Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পদ্ধতিকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কত্থক
(p. 160) katthaka বি. ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যপদ্ধতিবিশেষ। [হিং. কত্থক]। 9)
কাবাব
(p. 181) kābāba বি. শলাকায় বা শিকে বিদ্ধ করে বিশেষ পদ্ধতিতে সেঁকা মাংস। [আ. ক'বাব্]। 73)
কিলো
(p. 191) kilō বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। ̃ গ্রাম বি. বিণ. এক হাজার গ্রাম [গ্রাম1 দ্র]। ̃ মিটার বি. বিণ. এক হাজার মিটার [মিটার1 দ্র]। ̃ লিটার বি. বিণ. এক হাজার লিটার। 6)
কুংফু
(p. 192) kumphu বি. চীনদেশীয় কারাটে; খালি হাতে আত্মরক্ষার চীনদেশীয় পদ্ধতিবিশেষ। [ইং. kungfu চৈ.]। 10)
কুইণ্টাল
(p. 192) kuiṇṭāla বি. মেট্রিক পদ্ধতির একশত কিলোগ্রাম ওজন, একশো কিলো। [ইং. quintal]। 9)
গোরিলা যুদ্ধ
(p. 256) gōrilā yuddha বি. ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এবং গোপন স্হান থেকে আক্রমণের দ্বারা শত্রুকে বিধ্বস্ত করার যুদ্ধপ্রণালী বা পদ্ধতিবিসেষ। [ইং. guerrilla war]। 29)
টেম্পেরা
(p. 347) ṭēmpērā বি. চিত্রাঙ্কনে রং প্রয়োগের পদ্ধতিবিশেষ। [ইং. tempera]। 27)
টোটকা
(p. 348) ṭōṭakā বি. মুষ্টিযোগ, বিজ্ঞানসম্মত চিকিত্সাপদ্ধতির বহির্ভূত এবং প্রধানত গাছগাছডার পাতা, মূল ইত্যাদি দিয়ে তৈরি ওষুধ। [হি. টোট্কা-তু. সং. ত্রোটক]। 3)
ডন
(p. 354) ḍana বি. দণ্ডবত্ বা উপুড় হয়ে ব্যায়াম করার পদ্ধতিবিশেষ। [হি. ডাংড সং. দণ়্ড]। 12)
ডাক্তার
(p. 355) ḍāktāra বি. ইয়োরোপীয় পদ্ধতিতে যে চিকিত্সা করে, চিকিত্সক। [ইং. doctor]। ̃ খানা বি. যেখানে চিকিত্সা করা বা ওষুধ দেওয়া হয়। ডাক্তারি বি. 1 চিকিত্সা; 2 চিকিত্সকের বৃত্তি। বিণ. 1 চিকিত্সাসংক্রান্ত; 2 চিকিত্সকসংক্রান্ত। 23)
ডিনার
(p. 357) ḍināra বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির ভোজ; 2 দিনের প্রধান ভোজ। [ইং. dinner]। 8)
ডিভান
(p. 357) ḍibhāna বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির বসার লম্বা আসন যা খাট হিসাবেও ব্যবহার করা যায়; 2 বাক্সযুক্ত নিচু খাট। [ইং. divan]। 13)
ঢাকাই
(p. 360) ḍhākāi বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)। [বাং. ঢাকা + ই]। ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ। 24)
ধ্রুপদ
(p. 442) dhrupada বি. উচ্চাঙ্গ সংগীতের পদ্ধতিবিশেষ। [সং. ধ্রুবপদ]। ধ্রুপদী বিণ. 1 গুরুগম্ভীর; 2 চিরায়ত, ক্লাসিকাল (ধ্রুপদী সাহিত্য)। বি. ধ্রুপদগায়ক। ধ্রুপদীয়া বি. ধ্রুপদগায়ক। 13)
পদ্ধতি
(p. 488) paddhati বি. 1 প্রণালী (কর্মপদ্ধতি) 2 রীতি (বিবাহপদ্ধতি) 3 প্রথা (পুরোনো পদ্ধতিতে বিশ্বাস) 4 আচার 5 পথ; 6 শ্রেণি 7 প্রবাহ। [সং. পদ + √হন্ + তি]। ̃ .গত বিণ. প্রণালীসম্বন্ধীয় রীতিগত (পদ্ধতিগত পরিবর্তন)। 52)
পুঁজি
