Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পার্শ্বিক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
আবেষ্টন
(p. 99) ābēṣṭana বি. 1 সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); 2 বেড়া; 3 পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী বি. (স্ত্রী.) 1 বেষ্টনী, বেড়া; 2 পরিধি; 3 পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন। 32)
কাঁধার, কাঁধা
(p. 174) kān̐dhāra, kān̐dhā বি. পার্শ্বদেশ, কিনারা; ধার (থালা বা বাটির কাঁধা)। [ সং. কন্ধরা (=গ্রীবা)]।
কোঁক
(p. 207) kōn̐ka বি. 1 উদর; 2 উদরের পার্শ্বদেশ; 3 গর্ভ।[সং. কুক্ষি]। 57)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
জিউ
(p. 324) jiu বি. দেব, ঠাকুর (পার্শ্বনাথ জিউ)। [হি. জীউ সং. জীব]। 28)
ঝিঁক, ঝিক
(p. 336) jhin̐ka, jhika বি. হাঁড়ি, কড়াই প্রভৃতি দৃঢ়ভাবে বসাবার জন্য উনুনের পার্শ্বস্হ চূড়া। [মরা. √ ঝিংক = ধরা, ধরে রাখা]। 51)
তরফ2, তড়প
(p. 367) tarapha2, taḍ়pa বি. 1 কম্পন, vibration; 2 অনুরণন, অনুবাদ, resonance (তরফের তার)। তরফের তার এসরাজ সেতার প্রভৃতির পার্শ্বস্হ যে-তারে কম্পন ও অনুরণন হয়। [হি. তড়প]। 106)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
নিতম্ব
(p. 461) nitamba বি. 1 (প্রধানত স্ত্রীলোকের) পাছা; 2 (পর্বতের) পার্শ্বদেশ (গিরিনিতম্ব)। [সং. নি + √ তন্ব্ + অ]। নিতম্বিনী বিণ. (স্ত্রী.) সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা। বি. 1 সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা স্ত্রীলোক; 2 নারী, স্ত্রীলোক। 8)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পট2
(p. 486) paṭa2 বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas ('তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা': রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]। ̃ বাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ। ̃ ভূমি, ̃ ভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ। ̃ মণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু। 3)
পরি-গম
(p. 497) pari-gama বি. পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ, প্রতিবেশ, environment (বি. প.)। [সং. পরি + √ গম্ + অ]। 6)
পরি-পার্শ্ব
(p. 498) pari-pārśba বি. চারদিক; চারদিকের অবস্হা। [সং. পরি + পার্শ্ব]। বিণ. পারি-পার্শ্বিক। 31)
পরি-প্রেক্ষিত
(p. 499) pari-prēkṣita বি. 1 দৃশ্যমান বস্তুর বা বস্তুসমূহের দূরত্ব, আপেক্ষিক আকৃতি, ঘনত্ব, সংস্হান ইত্যাদি যেমন দেখা যায় কিংবা চিত্রে তার প্রতিফলন, perspective; 2 পটভূমি, পারিপার্শ্বিক অবস্হা, অনুষঙ্গ (বিষয়টি বিচার করতে হবে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে)। [সং. পরি + প্র + √ ঈক্ষ্ + ত]। 9)
পরি-বেশ, পরি-বেষ
(p. 499) pari-bēśa, pari-bēṣa বি. 1 পরিধি; 2 পরিবেষ্টন; মণ্ডল; 3 চারপাশের অবস্হা (শান্তির পরিবেশ); 4 পারিপার্শ্বিক আবহাওয়া (পরিবেশ দূষণ)। [সং. পরি + √ বিশ্ (=উপভোগ), ̃বিষ্ (=ব্যাপ্তি) + অ]। 30)
পরি-স্হিতি
(p. 499) pari-shiti বি. অবস্হা, পারিপার্শ্বিক অবস্হা (বাড়ির পরিস্হিতি কেমন? বন্যা পরিস্হিতি, পরিস্হিতির মোকাবিলা)। [সং. পরি + স্হিতি]। 87)
পারি-পার্শ্বিক
(p. 513) pāri-pārśbika বিণ. চারদিকস্হ, পার্শ্ববর্তী (পারিপার্শ্বিক অবস্হা)। বি. 1 পারিষদ; 2 (অল.) সূত্রধরের সহচর নট। [সং. পরিপার্শ্ব + ইক]। 125)
পারিষদ
(p. 513) pāriṣada বি. 1 সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; 2 পার্শ্বচর, মোসাহেব। বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]। 130)
পার্শ্ব
(p. 513) pārśba বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)। [সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]। ̃ চর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর। স্ত্রী. ̃ চরী। ̃ চরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র। ̃ দেশ বি. পাশ, ধার, প্রান্ত। ̃ পরি-বর্তন বি. পাশ ফেরা। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. পাশে অবস্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। 148)
পার্শ্বাস্হি
(p. 513) pārśbāshi বি. পাঁজর। [সং. পার্শ্ব + অস্হি]। 149)
পাশা-পাশি
(p. 518) pāśā-pāśi বিণ. কাছাকাছি, পরস্পরের কাছে অবস্হিত (পাশাপাশি বাড়ি)। ক্রি-বিণ. পরস্পরের পার্শ্ববর্তী হয়ে (পাশাপাশি বসা)। [বাং. পাশ4 + পাশ4 + ই]। 28)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
ব্যক্তি
(p. 648) byakti বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.) [.সং বি. + ̃ অন্জ্ + তি]। ̃ ক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic. ̃ .গত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)। ̃ .তন্ত্র ̃ .বাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়োএই মতবাদ বা নীতি। ̃ তা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)। ̃ ত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality ̃ ত্ব-ব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক। ̃ ত্ব-শালী, ̃ ত্ব-সম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন। ̃ .পূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship. রূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ। ̃ .সত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব। ̃ .স্বাতন্ত্র্য বি 1 অন্য লোকের সঙ্গে পার্থক্যসূচক ব্যক্তিগত বৈশিষ্ট্য; 2 (বিরল) ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের অধিকার। ̃ .স্বাধীনতা বি. ব্যক্তির স্বাধীন মতপ্রকাশ ও আচরণের অধিকার। 4)
বয়স্য
(p. 580) baẏasya বি. 1 সমবয়সি বন্ধু, সখা; 2 মনোরঞ্জনকারী পার্শ্বচর। [সং. বয়স্ + য]। স্ত্রী. বয়স্যা। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140459
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730671
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us