Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পৌরুষ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপৌরুষ
(p. 40) apauruṣa বি. 1 পুরুষকারের বা বীরত্বের অভাব; পুরুষের অযোগ্য আচরণ; 2 অগৌরব; 3 নিন্দা। [সং. ন + পৌরুষ]। অপৌরুষের বিণ. 1 কোনো পুরুষের বা মানুষের কৃত নয় এমন; অলৌকিক (বেদ অপৌরুষেয়); 2 পৌরুষব্যঞ্জক বা বীরত্বব্যঞ্জক নয় এমন; কাপুরুষোচিত। 49)
ক্লীব
(p. 215) klība বি. 1 পৌরুষহীন ব্যক্তি; ব্যক্তিত্বহীন পুরুষ; 2 নপুংসক। বিণ. ভীরু, কাপুরুষ; অক্ষম। [সং. √ ক্লীব্ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.
ক্লৈব্য
(p. 217) klaibya বি. 1 ক্লীবত্ব, অক্ষমতা; 2 কাপুরুষতা; পৌরুষের অভাব ; 3 কাতরতা। [সং. ক্লীব + য]। 4)
তেজ, (বর্জি.) তেজঃ
(p. 375) tēja, (barji.) tējḥ (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]। 268)
নির্বীর্য
(p. 468) nirbīrya বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. ̃ তা। 114)
নৈর্ব্যক্তিক
(p. 480) nairbyaktika বিণ. 1 ব্যক্তিসম্পর্কিত নয় এমন, ব্যক্তিনিরপেক্ষ; 2 অপৌরুষেয় ('নৈর্ব্যাক্তি হাহাকার': সু. দ.)। [সং. নির্ + ব্যক্তি + ইক]। 38)
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
পৌরুষ
(p. 534) pauruṣa বি. 1 পুরুষোচিত ভাব বা আচরণ; 2 পুরুষকার; 3 তেজ, বীর্য, পরাক্রম; 4 পুরুষত্ব। [সং. পুরুষ + অ]। 62)
পৌরুষেয়
(p. 534) pauruṣēẏa বিণ. 1 পুরুষসম্বন্ধীয়; 2 মানবিক; 3 মনুষ্যকৃত (বেদ অপৌরুষেয়)। [সং. পুরুষ + এয়]। 63)
বাহাদুর
(p. 605) bāhādura বিণ. 1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন; 2 কর্মকুশল; 3 বীর। বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)। [ফা. বহাদুর]। বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)। 39)
বেদ
(p. 633) bēda বি. 1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে; 2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য ('শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ': কৃত্তি.)। [সং. √ বিদ্ + অ]। ̃ জ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)। ̃ বাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য। ̃ বিত্ বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন। ̃ বিহিত বিণ. বেদের মতে উচিত এমন। ̃ ব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র। ̃ মন্ত্র বি. বেদের মন্ত্র। ̃ মাতা (-তৃ) বি. গায়ত্রী। 180)
মুরদ
(p. 712) murada বি. ক্ষমতা, শক্তি, পৌরুষ্য (দেখব তোমার মুরদ কত) [আ. মুরাদ]। 18)
ম্যাদা
(p. 721) myādā বিণ. 1 মাদির মতো; 2 নিস্তেজ; 3 অকর্মণ্য। [ফা. মাদহ্]। ̃ মারা বিণ. নির্জীব, নিস্তেজ; পৌরুষহীন। ম্যাদা মেরে যাওয়া ক্রি. বি. নির্জীব হওয়া; উত্সাহউদ্দীপনা না থাকা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us