Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিচিত)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখ্যাত
(p. 6) akhyāta বিণ. 1 অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য ('এসো কবি অখ্যাত জনের': রবীন্দ্র); 2 (বিরল) নিন্দিত। [সং. ন+খ্যাত]। ̃ নামা (-নামন্) বিণ. যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন। অখ্যাতি বি. অপযশ, নিন্দা। অখ্যাতি-কারক, অখ্যাতি-কর বিণ. নিন্দাজনক, অপযশকারক। 7)
অচেনা, অচিন
(p. 8) acēnā, acina বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু ('অচেনাকে ভয় কী আমার ওরে': রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা চিন]। 74)
অজানা, অজানিত
(p. 8) ajānā, ajānita বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। বি. 1 অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু ('কত অজানারে জানাইলে তুমি': রবীন্দ্র); 2 অজ্ঞাত স্হান ('মন যেতে চায় কোন অজানায়': রবীন্দ্র; 'ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে': রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]। 112)
অজ্ঞাত
(p. 8) ajñāta বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। 131)
অপরি-জ্ঞাত
(p. 34) apari-jñāta বিণ. 1 ভালোভাবে জানা নেই এমন, অজ্ঞাত; অবিদিত; 2 অপরিচিত। [সং. ন + পরিজ্ঞাত]। 138)
অমরু-শতক
(p. 57) amaru-śataka বি. অমরু নামে পরিচিত জনৈক কবির রচিত একশত শ্লোকে সম্পূর্ণ সংস্কৃত কাব্য। [সং. অমরু + শতক]। 4)
আখ্যা
(p. 82) ākhyā বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ ন বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। 33)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
আড়ষ্ট
(p. 85) āḍ়ṣṭa বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা। 90)
আনকা, আনকো, আনখা
(p. 89) ānakā, ānakō, ānakhā বিণ. 1 নতুন, অভিনব; 2 অদ্ভুত; 3 অপরিচিত, অজ্ঞান। [তু. হি. অনোখা]। 122)
আনোখা
(p. 95) ānōkhā বিণ. 1 অচেনা, অপরিচিত (আনোখা লোকের সঙ্গে যাব না); 2 বেঠিক। [হি. অনোখা]। 18)
আপাঙ, আপাং, আপাঙ্গ
(p. 95) āpāṅa, āpā, ṃāpāṅga বি. শিষ-আকন্দ নামে পরিচিত গাছ। [সং. অপাঙ্গক]। 57)
আলাপ
(p. 106) ālāpa বি. 1 কথাবার্তা; 2 সম্ভাষণ; 3 মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; 4 (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। ̃ চারী বি. 1 সুরের আলাপ, সুর ভাঁজা; 2 কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। ̃ ন বি. কথোপকথন, কথাবার্তা। ̃ পরিচয়, ̃ সালাপ বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত বিণ. 1 আলাপ করা হয়েছে এমন; 2 (বাং.) পরিচিত। আলাপী (-পিন্) বিণ. 1 আলাপপ্রিয়; 2 (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী। 24)
আলু1
(p. 106) ālu1 বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)। [দেশি]। ̃ কাবলি বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার। 42)
ইঁদুর
(p. 113) in̐dura বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। [সং. ইন্দুর]। 15)
ইকমিক কুকার
(p. 113) ikamika kukāra বি. ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। [Icmic I. Mullick]। 17)
ইসবগুল
(p. 116) isabagula বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]। 35)
উচ্চৈঃশ্রবা
(p. 119) uccaiḥśrabā বি. (পুরাণে) সমুদ্রমন্হনে উত্থিত যে অশ্ব ইন্দ্রের বাহনরূপে পরিচিত। [সং. উচ্চৈঃ + শ্রবস্]। 46)
উটকো
(p. 119) uṭakō বিণ. 1 অপরিচিত (একটা উটকো লোকের সঙ্গে চলে গেল?); 2 বিশ্বাসের অযোগ্য (উটকো খবর); 3 অল্পকালস্হায়ী (উটকো ভাড়াটে); 4 বাজে; 5 অতি চঞ্চলচিত্ত; 6 যে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে কেবলই পালাতে চায় এমন। [দেশি]। 76)
কালা-পাহাড়
(p. 186) kālā-pāhāḍ় বি. 1 মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; 2 (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; 3 প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা2 + পাহাড়]। কালা-পাহাড়ি বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ। 50)
কোয়াশিয়া
(p. 210) kōẏāśiẏā বি. দক্ষিণ আমেরিকার সুপরিচিত গাছবিশেষ; ভেষজরূপে ব্যবহৃত এই গাছের অত্যন্ত তিক্ত স্বাদের ছাল। [ইং. quassia Quassi (এই গাছের ছালের ভেষজগুণের আবিষ্কর্তার নাম)]। 33)
খ্যাত
(p. 235) khyāta বিণ. 1 বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); 2 উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। ̃ নামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. 1 প্রসিদ্ধি, যশ; 2 আখ্যা; 3 প্রচার। 16)
গাজি
(p. 246) gāji বি. মুসলিম ধর্মযোদ্ধা; সুপরিচিত ধর্মযোদ্ধা ও পিরবিশেষ। [আ. গাজী]। গাজির গান মুসলমানদের ধর্মসংগীতবিশেষ। গাজির পট গাজিসম্বন্ধীয় ছবি যা দেখিয়ে ফকিরেরা গান করে বেড়ায়। 27)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চিংড়ি
(p. 281) ciṇḍ়i বি. (বৈজ্ঞানিকমতে মাছ না হলেও সাধারণভাবে মাছ হিসাবে পরিগণিত) দশটি পা-যুক্ত সুপরিচিত ভোজ্য জলচর প্রাণিবিশেষ। [সং. চিঙ্গট]। কুচো চিংড়ি, ঘুষো চিংড়ি বি. অতি ক্ষুদ্র চিংড়িবিশেষ। গলদা চিংড়ি বি. একজোড়া লম্বা পা ও দাঁড়াওয়ালা বড় চিংড়িবিশেষ। বাগদা চিংড়ি বি. গায়ে (বাঘের মতো) দাগবিশিষ্ট চিংড়িবিশেষ। 190)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us