Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পর্বতময় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অভি-সার
(p. 50) abhi-sāra বি. (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্হানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আল.) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন অভিযান (রাতের অন্ধকারে অভিসারে বেরল)। [সং. অভি + √ সৃ + অ]। ̃ ক, অভি-সারী (-রিন্) বিণ. বি. যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভি-সারিকা, অভি-সারিণী। 138)
অস্ত
(p. 73) asta বি. 1 কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; 2 (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; 3 শেষ, অবসান। [সং. √ অস্ + ত]। ̃ গত বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব। ̃ গমন বি. অস্তে যাওয়া। ̃ গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ গিরি, অস্তাচল বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ। ̃ অস্তাচল-গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মন বি. অস্ত যাওয়া। ̃ মান (অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মিত বিণ. অস্তে গেছে এমন। অস্তায়-মান বিণ. অস্তে যাচ্ছে এমন। 5)
আগ্নেয়
(p. 82) āgnēẏa বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র। 69)
উত্তুঙ্গ
(p. 125) uttuṅga বিণ. অতি উঁচু (উত্তুঙ্গ পর্বতচূড়া)। [সং. উত্ + তুঙ্গ]। 26)
ঋক্ষ
(p. 141) ṛkṣa বি. 1 ভল্লুক; 2 নক্ষত্র; 3 প্রাচীনকালের পর্বতবিশেষ। [সং. √ ঋষ্ + স]। বি. ̃ মণ্ডল বি. সপ্তর্ষিমণ্ডল, the Great Bear. বি. ̃ রাজ বি. 1 ভল্লুকরাজ জাম্ববান; 2 চন্দ্র। 7)
ঋষভ
(p. 141) ṛṣabha বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]। 17)
কামাখ্যা
(p. 181) kāmākhyā বি. (স্ত্রী.) 1 হিন্দুদের তীর্থরূপে পরিগণিত বাহান্ন মহাপীঠের অন্যতম, আসামে গুয়াহাটির নিকটস্হ পর্বতবিশেষ (এখানে সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়); 2 কামাখ্যা তীর্থের অধিষ্ঠাত্রী দেবী। [সং. কাম3 + আখ্যা]। 99)
কুট1
(p. 194) kuṭa1 বি. 1 দুর্গ, গড়; 2 পর্বত; 3 পর্বতশৃঙ্গ; 4 গাছ। [সং. √ কুট্ + অ]। ̃ জ বি. 1 গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; 2 দ্রোণাচার্য; 3 অগস্ত্য। 35)
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
খদ, খড
(p. 221) khada, khaḍa বি. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্হ গভীর নিম্নভূমি; 2 ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]। 66)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
গিরি2
(p. 246) giri2 বি. 1 পর্বত, পাহাড়; 2 দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। ̃ কন্দর, ̃ গহ্বর, ̃ গুহা বি. পর্বতের গুহা। ̃ কুমারী, ̃ জা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। ̃ জায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। ̃ তল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। ̃ দরী বি. পর্বতগুহা। ̃ দুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। ̃ নন্দিনী - গিরিকুমারী -র অনুরূপ। ̃ পথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। ̃ বর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। ̃ বর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। ̃ মল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। ̃ মাটি বি. গৈরিক বা গেরি মাটি। ̃ রাজ বি. হিমালয়। ̃ রানি বি. গিরিজায়া -র অনুরূপ। ̃ শ়ৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর। ̃ সংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। 119)
গুফা
(p. 253) guphā বি. পর্বতগুহা। [সং. গুহা]। 7)
গৈরিক
(p. 256) gairika বি. 1 গিরিমাটি; 2 স্বর্ণ; 3 গেরুয়া রং ('অলকসিঞ্চিত গৈরিকে স্বর্ণে': স. দ.); 4 গেরুয়া বসন (গৈরিকধারী). বিণ. 1 গেরুয়া (গৈরিক বসন); 2 গিরিমাটির বর্ণবিশিষ্ট; 3 পর্বতসম্ভূত (গৈরিক নিঃস্রাব)। [সং. গিরি + ইক]। 42)
চিত্র-কূট
(p. 288) citra-kūṭa বি. 1 রামায়ণোক্ত পর্বতবিশেষ; 2 বুন্দেলখণ্ডের পাহাড়বিশেষ, রামগিরি। [সং. চিত্র + কূট]। 47)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
জুম, জুমিয়া
(p. 327) juma, jumiẏā বিণ. বি. আসাম রাজ্যের পর্বতময় অঞ্চলে পাহাড়ের গায়ে যে চাষ হয়। 42)
ঝাঁপান
(p. 336) jhām̐pāna বি. 1 মনসা পূজায় সাপ খেলার উত্সববিশেষ; 2 পর্বতারোহণের ডুলিবিশেষ। [হি. ঝঁপান]। 20)
দর্দুর
(p. 400) dardura বি. 1 ভেক, ব্যাং; 2 মেঘ; 3 দাক্ষিণাত্যের পর্বতবিশেষ। [সং. √ দৃ + উর]। 4)
নগ
(p. 444) naga বি. 1 পক্বত (নগরাজ, নগাধিপ); 2 (বিরল) গাছ। [সং. ন + √ গম্ + অ]। ̃ জ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি। ̃ নদী বি. পাহাড়ি নদী ('বইছে নগনদী': রবীন্দ্র)। ̃ নন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা। ̃ পতি, ̃ রাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়। 8)
নাগা
(p. 452) nāgā বি. 1 উলঙ্গ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ, নাঙ্গা; 2 অসমের পর্বতবিশেষ; 3 উক্ত পর্বতবাসী প্রাচীন জাতিবিশেষ। [ সং. নগ্ন]। 29)
নীলাচল, নীলাদ্রি
(p. 475) nīlācala, nīlādri বি. 1 নীল বর্ণের পর্বত; 2 ওড়িশার নীলগিরি পর্বতমালা; 3 জগন্নাথক্ষেত্র। [সং. নীল + অচল, অদ্রি]। 97)
পরি-চয়
(p. 497) pari-caẏa বি. 1 আলাপ, জানাশোনা (তার সঙ্গে আমার পরিচয় আছে); 2 নামধাম বংশ প্রভৃতির বিবরণ (লোকটির পরিচয় জানি না); 3 অভিজ্ঞতা (পর্বতারোহণের কষ্ট সম্বন্ধে আমার যথেষ্ট পরিচয় আছে); 4 চিহ্ন অভিজ্ঞান, নিদর্শন (ভদ্রতার পরিচয়); 5 প্রণয়, ভালোবাসা ('নবপরিচয় কালিয়া বঁধুর সনে': চণ্ডী)। [সং. পরি + √ চি + অ]। ̃ পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534678
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140192
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942528
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838428
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us