Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পদতলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঐক্য-পদ্য
(p. 150) aikya-padya বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]। 6)
খড়ম
(p. 221) khaḍ়ma বি. কাঠের পাদুকা। [তু. হি. খড়ৌঙ]। খড়মপেটা করা ক্রি. বি. খড়ম দিয়ে প্রহার করা। খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো, চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না। 45)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চেটো
(p. 294) cēṭō বি. করতল বা পদতল (হাতের চেটো)। [বাং. চপেট সং. চপট]। 58)
তেলো2
(p. 375) tēlō2 বি. 1 করতল, হাতের চেটো; 2 পদতল, পায়ের চেটো। [বাং. তল + উয়া ও]। 321)
থাবা
(p. 392) thābā বি. 1 চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); 2 (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। ̃ নো বি. ক্রি. 1 থাবার সাহায্যে আঘাত করা; 2 থাবা দিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 34)
ধ্বজ
(p. 441) dhbaja বি. 1 পতাকা, নিশান (গরুড়ধ্বজ); 2 পুরুষাঙ্গ (ধ্বজভঙ্গ)। [সং. √ ধ্বজ্ + অ]। ̃ দণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে। ̃ পট বি. পতাকা। ̃ বজ্রাঙ্কুশ বি. 1 ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন; 2 (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ। ̃ ভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ। বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)। ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী। 18)
বাবু
(p. 600) bābu বি. 1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু); 2 কেরানি ('হেড় অফিসের বড়বাবু': সু.রা.); 3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ; 4 মনিব (বাবুর বাড়ির কাজ); 5 বাবা, পিতা; 6 বত্স, বাছা; 7 জমিদার ('বাবুদের তালপুকুরে': নজরুল); 8 বেশ্যার মালিক বা পোষক। বিণ. 1 শৌখিন, বিলাসী (বাবুগিরি); 2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)। [তু. বাং. বাপু ফা. বাবু]। ̃ গিরি, ̃ য়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন। ̃ জি, ̃ মশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন। বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই হাঁটু মুড়ে দুই পদতল কোলের কাছে এনে বসা। 14)
মত্স্য
(p. 676) matsya বি. 1 মাছ, মীন; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 পুরাণবিশেষ; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি; 5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ; 6 প্রাচীন বিরাটরাজ্য। [সং √ মদ্ + স্য] স্ত্রী. মত্সী ̃ .করণ্ডিকা বি. খালুই, চুপড়ি। ̃ .গন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর। ̃ .জীবী (-বিন্), মত্স্যোপ-জীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা। বি. ধীবর, জেলে। ̃ .ন্যায় ̃ .নীতি, মাত্স্য-ন্যায় জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণ ও অত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা। ̃ .পুরাণ বি. মত্স্য-অবতারের কাহিনি-সংবলিত পুরাণ। ̃ .মুখ বি. হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান। ̃ .রঙ্গ বি. মাছরাঙ্গা পাখি। মত্স্যাশী (-শিন্) বিণ. মত্স্যভোজী। মত্স্যাসন বি. মাছের মতো ভঙ্গির যোগাসনবিশেষ। 66)
মুদ্রা
(p. 710) mudrā বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ 'ম'-কার-এর একটি; 9 মদের চাট; 1 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন।[সং. √ মৃদু + র + আ]। ̃ .কর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। ̃ ক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. ̃ ঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। ̃ .ঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। ̃ .দোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। ̃ .বিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics. ̃ .মান বি. আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রার দর। ̃ .যন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাত্ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation. 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730450
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942626
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us