তপো-মূর্তি
(p. 367) tapō-mūrti বি. 1 তপস্যা বা ধ্যানই যাঁর মূর্তি অর্থাত্ পরমেশ্বর; 2 তপস্বী। [সং. তপঃ + মূর্তি]। 44)
ধ্যাত
(p. 442) dhyāta বিণ. 1 ধ্যানের বিষয়ীভূত হয়েছে এমন; 2 স্মৃত, চিন্তিত। [সং. √ ধ্যৈ + ত]। ̃ ব্য বিণ. 1 ধ্যেয়, ধ্যানযোগ্য; 2 স্মরণযোগ্য, চিন্তনীয়। ধ্যাতা (-তৃ) বিণ. ধ্যানকারী; চিন্তক। 8)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
ধ্যেয়
(p. 442) dhyēẏa বিণ. 1 ধ্যানযোগ্য; 2 স্মরণীয়; 3 চিন্তনীয়। [সং. √ ধ্যৈ + য]। 11)
নিবিষ্ট
(p. 461) nibiṣṭa বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. ̃ তা। 76)
নির্বিকল্প
(p. 468) nirbikalpa বিণ. 1 বিকল্পহীন; 2 অভ্রান্ত, নিঃসংশয়, নিশ্চিত; 3 জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদহীন। বি. পূর্ণজ্ঞান। [সং. নির্ + বিকল্প]। নির্বিকল্প সমাধি বি. জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদশূন্য হয়ে অদ্বিতীয় পরব্রহ্মে একাগ্রচিত্তে অবস্হান; বাহ্যজ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্নতা। 99)
পর৪
(p. 488) -para4 বিণ. নিষ্ঠ, নিরত, আসক্ত (স্বার্থপর, নৃত্যপর)। [সং. √পৃৃ + অ]। স্ত্রী. -পরা (নৃত্যপরা, ধ্যানপরা)। 102)
ভঙ্গ
(p. 655) bhaṅga বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো। 20)
সমা-হিত
(p. 808) samā-hita বিণ. 1 সম্পাদিত; 2 মীমাংসিত; 3 অবহিত; 4 অভিনিবিষ্ট; 5 ধ্যানমগ্ন (সমাহিতচিত্তে); 6 স্হাপিত; 7 কবরে স্হাপিত। [সং. সম্ + আ + √ ধা + ত]। স্ত্রী. সমা-হিতা। 125)
সমাধি
(p. 808) samādhi বি. 1 পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ, চিত্তবৃত্তির নিরোধপূর্বক স্বরূপে অবস্হিতি; 2 বাহ্যজ্ঞানহীন ধ্যানের চরম অবস্হা; 3 সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত-সমর্পণ; 4 গভীর তন্ময়তা; 5 সমাধান; 6 কবর দেওয়া; 7 কবর, গোর। [সং. সম্ + আ + √ ধা + ই]। ̃ ক্ষেত্র, ̃ স্হল, ̃ স্হান বি. গোরস্হান, কবরখানা। ̃ প্রস্তর বি. কবরের উপরে স্হাপিত স্মৃতিপ্রস্তর। ̃ মগ্ন, ̃ স্হ বিণ. সমাধিতে নিমগ্ন, বাহ্যজ্ঞানরহিত হয়ে ধ্যানরত। ̃ মন্দির বি. কবরের উপরে নির্মিত স্মৃতিমন্দির। ̃ স্তম্ভ বি. কবরের উপরে নির্মিত স্মৃতিস্তম্ভ। 93)
স্হ
(p. 846) sha বিণ. স্হিত, বর্তমান (নগরস্হ, ধ্যানস্হ, মুখস্হ, পদস্হ)। [সং. √ স্হা + অ]। বিণ. স্ত্রী. ̃ স্হা। 98)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186152
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027596
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901313
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848277
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708730
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620543

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us