Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতি-পদে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রতি-পন্ন
(p. 40) aprati-panna বিণ. প্রমাণিত বা নির্ধারিত হয়নি এমন। [সং. ন + প্রতিপন্ন]। 65)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
প্রতি-পক্ষ
(p. 541) prati-pakṣa বি. 1 শত্রুপক্ষ (প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা); 2 বিরোধী দল; 3 প্রতিদ্বন্দী (এই খেলায় আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী); 4 প্রতিবাদী (আদালত প্রতিপক্ষের বক্তব্য শুনতে চায়)। [সং. প্রতি + পক্ষ]। 15)
প্রতি-পত্তি
(p. 541) prati-patti বি. 1 সম্মান; 2 প্রতিষ্ঠা (সমাজে প্রতিপত্তি লাভ); 3 প্রভাব; 4 ক্ষমতা; 5 (বিরল) জ্ঞান। [সং. প্রতি + √ পদ্ + তি]। ̃ শালী, ̃ শীল বিণ. প্রতিপত্তি আছে এমন (প্রতিপত্তিশালী রাজনীতিবিদ)। 16)
প্রতি-পদ
(p. 541) prati-pada বি. শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের প্রথম তিথি (প্রতিপদের চাঁদ)। [সং. প্রতি + √ পদ্ + ক্বিপ্]। 17)
প্রতি-পন্ন
(p. 541) prati-panna বিণ. 1 প্রমাণসিদ্ধ; 2 যুক্তিদ্বারা সমর্থিত বা মীমাংসিত; 3 অবধারিত, নির্ধারিত (এই মত ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে)। [সং. প্রতি + √ পদ্ + ত]। 19)
প্রতি-পাদন
(p. 541) prati-pādana বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন। [সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]। প্রতি-পাদক বিণ. বি. প্রতিপাদনকারী। স্ত্রী. প্রতি-পাদিকা। প্রতি-পাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)। প্রতি-পাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন। 20)
প্রতি-পালক
(p. 541) prati-pālaka বিণ. বি. প্রতিপালনকারী; রক্ষণাবেক্ষণকারী। [সং. প্রতি + পালক]। স্ত্রী. প্রতি-পালিকা। প্রতি-পালন বি. 1 পোষণ, লালন (সন্তান প্রতিপালন); 2 রক্ষণ (প্রতিশ্রুতি প্রতিপালন); 3 রক্ষণাবেক্ষণ (প্রজাদের প্রতিপালন); 4 মান্যকরণ (আজ্ঞা প্রতিপালন)। প্রতি-পালনীয়, প্রতি-পাল্য বিণ. প্রতিপালনের যোগ্য, প্রতিপালন করতে হবে এমন। প্রতি-পালিত বিণ. প্রতিপালন করা হয়েছে এমন। স্ত্রী. প্রতি-পালিতা। 21)
বিপ্রতি-পত্তি
(p. 619) biprati-patti বি. 1 বিরোধ; 2 বিরুদ্ধ জ্ঞান; 3 পার্থক্য; 4 সংশয়। [সং. বি (=বিপরীত) + প্রতিপত্তি (=জ্ঞান)]। বিপ্রতি-পন্ন বিণ. বিরুদ্ধ; বিরুদ্ধ জ্ঞানপূর্ণ; পার্থক্যযুক্ত, সন্দেহযুক্ত, সংশয়পূর্ণ। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140643
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us