Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পদার্থবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্সিজেন
(p. 4) aksijēna বি. বায়বীয় মৌলিক পদার্থবিশেষ, দহনবায়ু, অম্লজান, যে মৌলিক গ্যাসের সাহায্যে দহন ও শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। [ইং. oxygen]। 42)
আইয়ো-ডিন
(p. 77) āiẏō-ḍina বি. 1 অধাতব মৌলিক রাসায়নিক পদার্থবিশেষ; 2 ক্ষতাদি যাতে পেকে উঠতে না পারে সেইজন্য ব্যবহৃত প্রতিষেধক ওষুধবিশেষ। [ইং. iodine]। 14)
উপ-ক্ষার
(p. 131) upa-kṣāra বি. নাইট্রোজেনযুক্ত মৌলিক পদার্থবিশেষ, alkaloid (বি. প.)। [সং. উপ + ক্ষার]। 9)
কনক
(p. 160) kanaka বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ̃ চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ̃ চূড় বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ̃ চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ̃ পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ̃ প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ̃ ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ̃ মুকুট বি. সোনার মুকুট। ̃ রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ̃ রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ̃ সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান। 41)
কাঁচ-কড়া
(p. 174) kān̐ca-kaḍ়ā বি. 1 কাছিমের খোলা, tortoise shell; 2 তিমির দন্তসংলগ্ন কোমল অস্হি, wale-bone; 3 রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার মতো পদার্থবিশেষ; vulcanite. [কাচ (কচ্ছ, কাছিম) + কড়া (কটাই); তু. হি. কচকড়া]। 51)
কার-বন, কার্বন
(p. 185) kāra-bana, kārbana বি. মৌলিক পদার্থবিশেষ, যা অঙ্গার হীরা কৃষ্ণসীসা প্রভৃতির প্রধান উপাদান; অঙ্গার। [ইং. carbon]। ̃ পেপার বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ। 16)
কয়লা
(p. 166) kaẏalā বি. কালো রঙের কঠিন দাহ্য খনিজ পদার্থবিশেষ, জ্বালানি হিসাবে ব্যবহৃত কালো রঙের খনিজ পদার্থবিশেষ; অঙ্গার। [প্রাকৃ. কোইলা]। কয়লা ধুলে ময়লা যায় না স্বভাবে যে মন্দ, শত চেষ্টাতেও সে ভালো হয় না। 12)
খাদ্য
(p. 226) khādya বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার। বিণ. ভোজনের যোগ্য (পশুর অখাদ্য)। [সং. √খাদ্ + য]। ̃ গ্রহণ বি. খাওয়া, আহার। ̃ নালী বি. জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal. ̃ প্রাণ বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন। খাদ্যাখাদ্য বি. খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ। 39)
গন্ধক
(p. 240) gandhaka বি. হলুদ বর্ণের মৌলিক পদার্থবিশেষ, sulphur [সং. গন্ধ + ক]। ̃ চূর্ণ বি. বারুদ। গন্ধক-দ্রাবক, গন্ধকাম্ল বি. মহাদ্রাবক, sulphuric acid. 18)
ঘি
(p. 269) ghi বি. 1 ঘৃত, দুধ থেকে প্রস্তুত স্নেহজাতীয় পদার্থবিশেষ; 2 ঘিলু (মাথার ঘি)। [সং. ঘৃত]। ঘিয়ে-ভাজা বিণ. 1 ঘি দিয়ে ভাজা হয়েছে এমন (ঘিয়ে-ভাজা লুচি); 2 (-বিদ্রূপে) অত্যন্ত রুগ্ন, হাড়জিরজিরে (ঘিয়ে-ভাজা কুকুর)। 8)
তুঁতিয়া, তুঁতে
(p. 375) tun̐tiẏā, tun̐tē বি. তামা গন্ধক ও অম্ল ঘটিত পদার্থবিশেষ, হরিতাশ্ম, কপার সালফেট, copper sulphate; বা তার হালকা নীল রং। [সং. তুত্থক]। 175)