(p. 523) pun̐ji বি. 1 সঞ্চিত ধন, যে অর্থ নিয়ে ব্যাবসা আরম্ভ হয়, মূলধন; 2 সম্বল (সততাকে পুঁজি করে কাজে প্রবৃত্ত হল)। [সং. পুঞ্জ]। ̃ পতি বি. প্রচুর পুঁজির মালিক। ̃ পাটা বি. সঞ্চিতধনসম্পত্তি; সঞ্চিত টাকাপয়সা ও অন্যান্য সম্পদ; স্হাবর ও অস্হাবর সম্পত্তি। ̃ বাদ বি. যে আর্থনীতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ বা পুঁজি উত্পাদনে ব্যবহৃত হয়; যে ব্যবস্হায় পুঁজিপতি উত্পাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এবং পুঁজির মালিকের ব্যক্তিগত মুনাফা স্বীকৃত হয়, ধনতন্ত্রবাদ, capitalism. ̃ বাদী (-দিন্) বিণ. পুঁজিবাদসম্বন্ধীয় (পুঁজিবাদী অর্থব্যবস্হা)। বি. পুঁজিবাদের অংশীদার বা সমর্থক। 22)
পৈশাচ
(p. 533) paiśāca বিণ. পিশাচসম্বন্ধীয়; পিশাচসুলভ। বি. ছল কৌশল বা বলপ্রয়োগের দ্বারা সংঘটিত বিবাহপদ্ধতিবিশেষ। [সং. পিশাচ + অ]। পৈশাচী বিণ. পিশাচ-এর স্ত্রীলিঙ্গ। বি. উত্তর-পশ্চিম ভারতে প্রাচীন যুগে প্রচলিত প্রাকৃত ভাষাবিশেষ। পৈশাচিক বিণ. পিশাচসুলভ; পিশাচসম্বন্ধীয়; অত্যন্ত নিষ্ঠুর বা ভয়াবহ। স্ত্রী. পৈশাচিকী। 24)
প্রকৌশল
(p. 537) prakauśala বি. কার্যবিধি, কর্মধারা, কর্মপদ্ধতি, technique. [সং. প্র + কৌশল]। ̃ গত বিণ. কর্মপদ্ধতিবিষয়ক, কর্মপদ্ধতিগত, technical. ̃ বিদ বি. প্রযুক্তিবিদ, যন্ত্রকুশলী, technician. 15)
ফিশ-ফ্রাই
(p. 565) phiśa-phrāi বি. মাছের কাঁটা বার করে নিয়ে ইয়োরোপীয় পদ্ধতিতে ভেজে প্রস্তুত খাবার। [ইং. fishfry]। 36)
বনসাই
(p. 575) banasāi বি. ঘর সাজানোর জন্য পূর্ণবয়স্ক গাছের আকারকে কৃত্রিম উপায়ে ছোটো করার জাপানি পদ্ধতিবিশেষ। [জাপ. ইং. bonsai]। 66)
বাটিক
(p. 596) bāṭika বি. গলানো মোমের সাহায্যে কাপড়ে রঙের নকশা করার পদ্ধতিবিশেষ। [ইং. batik]। 14)
বিরাচার
(p. 630) birācāra বি. তন্ত্রোক্ত বামমার্গীয় সাধনপদ্ধতিবিশেষ। [সং. বীর + আচার]। বীরাচারী (-রিন্) বিণ. বীরাচার মতে সাধনা করে এমন। 78)
রাজ-যোগ
(p. 741) rāja-yōga বি. যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ, হঠযোগের তুলনায় যা সহজসাধ্য। [সং. রাজ 4 + যোগ]। 18)
লো-প্যাথি
(p. 76) lō-pyāthi বি. বিপরীতধর্মী ওষুধ প্রয়োগের দ্বারা রোগ নিরাময়ের পদ্ধতি; চিকিত্সাপদ্ধতিবিশেষ; এই পদ্ধতিই বর্তমানে সবিশেষ প্রচলিত। [ইং. allopathy]। 34)
স্বৈর
(p. 855) sbaira বি. 1 স্বেচ্ছাচার; 2 স্বাধীনতা। বিণ. 1 স্বেচ্ছাচারী; 2 স্বাধীন; 3 অসংযত। [সং. স্ব + √ ঈর্ + অ]। ̃ চার, স্বৈরাচার বি. 1 স্বেচ্ছাচার, নিজের ইচ্ছানুযায়ী আচরণ; 2 অশিষ্ট ব্যবহার, উচ্ছৃঙ্খলতা। ̃ চারী (-রিন্), সৈরাচারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারী; উচ্ছৃঙ্খল। ̃ তন্ত্র বি. স্বেচ্ছাচার; স্বেচ্ছাচারী পদ্ধতিতে পরিচালিত সরকার। ̃ তা, স্বৈরিতা বি. স্বেচ্ছাচার, নিজের স্বাধীন ইচ্ছানুযায়ী আচরণ। স্বৈরী (-রিন্) বিণ. 1 স্বৈরাচারী; 2 অবাধ্য। স্বৈরিণী বিণ. (স্ত্রী.) 1 স্বেচ্ছাচারিণী; 2 ব্যভিচারিণী। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577785
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185518
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785586
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026526
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901096
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708594
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us