Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিষিদ্ধ: দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখাদ্য
(p. 6) akhādya বিণ. আহারের অযোগ্য, যা খাওয়া যায় না। বি. কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য। [সং. ন+খাদ্য]। 4)
অনধ্যায়
(p. 22) anadhyāẏa বি. পাঠে বা অধ্যয়নে বিরতি; যেদিন শাস্ত্রপাঠ নিষিদ্ধ; যেদিন বিদ্যালয়ের ছুটি। [সং. ন+অধি+√ ই +অ]। 3)
অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অবৈধ
(p. 50) abaidha বিণ. বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। [সং. ন + বৈধ]। বি. ̃ তা। অবৈধ পর্ণয় বি. নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম। 14)
অভক্ষণীয়, অভক্ষ্য
(p. 50) abhakṣaṇīẏa, abhakṣya বিণ. ভক্ষণ করার বা খাওয়ার যোগ্য নয় এমন, খাওয়া উচিত নয় এমন; আহার করা অর্থাত্ খাওয়া নিষিদ্ধ এমন; অখাদ্য। [সং. ন + ভক্ষ্য, ন + ভক্ষণীয়]। 47)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
অযাত্রা
(p. 59) ayātrā বি. 1 যে সময়ে কোথাও যাওয়া নিষিদ্ধ; অশুভ যাত্রা ('অযাত্রাতে নৌকো ভাসা': রবীন্দ্র); 2 যাওয়ার মুহূর্তে যা দেখা বা শোনা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। [সং. ন + যাত্রা]। অযাত্রিক বিণ. যাত্রার পক্ষে শুভ নয় এমন।
অরন্ধন
(p. 61) arandhana বি. রান্নার বিরতি; যেদিন রান্না করা নিষিদ্ধ: ভাদ্র মাসের সংক্রান্তির দিন, যেহেতু এই দিন রান্না করা নিষিদ্ধ। [সং. ন + রন্ধন]। 2)
আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
ইদ্দত
(p. 114) iddata বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]। 24)
কালা-পানি
(p. 186) kālā-pāni বি. 1 (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; 2 আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; 3 দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা2 + হি. পানি]। 49)
কালাশৌচ
(p. 188) kālāśauca বি. মাতাপিতার বা মাতাপিতার তুল্য গুরুজনের মৃত্যুজনিত বর্ষব্যাপী অশৌচ; মৃত্যুর জন্য ধর্মানুষ্ঠানের বিষয়ে নিষিদ্ধ সময়। [সং. কাল2 + অশৌচ]। 2)
কুখাদ্য
(p. 192) kukhādya বি. অখাদ্য, খাওয়া যায় না বা খাওয়া উচিত নয় এমন খাবার; নিষিদ্ধ খাদ্য। [সং. কু + খাদ্য]। 56)
খট্বা
(p. 221) khaṭbā বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক। [সং. √খট্ + ব (ক্বন্) + আ]। ̃ ঙ্গ বি. 1 খাটের পায়া বা খুরা; 2 খট্বাঙ্গের মতো মুগুর; 3 আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র। ̃ ঙ্গ-ধর বি. শিব। ̃ রূঢ় বিণ. 1 নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; 2 (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন। 38)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
নিরম্বু
(p. 467) nirambu বিণ. জলহীন; যাতে জলটুকুও পান করা নিষিদ্ধ (নিরম্বু উপবাস)। [সং. নির্ + অম্বু]। 2)
নির্জল
(p. 468) nirjala বিণ. 1 জলহীন; 2 জলমিশ্রিত নয় এমন (নির্জল দুধ); 3 যাতে জলপান নিষিদ্ধ এমন, নিরম্বু (নির্জল উপবাস)। [সং. নির্ + জল]। স্ত্রী. নির্জলা (নির্জলা একাদশী)। 51)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
নিষেধ
(p. 473) niṣēdha বি. 1 বারণ, মানা (যেতে নিষেধ করা); 2 নিবারণ; 3 আপত্তি (কোনো নিষেধ আছে কি?)। বিণ. বারণ বা মানা আছে এমন, নিষিদ্ধ (ভিতরে প্রবেশ নিষেধ)। [সং. নি + √ সিধ্ + অ]। ̃ ক বিণ. নিষেধকারী; নিবারক। 54)
পথ্য
(p. 488) pathya বি. 1 রোগীর পক্ষে উপযুক্ত খাদ্য (ওষুধপথ্য); 2 সদ্য রোগমুক্তির পর গ্রহণীয় খাদ্য (পথ্য করা)। বিণ. উপকারক, হিতকর। [সং. পথিন্ + য]। পথ্যাপথ্য বি. রোগীর পক্ষে উপকারী খাদ্য ও নিষিদ্ধ খাদ্য। 32)
প্রতি-প্রসব
(p. 541) prati-prasaba বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতি-প্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত। 26)
বার-বেলা
(p. 602) bāra-bēlā বি. রবি সোম ইত্যাদি বারের বা দিনের সমার্ধপরিমিত যে অংশে জ্যোতিষমতে যাত্রা বা শুভকাজ নিষিদ্ধ। [সং. বার7 + বাং. বেলা]। 14)
বারিত
(p. 602) bārita বিণ. নিবারিত; নিষিদ্ধ। [সং. √ বৃ + ণিচ্ + ত]। 31)
বিগর্হিত
(p. 605) bigarhita বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত। 127)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140385
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730606
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942799
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696636
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us