Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীচের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধর
(p. 17) adhara বি. 1 বি. নীচের ঠোঁট ('ভাঙিয়া মিলিয়া যার দুইটি অধরে': রবীন্দ্র); 2 নিম্নস্হান ('প্রাণের আহুতি জ্বালি হৃদয়ের অধরে-উত্তরে' অ. চ.)। [সং. ন+√ ধৃ+অ]। ̃ .পল্লব বি. কচি পাতার মতো নরম ঠোঁট। ̃ .পান, ̃ সুধা-পান বি. চুম্বন। 38)
অধরী-কৃত
(p. 17) adharī-kṛta বিণ. 1 তিরস্কার করা হয়েছে এমন; 2 নীচে ফেলা হয়েছে এমন। [সং. অধর+√ কৃ+ত (চ্বি)]। 42)
অধো-গতি, অধো-গমন
(p. 20) adhō-gati, adhō-gamana বি. 1 নিম্নগতি, নীচের দিকে গতি; 2 হ্রাস; 3 অবনতি, অধঃপতন; 4 দুর্দশা; 5 নরকে যাওয়া; 6 (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। [সং. অধঃ+গতি, গমন]। অধো-গত বিণ. যার অবনতি হয়েছে; দুর্দশাগ্রস্ত; নীচে পতিত। অধো-গামী (-মিন্) বিণ. নীচে নামছে এমন; যার অধঃপতন ঘটছে; কমছে এমন। 14)
অধো-দৃষ্টি
(p. 20) adhō-dṛṣṭi বি. 1 নীচের দিকে লক্ষ্য; 2 যোগ অভ্যাসের সময় নাসাগ্রভাগের প্রতি নিবদ্ধ দৃষ্টি। [সং. অধঃ+দৃষ্টি]। বিণ. উক্ত দুই অর্থে। 15)
অধো-দেশ
(p. 20) adhō-dēśa বি. নিম্নাংশ, নীচের দিক। [সং. অধঃ+দেশ]। 16)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অপগা
(p. 34) apagā বিণ. 1 নিম্নগামী, নীচের দিকে প্রবাহিত হয় এমন; 2 জলের অর্থাত্ সমুদ্রের দিকে প্রবাহিত হয় এমন। বি. নদী। [সং. অপ + √ গম্ + অ + আ (স্ত্রী.)]। 73)
অব-ক্ষেপ, অব-ক্ষেপণ
(p. 43) aba-kṣēpa, aba-kṣēpaṇa বি. 1 বিক্ষেপ, ছোড়া, ইতস্তত ছোড়া; 2 নীচের দিকে ছোড়া; 3 তিরস্কার; নিন্দা; শ্লেষ। [সং. অব + √ ক্ষিপ্ + অ, অন]। অব-ক্ষিপ্ত বিণ. বিক্ষিপ্ত; নিচের দিকে নিক্ষিপ্ত; তিরস্কৃত। 28)
অব-তার
(p. 44) aba-tāra বি. 1 জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; 2 জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); 3 মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার); 4 অবতরণ, নীচে নামা; 5 (ব্যঙ্গাত্মক) কিম্ভূত বা অদ্ভুত মূর্তি। [সং. অব √ তৃ + অ]। 11)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অব-নয়ন
(p. 45) aba-naẏana বি. নীচে নামিয়ে আনা, নোয়ানো, অবনমন। [সং. অব + √ নী + অন]। 3)
অব-পাত
(p. 45) aba-pāta বি. 1 অধোগতি; নীচে পড়ে যাওয়া; 2 হাতি বা অন্য বন্য জন্তু ধরার চোরা গর্ত। [সং. অব + √ পত্ + অ]। 11)
অব-রোপণ
(p. 45) aba-rōpaṇa বি. 1 নীচে নামানো, অবতারণ; 2 উত্পাটন, এক স্হান থেকে উত্পাটন করে অন্য স্হানে রোপণ, transplantation. [সং. অব + রোপণ]। 31)
অব-রোহ
(p. 45) aba-rōha বি. 1 নীচে নামা, অবতরণ; 2 (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. [সং. অব + √ রুহ্ + অ]। ̃ ণ নীচে নামা, অবতরণ। ̃ ণী বি. সিঁড়ি, অবতারণী। অব-রোহী (-হিন্) বিণ. 1 অবরোহণকারী, নীচে নামছে এমন; 2 (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী। 32)
অবাক2 অবাক্
(p. 46) abāka2 abāk বিণ. অবনত, নীচের দিকে নামানো। বি. দক্ষিণ দিক। অব্য. নিম্নদেশ, অধোদেশ। [সং. অব + √ অন্চ্ + ক্বিপ্]। 46)
অবাঙ্মুখ
(p. 46) abāṅmukha বিণ. নীচের দিকে মুখ নামানো আছে এমন, অধোমুখ, অধোবদন (লজ্জায় অবাঙ্মুখ হয়ে রইল)। [সং. অবাক্2 + মুখ]। 49)
অবাচী
(p. 46) abācī বি. 1 দক্ষিণ দিক; 2 নীচের দিক, অধোদেশ। [সং. অবাচ্ + ঈ]। অবাচী উষা বি. কুমেরুজ্যোতি, aurora australis. 50)
আছড়ানো
(p. 85) āchaḍ়ānō বি. ক্রি. আছাড় দেওয়া; (বস্ত্রাদি) তুলে নীচে বা ভূমিতে সজোরে ফেলা। বিণ. উক্ত অর্থে। [বাং. √ আছ়ড়া + আনো]। 20)
আছাড়
(p. 85) āchāḍ় বি. জোরে পড়ে যাওয়া, মাটিতে বা নীচে জোরে পতন; পা পিছলে বা অন্য কারণে মাটিতে পড়ে যাওয়া। [আ. আসর্]। আছাড় খাওয়া ক্রি. বি. পা পিছলে পড়ে যাওয়া। 23)
উতরাই
(p. 123) utarāi বি. 1 পাহাড় বা পাহাড়ি পথ থেকে নীচের দিকে নামার পথ; 2 ঢল। [হি.]। 37)
উত্তরণ
(p. 125) uttaraṇa বি. 1 (প্রধানত নদী সাগর প্রভৃতি) পার হওয়া; 2 পৌঁছানো; 3 উপরে ওঠা, নীচের দিক থেকে উপরে ওঠা; 4 পরীক্ষায় সাফল্য। [সং. উত্ + √ তৃ + অন]। 5)
উপ-ত্যকা
(p. 132) upa-tyakā বি. 1 পর্বতের নীচের দিকের ভূভাগ; দুই পর্বতের মধ্যবর্তী নিচু সমতলভূমি; 2 নদীর অববাহিকা (গাঙ্গেয় উপত্যকা)। [সং. উপ + √ ত্যকন্ + আ]। 4)
উপুড়, উবুড়
(p. 133) upuḍ়, ubuḍ় বিণ. পিঠ উপর দিকে এবং বুক নীচের দিকে এই অবস্হায় রয়েছে এমন; ভূমির দিকে মুখ করে রাখা হয়েছে এমন (উপুড়হস্ত, উপুড় হয়ে শোয়া, হাঁড়ি উপুড় করা)। [সং. অবমূর্ধ]। উপুড়-হস্ত করা ক্রি. বি. দান করা। 116)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577866
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185649
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785742
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us