Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাগরিক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবাসন
(p. 99) ābāsana বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + ̃ বস্ + ণিচ্ + অন]। 12)
টাউন
(p. 343) ṭāuna বি. 1 শহর, নগর; 2 ছোট শহর। [ইং. town]। ̃ হল বি. নাগরিকদের সর্বজনীন মিলনগৃহ। 4)
নগর
(p. 444) nagara বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। ̃ কীর্তন, ̃ সংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। ̃ চত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার। ̃ দ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। ̃ পাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। ̃ স্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়ানগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান। 12)
নাগর
(p. 452) nāgara বি. 1 প্রণয়ী, প্রিয়জন, নায়ক ('গোলকের পতি, রাধার নাগর'); 2 রসিক; 3 লম্পট পুরুষ; 4 দেবনাগর অক্ষর। বিণ. 1 নগরসম্বন্ধীয়, নাগরিক (নাগর স্বাচ্ছন্দ্য); 2 নগরে বাসকারী, নগরবাসী (নাগরজন)। [সং. নগর + অ]। নাগরী বি. (স্ত্রী.) 1 প্রণয়িনী; 2 রসিকা রমণী; 3 দেবনাগর অক্ষর (নাগরী লিপি)। বিণ. (স্ত্রী.) নগরবাসিনী; নগর সম্বন্ধীয়। 18)
নাগরিক
(p. 452) nāgarika বিণ. 1 নগর বা শহরসম্বন্ধীয়, পৌর (নাগরিক স্বাচ্ছন্দ্য); 2 শহুরে। বি. 1 রাষ্ট্রের সদস্য, প্রজা, citizen (নাগরিকের অধিকার); 2 শহরবাসী (এই শহরের নাগরিক)। [সং. নগর + ইক]। বি. ̃ তা। স্ত্রী. নাগরিকী, নাগরিকা। 24)
নাগরিকা1
(p. 452) nāgarikā1 বি. (স্ত্রী.) নগরের অধিবাসিনী। [সং. নাগরিক + বাং. আ]। 25)
নাগরিকা2
(p. 452) nāgarikā2 বি. নাগরী, প্রণয়িনী ('আড়াল থেকে রঙ্গনিপুণ নাগরিকার প্রায়': সু. দ.)। [সং. নাগর + ক + আ]। 26)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
বাংলা-দেশ
(p. 590) bāṃlā-dēśa বি. পাকিস্তান রাষ্ট্র থেকে 1971 সালে বিচ্ছিন্ন হয়ে সমগ্র প্রাক্তন পূর্ব-পাকিস্তানকে নিয়ে গঠিত স্বাধীন রাষ্ট্র। বাংলা দেশি বি. বাংলাদেশের নাগরিক বা অধিবাসী। বিণ. বাংলাদেশের; বাংলাদেশ-সম্বন্ধীয়। 30)
বিশিষ্ট
(p. 627) biśiṣṭa বিণ. 1 অ-সাধারণ (বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাগরিক); 2 বিশেষপ্রকার, অতিশয় গুরুত্বপূর্ণ (বিশিষ্ট কর্তব্য, বিশিষ্ট গুণ); 3 বিখ্যাত (বিশিষ্ট কবি); 4 সংবলিত, যুক্ত (লেজবিশিষ্ট, গুণবিশিষ্ট)। [সং. বি + √ শিষ্ + ত]। ̃ তা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)। 5)
ভারত
(p. 664) bhārata বি. 1 ভারতবর্ষ; 2 বর্তমান ভারতরাষ্ট্র; 3 মহাভারত (যা নেই ভারতে তা নেই ভারতে); 4 ভারত-সূত্র; 5 নট। ̃ .বাসী (-সিন্) বি. বিণ. ভারতের অধিবাসী। ভারতীয় বিণ. 1 ভারতসম্বন্ধীয় (ভারতীয় পোশাক); 2 ভারতে উত্পন্ন বা বসবাসকারী (ভারতীয় বস্ত্র, ভারতীয় গম)। বি. ভারতের অধিবাসী বা নাগরিক (ভারতীয়দের সংগ্রাম)। বি. ̃ তা, ̃ ত্ব। ভারত মহাসাগর ভারতের দক্ষিনে অবস্হিত মহাসাগরবিশেষ, the Indian Ocean. ̃ .মাতা বি. মাতা রূপে কল্পিত ভারতভূমি। 3)
ভোট2
(p. 670) bhōṭa2 বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ̃ .কেন্দ্র বি. ভোট দেবার স্হান। ̃ .প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা। 83)
মিউনিসি-প্যালিটি
(p. 704) miunisi-pyāliṭi বি. পুরসভা, পৌরসংঘ, নগরতত্ত্বাবধানের জন্য নাগরিকদের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ।[ইং. municipality]। মিউনিসি-প্যাল বিণ. 1 মিউনিসিপ্যালিটি-সংক্রান্ত; 2 মিউনিসিপ্যালিটির করণীয়, পৌর। 14)
শেরিফ
(p. 784) śēripha বি. সরকারি বা বিশেষ অনুষ্ঠানাদির তত্ত্বাবধানের জন্য সরকার-কর্তৃক মনোনীত বিশিষ্ট নাগরিক। [ইং. sheriff]। 27)
সমান
(p. 808) samāna বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধি-করণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণসম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধি-কার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা। 95)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140412
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942826
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883568
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us