Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পৃথ্বী': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

দ্বন্দ্ব
(p. 426) dbandba বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দভালোর দ্বন্দ্ব, 'হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব': রবীন্দ্র); 2 যুদ্ধ বা শত্রুতা; 3 দ্বিধা বা সংশয় (মনের দ্বন্দ্ব ঘুচানো); 4 (ব্যাক.) সমান প্রাধান্যপূর্ণ উভয় পদের সমাসবিশেষ যথা পাপপুণ্য, শীত-গ্রীষ্ম; 5 যুগল, মিথুন। [সং. দ্বি + দ্বি (নি.)]। ̃ জ বিণ. কলহ থেকে উত্পন্ন বা সৃষ্ট। ̃ যুদ্ধ বি. দুইজনের মধ্যে লড়াই। দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্) বিণ. দ্বন্দ্বকারী। 9)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
পৃথিবী
(p. 530) pṛthibī বি. 1 সূর্যকে প্রদক্ষিণকারী নবগ্রহের অন্যতম গ্রহবিশেষ; 2 ভূমণ্ডল; ভূ, ধরা, ধরণী, জগত্, পৃথ্বী। [সং. √ প্রথ্ + ইব + ঈ]। ̃ পতি বি. ভূপতি, রাজা, সম্রাট। ̃ ব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)। ̃ শ বি. রাজা, সম্রাট। 12)
পৃথ্বী
(p. 530) pṛthbī বি. পৃথিবী। [সং. পৃথু + ঈ]। ̃ ধর বি. পর্বত। ̃ নাথ বি. রাজা, সম্রাট। ̃ শ বি. রাজা, সম্রাট।
মুড়া1, মোড়া
(p. 710) muḍ়ā1, mōḍ়ā বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ̃ নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
সমুদ্র
(p. 814) samudra বি. পৃথিবীর অধিকাংশ স্হান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর। [সং. সম্ + √ উন্দ্ + র]। ̃ গর্ভ বি. সমুদ্রের তলদেশ। ̃ তট, ̃ তীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ। ̃ পথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র। ̃ মন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন। ̃ মেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। বি. পৃথিবী। ̃ যাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া। ̃ যান বি. অর্ণবপোত, জাহাজ। ̃ হৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট। সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া। 26)
হিংসা
(p. 869) hiṃsā বি. 1 বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা; 2 হত্যা করার প্রবৃত্তি ('হিংসায় উন্মত্ত পৃথ্বী': রবীন্দ্র); 3 অপকার, ক্ষতি; 4 (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা। [সং. √ হিন্স্ + অ + আ]। ̃ লু বিণ. হিংসা করে এমন, হিংসাশীল; 2 ঘাতক; 3 অপকারক। ̃ ত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)। ̃ শ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)। হিংসিত বিণ. 1 হিংসার বিষয়ীভূত; 2 হত, বিনাশিত। হিংস্য বিণ. 1 হিংসাযোগ্য; 2 বধ্য। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534897
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140441
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730664
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942853
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us