Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিযুক্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকারান্ত
(p. 3) akārānta বিণ. (শব্দ সম্বন্ধে) অন্তে 'অ' ধ্বনিযুক্ত। 4)
অক্রিয়া
(p. 4) akriẏā বি. 1 নিষ্ক্রিয়তা; 2 অবৈধ বা শাস্ত্রবিরোধী কাজ। [সং. ন+ক্রিয়া]। ̃ ন্বিত, ̃ রত, ̃ সক্ত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত। 18)
অঘোষ
(p. 8) aghōṣa বিণ. 1 ঘোষহীন, শব্দহীন; 2 (ব্যাক.) লঘুধ্বনিযুক্ত, অনুদাত্ত, unvoiced. ̃ .বর্ণ বি. মৃদু ধ্বনিযুক্ত বর্ণ (বাংলা বর্ণমালায় প্রতি বর্গের প্রথম দুই বর্ণ, অর্থাত্ ক খ চ ছ ট ঠ ইত্যাদি)। [সং. ন+ঘোষ]। 23)
অট্ট অট্ট, অট্টট্ট
(p. 8) aṭṭa aṭṭa, aṭṭaṭṭa বি. অতি সরব হাসি, অতি উচ্চ হাসি বা বিকট হাসি ('অট্ট অট্ট হাসিতেছে': ভা. চ.)। বিণ. ওইরকম ধ্বনিযুক্ত। 151)
অব-ধায়ক
(p. 44) aba-dhāẏaka বি. 1 রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; 2 মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। [সং. অব + √ ধা + অক]। অব-ধেয় বিণ. অবধানের যোগ্য; প্রণিধানযোগ্য। 23)
অভি-ষেক
(p. 50) abhi-ṣēka বি. 1 রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্হাপনের অনুষ্ঠান; 2 মন্ত্রপূত তীর্থজলে স্নান করানো; 3 রাজপদে বরণ বা স্হাপন, coronation; 4 অবগাহন, স্নান; 5 (আল.) কোনো মহত্ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা কাজের আরম্ভ। [সং. অভি + √ সিচ্ + অ]। অভি-ষিক্ত বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত। অভি-ষেচন বি. ভালোরকমে সিক্ত করা; অভিষেক। 132)
আদিষ্ট
(p. 89) ādiṣṭa বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]। 76)
আম-বাত
(p. 101) āma-bāta বি. গায়ের চামড়ায় চুলকানিযুক্ত উদ্ভেদবিশেষ। [বাং. আম2 + বাত]। 14)
আম-মোক্তার
(p. 101) āma-mōktāra বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। ̃ নামা বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney. 15)
আযুক্ত
(p. 101) āyukta বিণ. নিযুক্ত; ভারপ্রাপ্ত, in charge (স. প.)। [সং. আ + যুক্ত]। 59)
আয়োগ
(p. 103) āẏōga বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]। 26)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কাকলি,
(p. 177) kākali, (বিরল) কাকলী বি. মধুর অস্পষ্ট ধ্বনি; কলধ্বনি। [সং. কাকল (অস্পষ্ট মধুর ধ্বনিযুক্ত + ইন্]। 13)
কুরিয়ার
(p. 199) kuriẏāra বি. বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত দূত বা উক্ত দূতের মাধ্যমে সংবাদ চিঠি ইত্যাদি প্রেরণ। [ইং. courier]। 11)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কৌটা, কৌটো
(p. 210) kauṭā, kauṭō বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]। 73)
খাটা
(p. 226) khāṭā ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ̃ নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্হাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে। 11)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
গদ-গদ, গদ্-গদ
(p. 239) gada-gada, gad-gada বি. ভাবের প্রাবল্য বা আতিশয্যজনিত অব্যক্ত কণ্ঠধ্বনি। বিণ. 1 আবেগে বিহ্বল (ভক্তিতে গদগদ) ; 2 অব্যক্ত ধ্বনিযুক্ত (গদ্গদ কণ্ঠে বললেন); 3 আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত। [সং. গদ্গদ + অচ্]।
গম্ভীর
(p. 241) gambhīra বিণ. 1 নিম্ন ও ভারী ধ্বনিযুক্ত, গভীর (গম্ভীরস্বর); 2 ভারিক্কি, অলঘু (গম্ভীর চাল, গম্ভীর প্রকৃতির মানুষ); 3 গুরু (গম্ভীর ব্যাপার); 4 দুঃখ চিন্তা ক্রোধ প্রভৃতি কারণে নিরানন্দ (গম্ভীর মুখ). [সং. √গম্ + ঈর]। বি. ̃ তা। 26)
চর1
(p. 279) cara1 বি. শাসক রাজা রাজপুরুষ বা অন্য কারও দ্বারা নিযুক্ত হয়ে গোপনে সংবাদ সংগ্রহে রত ব্যক্তি, গুপ্তদূত, গুপ্তচর; 2 (জ্যোতিষ.) মঙ্গলগ্রহ। [সং. √চর্ + অ]। 23)
ঝাঁপি
(p. 336) jhām̐pi বি. ঢাকনিযুক্ত ছোট পেটিকাবিশেষ (পয়সার ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি)। [বাং. ঝাঁপ1 + ই]। 22)
টাইপ
(p. 341) ṭāipa বি. 1 অক্ষর (ছাপাখানার টাইপ, টাইপরাইটারের টাইপ); 2 ধরন, প্রকার (বদ টাইপের লোক, নাটকে টাইপ সৃষ্টি করা)। [ইং. type]। টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া। ̃ রাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter. টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক। 62)
ঠিকা, (কথ্য) ঠিকে
(p. 350) ṭhikā, (kathya) ṭhikē বিণ. 1 নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); 3 নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। বি. 1 কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ̃ দার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ̃ দারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)। 36)
ডাক৬
(p. 355) ḍāka6 বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ̃ গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ̃ খানা, ̃ ঘর বি. পোস্ট অফিস। ̃ টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ̃ পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ̃ বাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স। ̃ হরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535146
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us