Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রত্যয়িত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-জাদা
(p. 322) -jādā বি. (শব্দান্তে প্রত্যয়রূপে ব্যবহৃত) ছেলে, পুত্র, (হারামজাদা, শাহজাদা)। [ফা. জাদ্হ্]। স্ত্রী. জাদি। 3)
-টিয়া2, -টে
(p. 343) -ṭiẏā2, -ṭē বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে। 76)
-পনা
(p. 488) -panā বাংলা ভাষায় ভাববাচক প্রত্যয়বিশেষ (গিন্নিপনা, নাটুকেপনা, গুণপনা)। 67)
-বন্ত
(p. 575) -banta বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থপ্রকাশক প্রত্যয়বিশেষ (প্রাণবন্ত, লক্ষ্মীবন্ত)। [সং. মত্ + বত্ প্রত্যয়ের অনুকরণে গঠিত]। 82)
-মন্ত
(p. 676) -manta বিণ. 1 বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থসূচক বাং. তদ্বিত প্রত্যয়বিশেষ (পয়মন্ত, লক্ষীমন্ত)। [ সং. মত্]। 174)
-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
-ময়1
(p. 685) -maẏa1 বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী-ময়ী। 10)
অযৌগিক
(p. 60) ayaugika বিণ. 1 যৌগিক নয় এমন; একাধিক উপাদান দিয়ে তৈরী নয় এমন; 2 (ব্যাক.) প্রকৃতি-প্রত্যয়যোগে সিদ্ধ নয় এমন। [সং. ন + যৌগিক]। 22)
আলু2
(p. 106) ālu2 সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)। 43)
এরণ্ড
(p. 149) ēraṇḍa বি. ভেরেণ্ডা গাছ, রেড়ি গাছ। [সং. এরণ্ড + অ (অপ্) প্রত্যয়লোপ]। ̃ তেল, ̃ তৈল বি. রেড়ির তেল, castor oil. এরণ্ডা বি. পিপ্পলি বা পিপুল গাছ। 2)
এ৩
(p. 142) ē3 (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)। 4)
ওয়ালা1
(p. 153) ōẏālā1 (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। 36)
কল্প1
(p. 172) kalpa1 ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)। 26)
কার
(p. 185) kāra 5 -কের সম্বন্ধার্থ বাংলা প্রত্যয়বিশেষ (আজিকার, আজকের, আগেকার, ভিতরকার) 2)
কৃদন্ত
(p. 204) kṛdanta বিণ. (ব্যাক.) কৃত্প্রত্যয়ান্ত। বি. কৃত্প্রত্যয়ান্ত শব্দ। [সং. কৃত্ + অন্ত]। 22)
ক৪, কো
(p. 156) ka4, kō (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। 5)
গিরি1
(p. 246) giri1 আচরণ, বৃত্তি ইত্যাদি বোধক প্রত্যয়বিশেষ (কেরানিগিরি, বাবুগিরি)। [ফা. গর্ গরী বাং. গিরি]। 118)
গুলা1, গুলি, গুলো
(p. 253) gulā1, guli, gulō বহুত্ববোধক প্রত্যয়বিশেষ (বইগুলি, ছেলেগুলো)। [সং. কুল]। 47)
চুঞ্চু
(p. 290) cuñcu বিণ. (শব্দের শেষে সমাসবদ্ধ হয়ে) খাত, প্রসিদ্ধ (তর্কচুঞ্চু, ন্যায়চুঞ্চু)। [প্রত্যয়বিশেষ-তু. চঞ্চু]। 75)
জেঠ
(p. 327) jēṭha বিণ. (প্রত্যয়যুক্ত বা সমাসবদ্ধ শব্দে পূর্বপদে) জ্যাঠা (জেঠতুতো, জেঠশ্বশুর)। [সং. জ্যেষ্ঠ]। ̃ তুতো বিণ. জ্যাঠার সন্তান এমন (জেঠতুতো ভাই)। ̃ শাশুড়ি বি. স্বামীর বা স্ত্রীর জেঠিমা। ̃ শ্বশুর বি. স্বামীর বা স্ত্রীর জ্যাঠা। 63)
টা
(p. 341) ṭā নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)। 59)
টাক2
(p. 343) ṭāka2 (অব্য.) (অনুমানবাচক প্রত্যয়বিশেষ), প্রায়, তত্পরিমাণ (পোয়াটাক, মাইলটাক)। [দেশি]। 11)
ণিচ্
(p. 362) ṇic বি. (ব্যাক.) সংস্কৃত প্রত্যয়বিশেষ: কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে অপরকে দিয়ে সাধিত করলে এই প্রত্যয় হয়, যেমন √ দৃশ্ (দেখা) + ণিচ্ = দর্শি (দেখানো)। 36)
ণিজন্ত
(p. 362) ṇijanta বিণ. ণিচ্ প্রত্যয়যুক্ত। [সং. ণিচ + অন্ত]। ণিজন্ত ধাতু বি. যে ধাতুর উত্তর ণিচ্ প্রত্যয় হয়েছে, প্রেরণার্থক ধাতু।
তা৬
(p. 372) tā6 ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614739
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227929
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839856
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649151

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us