Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিষ্কৃত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরিষ্কার
(p. 39) apariṣkāra বিণ. মলিন, নোংরা, অপরিচ্ছন্ন (অপরিষ্কার ঘর)। বি. পরিচ্ছন্নতার অভাব, মালিন্য। [সং. ন + পরিষ্কার]। অপরিষ্কৃত বিণ. পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত। 3)
আচালা
(p. 85) ācālā বিণ. চালুনি দিয়ে বা অন্য কোনোভাবে চালা হয়নি এমন; অপরিষ্কৃত। [বাং. আ + চালা]। 11)
আধোয়া
(p. 89) ādhōẏā বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা। [বাং. আ + ধোয়া]। 115)
কাঁড়া
(p. 174) kān̐ḍ়ā ক্রি. বি. ছাঁটা, তুষহীন করা; পরিষ্কার করা (ধান কাঁড়া)। বিণ. ছাঁটা হয়েছে এমন, পরিষ্কৃত (কাঁড়া ধান. কাঁড়া চাল)। [সং. √ কণ্ড্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের দ্বারা) ছাঁটানো। বি. তুষহীন করা বা পরিষ্কার করা। বিণ. তুষহীন করা হয়েছে এমন, পরিষ্কৃত। 71)
খোলসা
(p. 235) khōlasā বিণ. 1 পরিষ্কৃত, মুক্ত (আকাশ খোলসা হয়েছে); 2 খোলা, অকপট (খোলসা করে বলো); 3 খালি, উজাড় (মনের কথা খোলসা করো)। [আ. খুলাসা]। 4)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ধোপ
(p. 441) dhōpa বি. কাচা, কাচানো, ধোলাই (এক ধোপেই কাপড়টা ছিঁড়ে গেল, ধোপ ভেঙে কাপড় পরা)। বিণ. পরিষ্কৃত, ধোলাই করা হয়েছে এমন (ধোপ কাপড়)। [তু. হি. ধোব সং. ধাবন]। ̃ দুরস্ত, ̃ দস্ত বিণ. 1 ধোলাই-করা; 2 পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত থাকা); 3 ফিটফাট। ধোপে টেকা ক্রি. (আল.) শেষ পর্যন্ত নানা ঘাতপ্রতিঘাত সহ্য করে টিকে যাওয়া বা স্হায়ী হওয়া; গ্রহণীয় বা যুক্তিসহ হওয়া (তোমার এ বক্তব্য ধোপে টিকবে না)। 6)
ধৌত
(p. 441) dhauta বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]। 14)
পরি-মার্জনা
(p. 499) pari-mārjanā বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরি-মার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন। 54)
পরি-শুদ্ধ
(p. 499) pari-śuddha বিণ. বিশেষভাবে পরিষ্কৃত শোধিত বা পবিত্রীকৃত। [সং. পরি + শুদ্ধ]। বি. ̃ তা, পরি-শুদ্ধি। 68)
পরি-শোধন
(p. 499) pari-śōdhana বি. 1 সম্যক শোধন বা পরিষ্করণ; 2 ভালভাবে ধোয়া-মোছা করা। [সং. পরি + শোধন]। পরি-শোধ্য বিণ. পুরোপুরি শোধ করা হয়েছে এমন; ভালোভাবে শোধিত বা পরিষ্কৃত। 72)
পরিষ্কার
(p. 499) pariṣkāra বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 1 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত। 79)
ফরসা, ফর্সা
(p. 560) pharasā, pharsā বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]। 46)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
বেদি, বেদিকা
(p. 633) bēdi, bēdikā বি. 1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি); 2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে); 3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform. [সং. √ বিদ্ + ই, ক + আ]। 196)
মঞ্জন
(p. 676) mañjana বি. 1 মার্জন, মেজে পরিষ্কৃত করা (দন্তমঞ্জন); 2 মাজন, মেজে পরিষ্কার করার উপকরণ। [সং √ মঞ্জ্ + অন]। 24)
মাজা2
(p. 692) mājā2 ক্রি. বি. মার্জিত করা, উজ্জ্বল করা, ঘসে পরিষ্কার করা (বাসন মাজা, দাঁত মাজা)। বিণ উক্ত অর্থে। [সং. √ মার্জ্ + বাং. আ]। ঘসা বি. ভালভাবে পরিষ্কার বা পরিপাটি করা। বিণ পরিষ্কৃত ও পরিমার্জিত। ̃ .নো ক্রি. বি. ঘসে পরিষ্কার করানো। 68)
মার্জিত
(p. 700) mārjita বিণ. 1 মার্জনা করা হয়েছে এমন, প্রক্ষালিত, পরিষ্কৃত; 2 দোষমুক্ত; 3 অনুশীলনের দ্বারা উত্কর্ষপ্রাপ্ত; 4 সভ্য (মার্জিত রুচি, মার্জিত ভাষা)। [সং. √মার্জি (√মৃজ্ + ণিচ্) + ত] স্ত্রী. মার্জিতা। ̃. বুদ্ধি বিণ. সুশিক্ষার ফলে বুদ্ধি উত্কর্ষপ্রাপ্ত হয়েছে এমন। ̃. রুচি বিণ. সুরুচিসম্পন্ন। 46)
মুক্ত
(p. 708) mukta বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, 'মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 1 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। ̃ .কচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। ̃ .কণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। ̃ .কেশ বি. খোলা চুল। বিণ. চুল খুলে গেছে এমন। ̃ .কেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্হায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা। ̃ .কেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। বি কালিকাদেবী। মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse. ̃ .পুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে। ̃ .বেণি, ̃ .বেণী বি. খোলা চুল ('মুক্তবেণী পিঠের পরে লোটে': রবীন্দ্র)। বিণ. বিনুনি বাঁধেনি এমন। ̃ .সঙ্গ বিণ. বিষয়বাসনা-রহিত, আসক্তিহীন। ̃ .হস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন। 3)
লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
শক্কর
(p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]। 17)
সংস্কৃত
(p. 796) saṃskṛta বিণ. 1 সংস্কার করা অর্থাত্ শোধন বা পরিমার্জনা করা হয়েছে এমন; 2 সজ্জিত, মণ্ডিত; 3 সংশোধিত; 4 পরিষ্কৃত। বি. ভারতের প্রাচীন আর্যভাষা। [সং. সম্ + √ কৃ + ত]। ̃ জ্ঞ বিণ. সংস্কৃত ভাষা ও শাস্ত্রাদিতে পণ্ডিত; সংস্কৃত ভাষা জানেন এমন। 29)
সম্মার্জন
(p. 816) sammārjana বি. পরিষ্করণ, সংশোধন। [সং. সম্ + মার্জন]। সম্মার্জক বিণ. পরিষ্কারক। বি. ঝাঁটা। সম্মার্জনী বি. 1 পরিষ্করণ; 2 ঝাঁটা। সম্মার্জিত বিণ. পরিষ্কৃত। 18)
সাফ
(p. 827) sāpha বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। ̃ সুতরো, ̃ শুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা-সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো। 25)
স্হণ্ডিল
(p. 846) shaṇḍila বি. 1 যজ্ঞের জন্য পরিষ্কৃত সমতল স্হান; 2 বালি দিয়ে তৈরি হোমের মণ্ডলবিশেষ; 3 সমান স্হান। [সং. √ স্হা + ইল (নি.)]। ̃ শায়ী বিণ. যজ্ঞ স্হলের মাটির উপরে অথবা ভূমিশয্যায় শয়নকারী। 101)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614760
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839873
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098935
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719481
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us