Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রচলন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অপ্রচলন
(p. 40) apracalana বিণ. প্রচলনের অভাব; চলিত না থাকা; অব্যবহার। [সং. ন + প্রচলন]। অপ্রচলিত বিণ. চলিত নয় এমন; অব্যবহৃত। 57)
অপ্রয়োগ
(p. 42) apraẏōga বি. প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। [সং. ন + প্রয়োগ]। 25)
চল
(p. 279) cala বিণ. চঞ্চল; অস্হির (চলচিত্ত)। বি. প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চল নেই)। [সং. √চল্ + অ]। ̃ চিত্ত বিণ. চিত্তের স্হিরতা নেই এমন, অস্হিরমতি। চলা বি. (স্ত্রী.) লক্ষ্মী। 47)
চলন2
(p. 281) calana2 বি. 1 প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চলন নেই); 2 আচরণ (চালচলন); 3 রীতি, ধারা (সাবেকি চলন)। [বাং. √চল্ + অন]। ̃ সই বিণ. কাজ চালানো গোছের, কোনোমতে কাজ চলতে পারে এমন; মাঝামাঝি রকমের। 5)
জারি2
(p. 322) jāri2 বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]। 66)
প্রচল
(p. 538) pracala বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। ̃ ন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)। 15)
প্রচার
(p. 538) pracāra বি. 1 প্রচলন; 2 সকলের অবগতির জন্য সবিশেষ বিজ্ঞপ্তি (ধর্মপ্রচার, সংবাদপ্রচার); 3 রটনা (কথাটাকে প্রচার করে বেড়িয়ো না); 4 প্রকাশ। [সং. প্র + √ চর্ + অ]। ̃ ক বিণ. প্রচারকারী। ̃ ণ, ̃ ণা বি. প্রচারের কাজ; প্রচার। প্রচারিত বিণ. প্রচার করা হয়েছে এমন। ̃ পত্র বি. ইস্তাহার বা ঘোষণাপত্র। ̃ মাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। ̃ যন্ত্র বি. প্রচারমাধ্যম -এর অনুরূপ। 16)
প্রবর্তন
(p. 546) prabartana বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। 57)
রেওয়াজ
(p. 748) rēōẏāja বি. রীতি, 1 প্রথা (এটাই এখানকার রেওয়াজ); 2 প্রচলন; 3 অনুশীলন, চর্চা, অভ্যাস (সংগীতের রেওয়াজ, ভোরবেলা উঠে রেওয়াজ করে)। [আ. রেওয়াজ, ফা. রিওআজ্। রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)। 16)
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534887
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140426
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942839
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696652
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us