Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নববধূ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কনে
(p. 162) kanē বি. 1 বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); 2 নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। ̃ চন্দন ব. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। ̃ বউ বি. নববধূ; বালিকাবধূ। ̃ যাত্রী বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন। 10)
নও-রোজ
(p. 443) nō-rōja বি. পারসিক মতে বছরের প্রথম দিন, পারস্যের নববর্ষ। [ফা. নওরোজ]। 14)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নবোঢ়া
(p. 447) nabōḍh়ā বিণ. (স্ত্রী.) নববিবাহিতা, নতুন বিবাহ হয়েছে এমন (নবোঢ়া কন্যা)। [সং. নব + ঊঢ়া]। 21)
পরিধায়ী
(p. 498) paridhāẏī (-য়িন্) বিণ. পরিধানকারী, পরে বা পরেছে এমন (নববস্ত্রপরিধায়ী)। [সং. পরি + √ ধা + ইন্]। 22)
পূতনা
(p. 529) pūtanā বি. শিশুকৃষ্ণ কর্তৃক নিহত পৌরাণিক দানববিশেষ। 8)
বউ, বৌ
(p. 572) bu, bau বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ̃ কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ̃ ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ̃ দি, ̃ দিদি বি. দাদার বউ। ̃ ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ̃ মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। 8)
বধূ
(p. 575) badhū বি. 1 স্ত্রী, পত্নী (পুত্রবধূ); 2 নবপরিণীতা স্ত্রী, কনে ('ওগো বর, ওগো বধূ': রবীন্দ্র); 3 মহিলা (রাক্ষসবধূ); 4 কূলনারী (পুরবধূ); 5 পুত্রবধূস্হানীয়া নারী। [সং. √ বহ্ + ঊ]। ̃ জন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী। ̃ টী বি. বালিকাবধূ। ̃ ত্সব বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান। ̃ বরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ। ̃ মাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ। ̃ হত্যা। বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা। 59)
বর্ষ
(p. 580) barṣa বি. 1 বত্সর, বছর (নববর্ষ); 2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ; 3 বৃষ্টি; 4 মেঘ (বর্ষোপল)। [সং. √ বৃষ্ + অ]। ̃ কর বিণ. বর্ষণকারী। বি. মেঘ। ̃ কাল বি. এক বত্সর। ̃ জীবী (-বিন্) বিণ. এক বত্সর বাঁচে এমন। বি. এক বত্সর বাঁচে এমন উদ্ভিদ। ̃ পঞ্জি বি. ক্যালেণ্ডার। ̃ পূর্তি বি. বছরের শেষ। ̃ প্রতিবন্ধ বি. অনাবৃষ্টি। ̃ প্রবেশ বি. নববর্ষার আরম্ভ। ̃ মান বি. বর্ষামাপক যন্ত্র। 132)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মহ-রত
(p. 688) maha-rata বি. 1 আরম্ভ, পত্তন, সূত্রপাত (নববর্ষের খাতা মহরত করা); 2 শুভ উদ্বোধন, কার্যারম্ভ (ফিল্ম স্টুডিয়োতে ছবির মহরত)। [ফা. মহলত্]। 49)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577681
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185363
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785419
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026261
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901055
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708547
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620036

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us