Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রত্যাশা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনপেক্ষ
(p. 22) anapēkṣa বিণ. অন্যের উপর নির্ভরশীল নয় এমন, কারও মুখাপেক্ষী নয় এমন; স্বাধীন; নিরপেক্ষ। [সং. ন+অপেক্ষা]। ̃ তা বি. স্বাধীনভাবে কাজ করতে পারার অবস্হা; কারও উপর নির্ভরশীল না হওয়া, অনির্ভরশীলতা। অনপেক্ষিত বিণ. 1 যা ঘটবে বলে আশা করা যায়নি; যার জন্য কেউ অপেক্ষা করেনি; 2 যাকে কেউ প্রত্যাশা করেনি; অপ্রত্যাশিত। 24)
অনাকাঙ্ক্ষা
(p. 23) anākāṅkṣā বি. আকাঙ্ক্ষা বা কামনার অভাব; অপ্রত্যাশা। [সং. ন + আকাঙ্ক্ষা]।
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
আশংসন, আশংসা
(p. 108) āśaṃsana, āśaṃsā বি. 1 আশা, প্রত্যাশা; 2 কামনা (শুভাশংসা); 3 সম্ভাবনা। [সং. আ + √ শন্স্ + অন, অ + আ]। আশংসিত বিণ. প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; প্রার্থিত; সম্ভাবিত। 9)
উপাসন, উপাসনা
(p. 133) upāsana, upāsanā বি. 1 আরাধনা, ভজনা, পূজা; 2 ভগবত্-চিন্তা; 3 উপকার-প্রত্যাশায় অপরের সেবা বা মনস্তুষ্টি বা সন্তোষসাধনের চেষ্টা। [সং. উপ + √ আস্ + অন, অ]। উপাসক বিণ. বি. উপাসনাকারী (সৌন্দর্যের উপাসক, ঈশ্বরের উপাসক, অর্থের উপাসক)। স্ত্রী. উপাসিকা। উপাসিত বিণ. উপাসনা করা হয়েছে এমন। 111)
প্রতীক্ষা
(p. 544) pratīkṣā বি. 1 অপেক্ষা, সরুর (আর কতদিন তার প্রতীক্ষা করব?); 2 আশা, প্রত্যাশা; 3 সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা (পরীক্ষার ফলপ্রকাশের প্রতীক্ষা)। ক্রি. (কাব্যে) প্রতীক্ষা করা (প্রতীক্ষির, প্রতীক্ষিয়া)। প্রতীক্ষ-মাণ বিণ. অপেক্ষাকারী; আশা বা প্রত্যাশা করছে এমন। স্ত্রী. প্রতীক্ষ-মাণ। প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘপ্রতীক্ষিত ঘটনা)। প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য। প্রতীক্ষ্য-মাণ বিণ. (যার জন্য) অপেক্ষা করা হচ্ছে এমন। স্ত্রী. প্রতীক্ষ্য-মাণা। 9)
প্রত্যাশা
(p. 544) pratyāśā বি. 1 আশা, কামনা (তোমার এই আচরণ প্রত্যাশা করিনি); 2 প্রাপ্তির সম্ভাবনা বা আশা (লাভের প্রত্যাশা, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা); 3 প্রতীক্ষা। [সং. প্রতি + আশা]। প্রত্যাশিত বিণ. 1 প্রত্যাশা করা হয়েছে এমন (প্রত্যাশিত সংবাদ); 2 সম্ভাবিত। প্রত্যাশী (-শিন্) বিণ. প্রত্যাশাকারী (সম্মানের প্রত্যাশী)। 48)
ফলান্বেষণ
(p. 562) phalānbēṣaṇa বি. 1 ফলের খোঁজ; 2 কার্যসিদ্ধির প্রত্যাশা। [সং. ফল + অন্বেষণ]। 9)
বকাণ্ড-প্রত্যাশা
(p. 573) bakāṇḍa-pratyāśā বি. বক কর্তৃক বৃষের অণ়্ড পাবার আশার মতো বৃথা আশা; দুর্লভ বস্তু লাভের আশা। [সং. √ বক + অণ়্ড + প্রত্যাশা]। 18)
বাসনা1
(p. 605) bāsanā1 বি. 1 কামনা ('বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন': বুদ্ধ); 2 প্রত্যাশা; 3 (বর্ত. বিরল) পূর্বজন্মের সংস্কার; 4 আসক্তি (বিষয়-বাসনা)। [সং. √ বাসি + অন + আ]। ̃ কুল বিণ. বাসনায় অধীর। 4)
মুখাপেক্ষা
(p. 708) mukhāpēkṣā বি. পরের অনুগ্রহ বা সাহায্যের প্রত্যাশা, পরের উপর ভরসা। [সং. মুখ + অপেক্ষা]। মুখাপেক্ষী (-ক্ষিন্) বিণ. অন্যের সাহায্যপ্রত্যাশী (পরের মুখাপেক্ষী হয়ে বাঁচতে চায় না)। স্ত্রী. মুখাপেক্ষিণী। বি. মুখাপেক্ষিতা। 12)
হা
(p. 862) hā অব্য. হায়; শোক ক্লেশ বিস্ময় প্রভৃতি সূচক শব্দ। ̃ পিত্যেশ বি. 1 অতি লোভাতুর প্রত্যাশা; 2 দীর্ঘ প্রত্যাশা; 3 আপশোস, অনুশোচনা। ̃ হুতাশ বি. অতিশয় আক্ষেপ। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534984
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140519
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942960
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us