Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরাজয়। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজয়
(p. 8) ajaẏa বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। 103)
অধৃষ্য
(p. 20) adhṛṣya বিণ. দুর্ধর্ষ, অপরাজেয়। [সং. ন+ধৃষ্য]। ̃ তা বি. অপরাজেয়তা। 12)
অনভি-ভবনীয়
(p. 23) anabhi-bhabanīẏa বিণ. পরাজিত করা যায় না এমন; অপরাজেয়; পরাজয় বা অভিভব অসাধ্য এমন। [সং. ন+অভিভবনীয়]। 14)
অনু-শোচন, অনু-শোচনা
(p. 31) anu-śōcana, anu-śōcanā বি. কৃতকর্মের জন্য খেদ, গত বিষয় বা ঘটনার জন্য খেদ, অনুতাপ (পরাজয়ের জন্য অনুশোচনা)। [সং. অনু + √ শুচ্ + অন, + আ]। অনু-শোচিত বিণ. অনুতপ্ত; অনুশোচনার বিষয়ীভূত। 23)
অপরাজেয়
(p. 34) aparājēẏa বিণ. হারানো বা পরাজিত করা যায় না এমন, অদম্য, অজেয় (অপরাজেয় কথাশিল্পী, অপরাজেয় খেলোয়াড়)। [সং. ন + পরাজেয়]। 126)
অভি-ক্ষেপ
(p. 50) abhi-kṣēpa বি. 1 সামনের দিকে ক্ষেপণ বা ছোড়া; 2 পরাজয়; 3 অপমান। [সং. অভি + √ ক্ষিপ্ + অ]। 71)
অভি-ভব, অভি-ভাব, অভি-ভূতি
(p. 50) abhi-bhaba, abhi-bhāba, abhi-bhūti বি. 1 পরাজয় (ধর্মের কাছে অধর্মের অভিভব); 2 অপমান; 3 ভাবাবেশ, ব্যাকুলতা; বিহ্বলতা (স্নায়বিক অভিভূতি)। [সং. অভি + √ ভূ + অ, তি]। 104)
অভি-ষঙ্গ
(p. 50) abhi-ṣaṅga বি. 1 তীব্র আসক্তি বা অনুরাগ; 2 আলিঙ্গন; 3 পরাজয়। [সং. অভি + √ সন্জ্ + অ]। 131)
ক্ষয়
(p. 217) kṣaẏa বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ̃ কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ̃ ক্ষতি বি. লোকসানাদি। ̃ প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ̃ শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ̃ তা। ক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর। 23)
টাই-ব্রেকার
(p. 343) ṭāi-brēkāra বি. ফুটবল হকি প্রভৃতি খেলায় জয়পরাজয়ের নিষ্পত্তির জন্য পেনালটির স্হান থেকে উভয় পক্ষের পরপর গোল করা। [ইং. tie-breaker]। 2)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দাঁত
(p. 402) dān̐ta বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেল। গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। 36)
দুষ্পরাজেয়
(p. 416) duṣparājēẏa বিণ. সহজে পরাজিত করা যায় না এমন, যাকে পরাজিত করা দুঃসাধ্য। [সং. দুর্ + পরাজেয়]। 43)
দুষ্প্রধর্ষ
(p. 416) duṣpradharṣa বিণ. 1 প্রবল পরাক্রান্ত, দুর্ধর্ষ; 2 অপরাজেয়। [সং. দুর্ + প্র + √ ধৃষ্ + অ]। 45)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নিকার
(p. 459) nikāra বি. 1 অপমান, অবমাননা, লাঞ্ছনা; 2 তিরস্কার; 3 পরাজয়; 4 ধান ঝাড়াই। [সং. নি + √ কৃ + অ]। 8)
পরা-ভব
(p. 496) parā-bhaba বি. পরাজয়, হার (শিষ্যের কাছে গুরুর পরাভব)। [সং. পরা2 + √ ভূ + অ]। পরা-ভূত বিণ. পরাজিত। স্ত্রী. পরা-ভূতা। 3)
পরা2
(p. 495) parā2 উপ. আতিশষ্য বৈপরীত্য ইত্যাদি সূচক (পরক্রম, পরাজয়) [সং. পৃ + আ]। 8)
পরি-ভব1
(p. 499) pari-bhaba1 বি. পরাভব, পরাজয়, হার। [সং. পরি +√ ভূ + অ]। 38)
প্রসহন
(p. 552) prasahana বি. 1 সহিষ্ণুতা; 2 ক্ষমা; 3 পরাজয়। [সং. প্র + √ সহ্ + অন]। 5)
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
মনো-বল
(p. 676) manō-bala বি. মনের জোর, মানসিক শক্তি (পরাজয়ের পরও তার মনোবল অটুট ছিল)। [সং. মনস্ + বল]। 145)
মাত2
(p. 692) māta2 বি. বিপক্ষের পরাজয়, জিত (বাজি মাত করা)। বিণ. পরাজিত (তুমি মাত হয়েছ)। [আ. মাত্]। 95)
হঠ
(p. 858) haṭha বি. 1 বলপ্রয়োগ; 2 পশ্চাদপসরণ; 3 পরাজয়; 4 অবিবেচনা। [সং. √ হঠ্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. অবিমৃশ্যকারী; গোঁয়ার; অবিবেচক। বি. ̃ কারিতা। 21)
হার2
(p. 867) hāra2 বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us