Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রণত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

দেউড়ি
(p. 418) dēuḍ়i বি. সদর প্রবেশপথ, তোরণ, ফটক (দেউড়িতে পাহারাওয়ালা বসে আছে)। [সং. দেহলী]। 15)
>কুম্ভিল, কুম্ভিলক, কুম্ভীলক
(p. 198) >kumbhila, kumbhilaka, kumbhīlaka বি. 1 চোর; 2 যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, plagiarist; 3 শ্যালক; 4 শালমাছ। [সং. কুম্ভীরক প্রাকৃ. কুম্ভিলক; তু. সং. কুম্ভিল]। 17)
-আত্মক
(p. 89) -ātmaka বিণ. (সমাসের উত্তরপদে অর্থাত্ পরপদে) গুণবিশিষ্ট, প্রকৃতিবিশিষ্ট (হিংসাত্মক, ধংসাত্মক, রসাত্মক)। স্ত্রী. -আত্মিকা। 20)
-জাদা
(p. 322) -jādā বি. (শব্দান্তে প্রত্যয়রূপে ব্যবহৃত) ছেলে, পুত্র, (হারামজাদা, শাহজাদা)। [ফা. জাদ্হ্]। স্ত্রী. জাদি। 3)
-টিয়া2, -টে
(p. 343) -ṭiẏā2, -ṭē বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে। 76)
-তর1
(p. 367) -tara1 1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উত্কর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর); 2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)। [সং. তরপ্-তু. তম]। 84)
-পনা
(p. 488) -panā বাংলা ভাষায় ভাববাচক প্রত্যয়বিশেষ (গিন্নিপনা, নাটুকেপনা, গুণপনা)। 67)
-পন্হী
(p. 488) -panhī বিণ. 1 ধর্মসম্প্রদায়ভুক্ত (নানকপন্হী) 2 মতাবলম্বী (প্রাচীনপন্হী, উগ্রপন্হী 3 ধারা বা রীতি অনুসরণকারী (রবীন্দ্রপন্হী)। [ সং. পন্হাঃ + ঈ]। 72)
-প্রতিম
(p. 541) -pratima বিণ. (অন্য শব্দের শেষে যুক্ত হয়ে) তুল্য, সদৃশ (অগ্রজপ্রতিম, প্রাণপ্রতিম)। [সং. প্রতি + √ মা + অ]। 57)
-প্রদ
(p. 546) -prada বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]। স্ত্রী. প্রদা। 14)
-প্রভ
(p. 548) -prabha বিণ. প্রভাযুক্ত (স্বর্ণপ্রভ, হিরণ্যপ্রভ)। [সং. প্র + √ ভা + অ সমাসান্ত]। 24)
-বত্
(p. 575) -bat (শব্দের শেষে যুক্ত) অব্য. (তুল্য অর্থে তদ্ধিত প্রত্যয়) তুল্য, সদৃশ, মতো (পুত্রবত্ স্নেহ করেন, সন্তানবত্ পালন করেছেন)। [সং. বতি বত্]। 35)
-বন্ত
(p. 575) -banta বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থপ্রকাশক প্রত্যয়বিশেষ (প্রাণবন্ত, লক্ষ্মীবন্ত)। [সং. মত্ + বত্ প্রত্যয়ের অনুকরণে গঠিত]। 82)
-মন্ত
(p. 676) -manta বিণ. 1 বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থসূচক বাং. তদ্বিত প্রত্যয়বিশেষ (পয়মন্ত, লক্ষীমন্ত)। [ সং. মত্]। 174)
-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
-ময়1
(p. 685) -maẏa1 বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী-ময়ী। 10)
অ1
(p. 1) a1 বাংলা বর্ণমালার আদ্য স্বর; প্রথম স্বরবর্ণ। 2)
অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অংশাঙ্কিত
(p. 1) aṃśāṅkita বিণ. (অংশ+অঙ্কিত) মাপের ভাগবিশিষ্ট বা চিহ্নবিশিষ্ট, graduated (বি.প.)। অংশানো ক্রি. উত্তরাধিকার সূত্রে পাওয়া; প্রাপ্য হিসাবে বর্তানো। 10)
অংশী-দার
(p. 1) aṃśī-dāra বি. সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি, ভাগীদার, partner (বি. প.)। [সং. অংশী + ফা. দার]। অংশী-দারি বি. অংশীদারের ভাব কাজ বা অবস্হা partnership অংশীদারি চুক্তি যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement. 13)
অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অকথন
(p. 2) akathana বি. কুকথা। বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]। 5)
অকথা
(p. 2) akathā বি. অনুচিত কথা, অশ্লীল কথা [সং ন. (অপ্রশস্ত অর্থে)+কথা]। 6)
অকম্প, অকম্পিত, অকম্প্র
(p. 2) akampa, akampita, akampra বিণ. 1 কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা); 2 অবিচলিত (অকম্পিত হৃদয়ে)। [সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730454
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942629
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us