তৈল
(p. 375) taila বি. তেল। [সং. তিল + অ]। ̃ কল্ক, ̃ কিট্ট বি. তেলের কাইট; খইল। ̃ কার বি. তেলি; কলু। ̃ চিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting. ̃ চৌরিকা বি. আরশোলা। ̃ দান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া। ̃ প, ̃ পা, ̃ পায়িকা বি. তেলাপোকা, আরশোলা। ̃ পক্ব বিণ. 1 তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)। ̃ বীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি। ̃ মর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই। ̃ যন্ত্র বি. তেলের কল, ঘানি। ̃ সেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা। ̃ স্ফটিক বি. পীতাভ শিলীভূত পদার্থবিশেষ, গোমেদ, amber. তৈলাক্ত বিণ. তেলযুক্ত। তৈলাধার বি. তেলের পাত্র। 335)
নিশাদল
(p. 473) niśādala বি. লবণজাতীয় পদার্থবিশেষ, salammoniac, ammonium chloride. [ফা. নৌশাদর্]। 25)
পমেটম
(p. 488) pamēṭama বি. চুলের প্রসাদনে ব্যবহৃত চ্যাপটা সাদা সুগন্ধযুক্ত ক্রিম বা স্নেহপদার্থবিশেষ সুগন্ধযুক্ত প্রসাধনবিশেষ। ইং. pomatum। 80)
পিচ2
(p. 519) pica2 বি. রাস্তা পাকা করা ও নৌকো জাহাজ বাড়ির ছাদ প্রভৃতি মেরামত করার কাজে ব্যবহৃত আলকাতরা থেকে প্রস্তুত কালো রঙের চটচটে পদার্থবিশেষ। [ইং. pitch]। 30)
প্ল্যাস্টিক
(p. 559) plyāsṭika বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।
ফস-ফরাস
(p. 562) phasa-pharāsa বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ। [ইং. phosphorus]। 24)
ফিনাইল
(p. 565) phināila বি. দুর্গন্ধ দূরকারী ও জীবাণুনাশক তরল পদার্থবিশেষ। [ইং. phenyl]। 21)
মাখন
(p. 692) mākhana (আঞ্চ. গ্রা) মাখম বি. দুগ্ধজাত স্নেহপদার্থবিশেষ, নবনী, নবনীত, ননি। [সং. ম্রক্ষণ প্রাকৃ. মক্খণ]। 48)
মোম
(p. 719) mōma বি. 1 মৌচাকের মধু-নিষ্কাশনের পরে যা অবশিষ্ট থাকে, মধূত্থ; 2 প্যারাফিন চর্বি ইত্যাদিতে প্রস্তুত পদার্থবিশেষ। [ফা. মোম]। ̃ .জামা, ̃ .ঢাল, ̃ .ঢালা বি. মোমের প্রলেপ দেওয়া বস্তু যা জলে ভেজে না। ̃ .বাতি বি. প্যারাফিন চর্বি প্রভৃতিতে প্রস্তুত লাঠির আকারের বাতি। মোমের পুতুল 1 মোমদ্বারা নির্মিত পুতুল; 2 (আল.) সামান্য পরিশ্রমে বা কষ্টে কাতর হয়ে পড়ে এমন ব্যক্তি। 21)
ম্যাংগানিজ
(p. 721) myāṅgānija বি. ধাতুপদার্থবিশেষ। [ইং managanese]। 9)
রজন
(p. 733) rajana বি. 1 পাইন জাতীয় গাছের নির্যাস থেকে তারপিন তেল নিষ্কাসনের পর যে অংশ থাকে তা শুকিয়ে প্রস্তুত পদার্থবিশেষ 2 বেহালা এসরাজ সারেঙ্গি প্রভৃতির ছড়ে উক্ত গাছের শুকনো ও জমাট যে-আঠা ঘষা হয়। [ইং. rosin]। 22)
রবার1
(p. 733) rabāra1 বি. 1 বড়ো পাতাযুক্ত গাছবিশেষ বা তার রস থেকে প্রস্তুত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং rubber]। 67)
রেডিয়াম
(p. 749) rēḍiẏāma বি. তেজস্ক্রিয় মৌলিক ধাতব পদার্থবিশেষ। [ইং. radium]। 3)
রেতঃ, রেত2
(p. 749) rētḥ, rēta2 বি. বীর্য, শুক্র পুরুষদেহের সন্তানোত্পাদক সারপদার্থবিশেষ। [সং. √ রী + অস্]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614728
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839847
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us